Translate

হিন্দু সংস্কৃতিকে গালাগালি দেওয়া মুসলিমদের উদ্দেশ্য নয়

হিন্দু সংস্কৃতিকে গালাগালি দেওয়া মুসলিমদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হিন্দুদের মাথায় ঢুকিয়ে দেওয়া যে হিন্দুধর্ম হাস্যকর কুসংস্কারে ভরা ভুলভাল ধর্ম।


মুসলিমরা দেখবেন বেশ সহানুভূতির সাথে ব্রেনওয়াশ করতে আসে: "বেচারি হিন্দু, তোমার পুতুলপূজো ধর্ম সত্যিই কুসংস্কারে ভরা হাস্যকর, কেউ ইসলামের সামনে যুক্তিতে দাঁড়াতে পারে না, প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আসছে, তোমার মাটির পুতুল নিজেকেই রক্ষা করতে পারে না, প্রিয় হিন্দুভাইদের ইসলামে আমন্ত্রণ




কাউকে আক্রমণ গালাগালি করলে সে তার ধর্মীয় আইডেন্টিটিকে আরো শক্তভাবে রক্ষা করে, ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে তার গভীর আত্মবিশ্বাসে একটুকু চিড় ধরে না। কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে যুক্তি দিয়ে বোঝালে, 'আমার ভালো চায় আমাকে ভুল রাস্তা থেকে উদ্ধার করতে চায়'- গালাগালির বদলে এই স্ট্রাটেজি কাউকে ধর্মত্যাগ করাতে অনেক বেশি কার্যকরী।  এতে শিকারের আত্মরক্ষামূলক প্রবৃত্তি জেগে ওঠে না, 'আমার ধর্মীয় আইডেন্টিটি under attack, আমায় পাল্টা খিস্তি দিতে হবে আল্লাকে'- এই  প্রতিরোধ গড়ে ওঠে না, এখন সে শান্ত হয়ে শুনতে আগ্রহী, এখন সে ভাবতে শুরু করেছে 'হতেও পারে ইসলাম সেরা, সত্যিই তো হিন্দুধর্ম হাস্যকর ritual কুসংস্কারে ভর্তি'


কট্টর হিন্দুত্ববাদীদের এভাবে হয়তো প্রভাবিত করা যাবে না, কিন্তু হিন্দুসমাজের নব্বই শতাংশের চোখের সামনে এইধরনের সফট্ ইসলামী প্রপাগান্ডার পোস্ট কমেন্ট ছেয়ে যাচ্ছে, প্রথম প্রথম অবচেতন মন  নিজের ধর্মীয় আইডেন্টিটিকে রক্ষা করতে পাল্টা যুক্তি খোঁজার চেষ্টা করে, কিন্তু হিন্দুসমাজে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মশিক্ষার পরিকাঠামো না থাকায় হিন্দুশাস্ত্র সম্পর্কে পুরোপুরি অজ্ঞ মনের কাছে কোনো যুক্তিই থাকে না যে কুসংস্কারে ভরা নিকৃষ্ট হিন্দুধর্ম ছেড়ে কেন আমি ইসলাম গ্রহণ করব না, যেখানে এত সুন্দর করে বুঝিয়ে মহান ইসলামে আমন্ত্রণ জানাচ্ছে মুসলিম ভাইরা।  


শিক্ষা সবচেয়ে বড় হাতিয়ার, ইসলামের বিরুদ্ধে জিততে প্রত্যেক হিন্দুকে তার ধর্ম নিয়ে শিক্ষিত করা খুব জরুরি, পাড়ায় পাড়ায় মাদ্রাসার মতো সনাতনী ধর্মশিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হোক, হিন্দু সমাজের ৫০% জনতার যদি হিন্দুধর্ম বিষয়ে গভীর জ্ঞান থাকে তো সফট্ হার্ড কোনো প্রপাগান্ডাই হিন্দুদেরকে নিজের ধর্ম নিয়ে ব্যাঙ্গ ঘৃণা করা শেখাতে পারবে না, ইসলামে কনভার্ট করাতে পারবে না


