Translate

আবারো ভূস্বর্গে জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত

 

সোমবার সন্ধ্যায় কাশ্মীরের শোপিয়ান জেলায় জিহাদী সন্ত্রাসীরা কাশ্মীরি পণ্ডিত সোনু কুমার বালাজির ওপর হামলা করে। হামলায় বালাজির শরীরে তিনটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক কাশ্মীরি পন্ডিতের শোপিয়ায় একটি মেডিক্যাল স্টোর রয়েছে। এ হামলা ছাড়াও গত ২৪ ঘণ্টায় উপত্যকায় আরও ৭ জনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা।


প্রথমে লাল চকের কাছে সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলায় একজন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন এবং আরও এক জওয়ান হামলায় আহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। জিহাদী সন্ত্রাসীরা পুলওয়ামাতেও বড় ধরনের হামলা চালিয়েছে।

এরপরে পুলওয়ামায় দুই অ-কাশ্মীরিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা দ্বিতীয়বারের মতো হামলা চালায়। এই হামলায় বিহারের দুইজন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। ইদানিং ভূস্বর্গে কাশ্মীরি পন্ডিতদের প্রতিনিয়ত হামলা চালানোর ঘটনা নিয়মিত হয়ে উঠেছে। সন্ত্রাসীরা এর আগে রবিবার সন্ধ্যায় পুলওয়ামার নওপোরা এলাকায় দুই অ-স্থানীয় শ্রমিককে গুলি করে জিহাদী সন্ত্রাসীরা যারা দুজনেই হচ্ছেন পাঞ্জাবের বাসিন্দা। 


Bengal Hindu Page এ লাইক দিয়ে পাশে থাকুন

https://www.facebook.com/history990/


আমাদের ইউটিউব চ্যানেল

https://youtube.com/channel/UCMoLvpHs-gz03hINcTdhzFQ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url