Translate

তুমি তোমার পবিত্র শুক্র বিন্দু গুলিকে অপবিত্রভাবে নষ্ট কর্ব্বে বলেই কি তোমার মা তোমাকে জঠরে ধারন করেছিলেন? - Bengal Hindu


শুক্র হচ্ছে দেহের সার, রক্তের সার, জীবের জীবনী-শক্তি, বংশ-প্রবাহের উৎস। কিন্তু আমি দিই তার আর এক নূতন নাম। আমি বলি, শুক্র হচ্ছে, যুগযুগান্তর-সঞ্চিত ঘনীভূত মাতৃস্নেহ, শুক্র হচ্ছে পুরুষানুক্রমে পুঞ্জীভূত মাতৃস্নেহের প্রতীক।

এই শুক্রকে যে অবমাননা করে, এই শুক্রকে যে অপব্যয়িত করে, সে পুরুষানুক্রমিক মাতৃস্নেহকে অবমাননা করে। শুক্রকে একদিন আদিমাতা গর্ভে ধারন করেছিলেন এবং গর্ভ-প্রবেশ মাত্র এই শুক্রকে তিনি স্নেহরস দিতে আরম্ভ করেছিলেন, দশ মাস দশ দিন এই শুক্রবিন্দুকে তিনি নিজ শরীরের রক্ত দিয়ে পরিপুষ্ট করেছিলেন, ক্ষুদ্রতম একটী জীবাণু থেকে ক্রমবর্দ্ধিত করে একটি পূর্ণায়তন সন্তানের আকৃতি দান করেছিলেন। তারপর মৃত্যুতুল্য যন্ত্রণা হাসিমুখে সহ্য ক'রে অসহনীয় বেদনার কাতরতা তুচ্ছ ক'রে,

নিজের রক্তে নিজে স্নান ক'রে এই শুক্রকেই পুত্ররূপে বা কন্যারূপে প্রসব করেছিলেন। তারপর তাকে পালন করেছিলেন বুকের স্তন্য দিয়ে, তাকে অমঙ্গলমুক্ত করেছিলেন চোখের অশ্রু দিয়ে, তার শৈশবকে যৌবনে পরিণত করেছিলেন মুখের অন্নগ্রাস থেকে নিজেকে শতবার বঞ্চিত রেখেও শুধু সন্তানের মুখে আহার্য্য দিয়ে।

তারপরে ঐ এক বিন্দু পুনরায় কত বিন্দু শুক্রের উৎপত্তির কারণ হয়েছে এবং এমনি ক'রে বংশের পরবর্ত্তী মায়ের স্নেহকে, ভালবাসাকে, আদরকে, প্রাণপণ যত্নকে আকৃষ্ট করেছে। এই যে শুক্র, যা' শুধু সন্তানেরই প্রাণরূপী নয়, পরন্তূ যা' গর্ভপ্রবেশ মাত্রই মাতা-মাত্রেরই পরম স্নেহের কেন্দ্র, পরম যত্নের বস্তু, তাকে যে অবমাননা করে, সে নিজের মায়ের অবমাননা করে, বংশের পূর্ব্ববর্ত্তিনী মাতৃগণের অবমাননা করে।

তুমি তোমার পবিত্র শুক্রবিন্দুগুলিকে অপবিত্রভাবে নষ্ট কর্ব্বে ব'লেই কি তোমার মা তোমাকে জঠরে ধারন করেছিলেন?

তুমি তোমার জীবনের সারসত্তাকে অবৈ্ধভাবে বিনষ্ট কর্ব্বে বলেই কি তিনি তোমাকে তাঁর প্রাণের সকল স্নেহ দিয়াছিলেন, তোমার মঙ্গলের জন্য নিজেকে নানাসুখে বঞ্চিতা করেছিলেন, নিজের রক্তে নিজে হাসিমুখে অবগাহন ক'রে তোমাকে প্রসব করেছিলেন.......

(শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেব)
(অসংযমের মূলোচ্ছেদ)

আমাদের ওয়েবসাইটের পোষ্ট Facebook,MSN বাদে যেকোনো সোসাল মিডিয়ায় শেয়ার ও পোষ্ট করতে পারবেন।

Advertise: Click and download

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।