দ্বিতীয়ত প্রচার করা হচ্ছে 'সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম' 'প্রতিদিন হাজার হাজার মানুষ হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে' 'আল্লাহ সর্বশক্তিমান' - বারবার এসব শুনতে শুনতে হিন্দুদের ধর্মীয় আত্মবিশ্বাস ভেঙে যায়, একসময়ে অবচেতন মন মানতে শুরু করে হয়তো সত্যিই ইসলাম সেরা। একে বলে *Blowfish Strategy*। ঠিক যেমন বারবার কোনো প্রোডাক্টের বিজ্ঞাপনে চালানো হয় প্রোডাক্টটা অন্যদের চেয়ে কত ভালো কত সেরা, ধীরে ধীরে মানুষ সেটা সত্যি বলে মানতে শুরু করে।  'ইসলাম সর্বশ্রেষ্ঠ'- বিশ্বাসকে মস্তিষ্কে স্থায়ী করার জন্য লজিক্যাল মাইন্ডের সাপোর্টও জরুরি, তারজন্য মোল্লারা প্রচারের সঙ্গে জুড়ে দেয় কিছু জোকার নায়েকীয় যুক্তি (যেমন বিজ্ঞান বলেছে শুয়োর খেলে প্যারাসাইট ঢোকে, ইসলামেও শুয়োর হারাম, অতএব ইসলাম শ্রেষ্ঠধর্ম.. জন্তুকে পূজো করা অসভ্যজাতির কাজ, গরু হালাল করে কেটে গরিবকে মাংস বিতরণ করায় বেশি উপকার, অতএব ইসলাম আধুনিক..)। আমাদেরও মুসলিম সমাজে প্রচার চালাতে হবে 'হিন্দুধর্ম সর্বশ্রেষ্ঠ, প্রতিদিন রেকর্ড সংখ্যক মুসলিম হিন্দুধর্ম গ্রহণ করছে'.. ওদের এঁড়েমোল্লা টাইপের যুক্তি দিয়ে পাল্টা প্রচার চালাতে হবে হিন্দুধর্ম কেন সর্বশ্রেষ্ঠ, (শুয়োর খেতে মানা করা আর মধু খেতে বলার জন্য যদি ইসলাম সেরা হয় তো সেই যুক্তিতে হিন্দুধর্মকে লক্ষগুণ সেরা বলতে হয়, কারণ খাদ্যাভ্যাস নিয়ে বেদে গোটা একটা আয়ুর্বেদ শাখা আছে, শরীরচর্চার জন্য আছে হঠযোগ, মানসিক স্বাস্থ্যের জন্য হাজার রকম ধ্যান ধারণা ইত্যাদি, দর্শনশাস্ত্র সঙ্গীত জ্যোতিষশাস্ত্র সমস্ত বিষয়ে এত গভীরে বিশদে চর্চা পৃথিবীর কোথাও নেই ) 


বেশিরভাগ মুসলিম মডারেট, কট্টর নয়, হিন্দুধর্মে কনভার্ট করাতে ওরাই আমাদের প্রধান টার্গেট।  ইসলামী স্ট্র্যাটেজিস্টরা যেমন হিন্দুদেরকে স্বেচ্ছায় ইসলামে কনভার্ট করিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, একটা অঞ্চলে দুপ্রজন্ম আগেও যারা ভক্তিভরে ঠাকুর পূজো করতো তাদের বংশধররা এখন হিন্দু সংস্কৃতিকে ঘৃণা করে কাফেরদের বিলুপ্ত করতে চায়, আমরাও ওদের কৌশল ওদের মডারেট মুসলিম জনতার ওপর প্রয়োগ করব, ওরা যত হিন্দুকে ইসলামে কনভার্ট করাবে আমরা তারচেয়ে বেশি মুসলিম কনভার্ট করাব হিন্দুধর্মে। ৫০ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা মুসলিম কট্টর হিন্দুত্ববাদীতে পরিণত হয়ে সরকারের কাছে দাবি জানাবে যাতে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ভারতে যুক্ত হয় বাংলাদেশ।


এমন দিন আসবে যেদিন দেখা যাবে ভারতের ২০ কোটি মুসলিম স্বেচ্ছায় হিন্দুধর্মে কনভার্ট হয়ে গেরুয়াবস্ত্রে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে- এটাই আসল চ্যালেঞ্জ সত্যিকারের সাফল্য।


এমন আরো তথ্য জানতে Bengal Hindu এর সাথেই থাকুন। 

এছাড়া আমাদের অনুপ্রানিত করার জন্য দয়াকরে নিচের এই  "ads" এ একটি ক্লিক করে দিবেন।

Like Our FB PAGE

https://www.facebook.com/history990


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url