Translate

বাংলাদেশের হিন্দুদের জন্য সতর্কতা মূলক পোস্ট।

দেশের সমস্ত হিন্দু সংগঠনের অবগতির জন্য জানানো হইতেছে যে বাংলাদেশের হিন্দু ও ভারতের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র করার পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্থানের একটি সংগঠন( সংগঠনের নাম এখনো জানা হয়নি) তবে সংগঠনের প্রধানের দায়িত্বে আছেন কামরান সৈয়দ ওসমানী নামের এক ব্যাক্তি। 





আর তাকে সহযোগীতা করছেন পাকিস্থানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত মুসলিম তরুণ ও তরুনী। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অলরেডি নভেম্বর থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি বিভিন্ন দেশে থাকা ধনাঢ্য পাকিস্থানের তরুণ রা বাংলাদেশেও আসা শুরু করে দিয়েছে। পরিকল্পনার ১১ টি এজেন্ডা আছে। 


আর এই ১১ টি এজেন্ডার প্রধান লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ কে পাকিস্থানের সাথে মেলানো। অক্টোবরের ১২ তারিখ পাকিস্থানের করাচী ও ১৭ তারিখ লাহোরে মিটিং করেছে। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নভেম্বরের ২ তারিখ থেকে পাকিস্থান ও বাংলাদেশে কাজ শুরু করে দিয়েছে তারা।  এখন কথা হচ্ছে এতে হিন্দুদের উপর কেন নির্যাতন হবে। 


সেখানে তারা বলছে বাংলা নাকি হিন্দুদের সংস্কৃতি।  তাই মুসলিম ভাই বোনদের এই সংস্কৃতি পালন করা হারাম।  এখন কথা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে হিন্দু শুন্য করা হবে একেবারে দ্রুত গতিতে৷ এর পর পাকিস্থান ও বাংলাদেশের মধ্যে যৌথ উদ্দেগ্যে মিলিটারি ট্রেনিং সহ নানান বিষয়ে কাজ করবে। এরপর দুই দেশের মানুষদের মধ্যে বিবাহ প্রথা চালু করবে। এরপর আস্থে করে দুই দেশের মানুষদের সমর্থন নিয়ে বাংলাকে পুনরায় পাকিস্থান বানানো হবে। তাদের দাবী ভারতের পাশে দুটো পাকিস্থানকে দাড় করিয়ে দেওয়া। আমি পরিকল্পনা ৮০% আপনাদের বলে দিলাম। 


আমার এখানে বড় বড় অনেক হিন্দুত্ববাদী লেকচার দাতারা রয়েছেন। যারা কিনা লেকচারেই সীমাবদ্ধ।  আমার এই পোস্ট যদি সত্যি হয় তাহলে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুরোপুরি ভাবে বাংলাদেশে কাজ শুরু করে দিবে এরা। ওরা ওদের মিটিংগুলোতে পরিকল্পনা করে কিভাবে কাজ করবে এটা নিয়ে আলোচনা করে। আর আমাদের হিন্দু সংগঠন গুলো কাকে কোন পদে বসাবে, ব্যানারে কত টাকা আসবে,কোন কোন জায়গায় কমিটি হবে শুধু এসব আলোচনা নিয়েই ব্যাস্ত। কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কখনোই আলোচনা করেনি তাদের অভ্যন্তরীণ মিটিং গুলোতে। এখন আপনাদের মত নেতাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা দেখার পর যদি তাও কোনো পরিকল্পনা গ্রহণ না করেন তাহলে আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি আপনাদের মত নেতাদের কারণে বাংলাদেশের আরেকটি কাশ্মীর ঘটবে। এক রাতেই সব শেষ করে দেওয়া হবে। অপেক্ষা রাখেন।



©Dada Babu

এমন আরো তথ্য জানতে Bengal Hindu এর সাথেই থাকুন। 

এছাড়া আমাদের অনুপ্রানিত করার জন্য দয়াকরে নিচের এই  "ads" এ একটি ক্লিক করে দিবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url