Translate

আপনার আদর্শ কে মোদী জি নাকি ঠাকরে জি?

আপনার আদর্শ কে মোদী জি নাকি ঠাকরে জি?  


১)-৯০ সালে কাশ্মীর থেকে আলকায়েদা ঘোষণা দিলো হিন্দুরা যদি অমরনাথ তীর্থ যাত্রায় যায় তাহলে আর ফিরে আসতে দেবে না। এর পরের দিন মহারাষ্ট্র থেকে বালা সাহেব খুব সুন্দর করে  ঘোষনা দিলেন তিনদিন পরেই তোমাদের হজ্ব। মুম্বাইয়ের বিমান বন্দর থেকে লাখ লাখ হজ্ব যাত্রী মক্কার উদ্দেশ্যে বিমানে চড়বে। যাত্রীরা বিমানে উঠবে ঠিক কিন্তু বিমান আর মক্কায় যাবে না।  সোজা জান্নাতে চলে যাবে। এই কথা শুনে এরপরের দিনই আলকায়েদার জংগীরা হিন্দুদের অমরনাথে তীর্থ যাত্রা করতে দেয়। 


২)-  মুম্বাইয়ের মুসলিম এলাকায় কিছু মুসলিম ছেলে হিন্দু মন্দিরে ঢুকে সেখানে দুই হিন্দু মেয়েকে ধর্ষণ করে আগুন জ্বালীয়ে দেয়। এটা নিয়ে সরকার কিছুই করতে পারেনি তখন। হিন্দুরা হতাশ। কোনো নিউজেও সেই খবর এল না৷ কয়েকদিন পরই আজমীর শরীফে ভয়াবহ বোমা হামলা হল।  প্রায় ১২৬ জন নিহত। কে এই হামলা করলো কেউ যানে না। পুরো ১ টা মাস ভারতের তখনকার নিউজ, টিভি চ্যানেল সহ রেডিও তে বেশি করে আজমীর শরিফে বোমা হামলা নিয়ে দেখানো হল ছাপানো হল আরও কত কি। ঠিক এক মাস পর হঠাৎ নাম উঠে বাল সাহেব ঠাকরের। মামলা হল ওনার নামে। যেহেতু কোনো প্রমাণ নেই পুলিশ নয় সরকারেও সাহস নেই তাকে গ্রেপ্তার করার। যাই হোক তখন এই ঘটনা সেখানেই শেষ হল।


৩) - ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পন্ডিত দের টানা তিন দিন ধরে হত্যা ধর্ষণ হচ্ছিলো। প্রচুর মন্দির ভেংগে ফেলেছিলো। সরকার গোলামী করে যাচ্ছিলো উলটো মুসলিম নেতাদের। কাশ্মীরের জীবিত থাকা হিন্দুরা কোনো ভাবে পালিয়ে আসতে সক্ষম হয়। ১৯৯১ সালে বাবরি মসজিদ ভেংগে ফেলা হল। পুরো ভারত পাকিস্থানের মুসললানরা ক্ষেপে গেল।  এটাতেও ওনার নাম উঠে এল। মামলা হল। কিন্তু আদালতে নিয়ে যাওয়ার সাহস পুলিশের নেই। ১৫ দিন পর সরকারের প্রতি সম্মান দেখিয়ে উনি নিজেই গেলেন কোর্টে। শুনানি চলছিলো বাবরি মসজিদ নিয়ে। জিজ্ঞাসা করা হল বাবরি মসজিদ ভাংগার পেছনে আপনার নাম রয়েছে।  সরকার তো একখানে কোনো সংস্কার মূলক কাজই করতে নিষেধ করেছে তাহলে কেন মসজিদ ভাংলেন? 


উত্তরে প্রতিপক্ষ উকিল কে উনি বললো আপনি হয়তো সকালে একটু বেশি খেয়ে এসেছেন। এখানে সরকার সংস্কার মূলক কাজ করতে নিষেধ করেছে কিন্তু ভাংগতে তো নিষেধ করেনি? আর সামান্য মসজিদ কেন ভেংগেছি এটা নিয়ে আমাকে কোর্টে তুললেন আর কাশ্মীরের হিন্দুদের যে গত তিন দিন ধরে মারা হচ্ছিল তখন কই ছিলেন? 


৪) - হায়দ্রাবাদের মক্কা মসজিদ সহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত জায়গায় বোমা হামলা সহ বিভিন্ন হামলায় উনার নাম জড়িত তারপরেও তিনি ভয় পান নি। 


৫)- একবার এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলো চাইলে মহারাষ্ট্র এর মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু কেন হোন না। উত্তরে বলেছিলেন হুর এসব মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে আমার নেই। আমরা মুখ্যমন্ত্রী বানাই।  কখনোই রাজনীতি করবো না। আর যদি সরকার দেশ চালাতে না পারে আমাকে ১ মাসের জন্য বসাক ভারত থেকে সব ইসলামী জংগীদের বের করে দেব। তবে রাজনীতি কখনোই করবো না।


এমন এক হিন্দু নেতা ছিলেন তিনি যিনি কখনোই কোনো রাষ্ট্রীয় নেতা অমুক নেতা সমুক নেতার সাথে দেখা করতে যান নি। খোদ বলিউড সুপারস্টার থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে নরসিমা রাও, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে  বড় বড় পপ তারকারা ওনার সাথে দেখা করতে যেতেন। উনি কারও সাথেই দেখা করতে করতে যেতেন না।  


এমন একজন বীর ছিলেন যাকে এখনো জেলে নিয়ে যেতে পারেনি কেউ। মৃত্যুর সময়েও  তার স্টাইলিশ চশমাটিও সাথে নিয়ে গেছেন। কোনো দল করতেন না। কোনো পদ নেই। নেই মন্ত্রীর দায়িত্বেও। তারপরেও মৃত্যুর সময়ে তাকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মর্যাদায় সম্মান দেওয়া হয়। যার মৃত্যুতে পুরো মুম্বাই তিন্ দিন জ্যাম ছিলো। পরে সেই জ্যাম ছুটাতে সরকার বাধ্য হয়ে সরকার আরও তিনদিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেন। 


লোভ ত্যাগ করে কর্ম ফলে আশা না করে যিনি কর্ম করে যান পরমাত্মা অবশ্যই তাকে সহযোগিতা করেন। গীতার বাণী। আর এই বাণীর সাথে বাস্তবে প্রমাণ মিলিয়ে নিন। 


তাই মোদিজীকে ভালোবাসি তবে আদর্শ হিসেবে আমি বালা সাহেবকেই বেছে নেব।


লেখায়- Dada Babu Arjun





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url