ইফতার পার্টির নাম করে সনাতন-ধর্মাম্বলিদের খাওয়ানো হল গরুর মাংস | In the name of Iftar party, the traditional religion is fed beef
দিনাজপুরের বোচাগন্জ থানায় মাদ্রাসারোডে অবস্থিত রুবেল এন্টারপ্রাইজের তরফ থেকে গত শুক্রবার ইফতারের আয়োজন করা হয়। তারই জেরে পার্শ্ববর্তী অবস্থিত বোচাগন্জ উপজেলা লোড- আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন অফিসের সভাপতি বাবু রিমন রায় কে ৪ পেকেট ইফতার দেওয়া হয়।
পরিবারের সদস্যগন মুসলিমদের দেওয়া খাবার খাবেনা বললে তা পাশের বাড়িতে দেন তারা যখন খাওয়ার জন্য পেকেট খোলেন তখন তাদের পেকেটে দেওয়া বিড়িয়ানি মাংস দেখে সন্দেহ হয় পড়ে একটু মুখে দিতে তারা বুঝতে পারে তাদের আসলে কি খেতে দেওয়া হয়েছে। এনিয়ে তাদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি হয় পড়দিন সকালে রুবেল এন্টারপ্রাইজের ম্যানেজার সজিব ইসলাম কে প্রশ্ন করলে তিনি বিষয়টি স্বিকার করেন যে বিরিয়ানিতে গরুর মাংস ছিল।
এলাকায় জানাজানি হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন রিমনসহ এলাকাবাসির প্রশ্ন জেনেশুনে কেন হিন্দু ধর্মাম্বলিকে গরুর মাংসেরর বিরিয়ানি দেওয়া হল? রুবেল এন্টারপ্রাইজের ম্যানেজার বলেন তাদের ভুল বসত কাজটি হয়েগেছে তারা স্বজ্ঞানে একাজ করেননি। এ ঘটনার পর স্থানিয় এক হিন্দু সাইকেল মেকানিক ইসোপ রায় জানান, রুবেল এন্টারপ্রাইজের পক্ষথেকে গতবছর তাকেও গরুর মাংসের বিরিয়ানি পেকেট দেওয়া হয়েছিল তা খেতে গিয়ে সন্দেহ হলে তিনি খোজ নিয়ে জানতে পারেন তাকে গরুর মাংস খেতে দেওয়া হয়েছে লোক লজ্জার ভয়ে তিনি তা কাউকে জানাননি।
তাছাড়া রুবেল এন্টারপ্রাইজে একজন হিন্দু অটোমেকার রয়েছে বিমল রায় তিনি নতুন অটো সেট করে। গতবছর তাকেউ না জানিয়ে গরুর মাংস খাওয়ানো হয়।
এখন রিমন রায়ের দাবি যারা আমাকে গরুর মাংস খাইয়েছে তাদেরকেউ আমার সাথে শূকরের মাংস খেতে হবে।
তাদের কাজটা যদি আমি অথবা কোনো হিন্দু করতো এতক্ষনে তার বাড়িতে আগুন জ্বলতো তাহলে আমি ছেড়ে দেব কেন আমার ন্যায় বিচার চাই। আজ শালিসে পাঁচটি মন্দিরে ৫ হাজার করে পঁচিশহাজার টাকা আর পাঁচ মসজিদে ২ কেজি করে জিলাপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন প্রশ্ন হল এটা কি শুধুই ভুল নাকি গভির চক্রান্ত?
সকল হিন্দু ধর্মাম্বলিদের সচেতন করা হচ্ছে কখনো কোনো মুসলিমের ইফতার পার্টিতে যোগ দেবেন না আর যোগ দিলে অবশ্যই সতর্ক থাকবেন।
Iftar was organized by Rubel Enterprise at Madrasa Road, Bochaganj Police Station, Dinajpur last Friday. Babu Rimon Roy, President of Bochaganj Upazila Load-Unload Labor Workers Union Office, was given 4 packets of Iftar.
Rimon Roy and his accomplice (Muslim) sat in the office and took 2 packets of Iftar Khan and the remaining 2 packets home.
When the family members told the Muslims not to eat the food, they gave it to the house next door. The next morning, when they questioned Sajib Islam, the manager of Rubel Enterprise, he admitted that there was beef in the biryani.
An embarrassing situation arises when the area is known. Now knowing the question of the locals including Rimon, why was the Hindu Dharmambali given beef biryani? The manager of Rubel Enterprise said that it was their fault and they did not do it consciously. Isop Roy, a local Hindu bicycle mechanic, said after the incident that he was given a packet of biryani biryani by Rubel Enterprise last year.
Besides, there is a Hindu automaker in Rubel Enterprise, Bimal Roy. He sets up a new auto. Last year, beef was fed without informing him.
Now Rimon Roy claims that those who have fed me beef should eat pork with me.
If I or a Hindu had done their job, his house would have been on fire for so long, then why should I give up? Today, in five temples in Shalis five thousand and twenty five thousand rupees and in five mosques 2 kg jilapi was ordered to be given. Now the question is is it just a mistake or a deep conspiracy?
All Hindus are being warned never to join any Muslim's Iftar party and must be careful if they do.