Translate

সীতাকুণ্ড উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সবুজ শর্মার বাড়িতে জিহাদীদের হামলা | Jihadists attack the house of Sabuk Sharma, finance secretary of Sitakunda Upazila Press Club

india, delhi, india cricket, gujarat, new delhi, bse india, msn india, pondicherry, shimla, madhya pradesh, sensex today india, indian economy, digital india, investing india, bharat, bharat in hindi, mera bharat mahan, vedas, rigveda, the vedas, vedic religion, vedas in english, rig veda in english, vedas book, vedic texts, the rig veda, ayur veda, the vedas in english, vedic chants, vedic yoga, veda ayurveda, veda online, the vedas book, ancient vedas, বাংলাদেশের হিন্দু,


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিলের বাড়িতে গাছ থেকে আম পেড়ে নেওয়ার প্রতিবাদ করায় ঘরে ঢুকে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তার বোন ও বৌদিকে শ্লীলতাহানি করে তারা। শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে এ হামলা করে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামে অবস্থিত সীতাকুণ্ড প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সবুজ শর্মা শাকিলের বাড়িতে স্থানীয় মো. হাসেম, আকবর, সানিফ ও রাকিবসহ ১৫-২০ জনের একটি জিহাদী সন্ত্রাসী দল উপস্থিত হয়ে তাদের সীমানা প্রাচীরের ভেতরের আম গাছ থেকে আম পাড়তে শুরু করে।

এসময় ঘরে থাকা সবুজের ভাই, মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মা বের হয়ে গাছ থেকে আম পেড়ে নেওয়ার কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘরে প্রবেশ করে আলমারিসহ আসবাব ভাঙচুর ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে এবং যাওয়ার সময় তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল জানান, শুক্রবার বিকেলে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে গাছ থেকে প্রচুর আম পাড়ে। আমার ভাই, বোন ও বৌদি বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করেছে। টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে। পরে আমরা জানতে পারি এটি পূর্ব পরিকল্পিত হামলা ছিল। তাই আসামিদের বিরুদ্ধে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।



Terrorists stormed the house of Sabuj Sharma Shakil, finance secretary of Sitakunda Upazila Press Club in Chittagong, protesting against the removal of mangoes from a tree. At that time, they insulted his sister and Baudi. The attack took place on Friday (April 29) afternoon. A case is under process at the police station in this regard. According to the relevant sources, the local Md. A group of 15-20 jihadi terrorists including Hashem, Akbar, Sanif and Rakib appeared and started plucking mangoes from the mango trees inside their border wall. At that time, Sabuj's brother, Manju Sharma and sister Shikha Sharma, who were in the house, came out and tried to find out the reason for picking mangoes from the tree. The victim journalist Sabuj Sharma Shakil said that a group of terrorists came to our house on Friday afternoon and picked a lot of mangoes from the trees. My brother, sister and Baudi attacked them when they tried to stop them. Looted money and valuables. We later learned that it was a pre-planned attack. So we are preparing to file a case against the accused.


আমাদের ওয়েবসাইটের পোষ্ট Facebook,MSN বাদে যেকোনো সোসাল মিডিয়ায় শেয়ার ও পোষ্ট করতে পারবেন।


Advertise: Click and download

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।