Mental torture on Hindus in Bangladesh- Islamic Dawah
In the name of giving Islamic Dawat, it hurts the religious sentiments of Hindus. Now why, the administration is not activating? Sanatan Dharam has been badly criticized In this book...
বাংলাদেশ ও ভারতে হিন্দুদের নিত্যদিন এক ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেটি হলো ইসলামী দাওয়াত। অর্থাৎ, কোনো মুসলিম ইমাম,হুজুর বা সাধারন কোনো মুসলিম যারা দাওয়াতী ইসলামী সংগঠনে কাজ করে। তাদের উদ্দেশ্য ইসলাম প্রচার ও প্রসার করা। এক কথায় ভারতবর্ষে ইসলামী আগ্রাসন করে ভারতকে নিজেদের কব্জায় করে নেওয়া। আর বর্তমানে এই "দাওয়াত" মহামারি ভাইরাসের মত চারদিকে ছড়িয়ে পড়েছে। যেখানে "সনাতন" ধর্ম সম্পর্কে কটুক্তি করা হয় ও "ইসলাম" কে মহান বানানো হয়। তারা সনাতন ধর্মালম্বীদের ধর্মগ্রন্থকে বিকৃত করে লিখে তা লেখাপড়া কম করেছে এমন হিন্দুকে দেয়। আর সে হিন্দু এটাই বিশ্বাস করে যে সনাতন ধর্ম বাজে ধর্ম। এইভাবে মূলতে বাংলাদেশে হিন্দুদেরকে মানসিক ভাবে নির্যাতন করা হয়। এছাড়া বর্তমানে "দাওয়াত কিভাবে দিতে হয়" সেই বইও বের করেছে মৌলবাদীরা। যেখানে সনাতন ধর্ম সম্পর্কে অত্যন্ত ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আর এই বই গুলো মূলত গ্রামের হিন্দুদের একপ্রকার জোর-জবরদস্তি করেই পাঠ করানো হয়ে থাকে।
বাংলাদেশে ঢাকা,ময়মনসিংহ, সিলেট আরো বিভিন্ন জায়গায় "ইসলামী দাওয়াহ ইন্সটিটিউট " চালু করা হয়েছে। যা সরকারের লাইসেন্স প্রাপ্ত। এর সদরদপ্তর "রাজধানী ঢাকায়" অবস্থিত।