Translate

অপহরনকৃত হিন্দু মেয়ে উদ্ধার - Kidnapped Hindu girl rescued

০১/০৪/২২ ইং, রোজ শুক্রবার, আনুমানিক ভোর ৫ ঘটিকায় *****আচার্য্য(১৯), পিতাঃ *****কুমার আচার্য্য(৫৫), মাতাঃ ***** রাণী আচার্য্য(৪৫) কুলিয়াচর নিবাসী একজন সনাতনী বোনকে তার পাশ্ববর্তী এলাকার লম্পট, দুঃচরিত্র ছেলে জাবেদ মিয়া(২২) জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যান। 

ছেলের পিতাঃ হেলিম মিয়া(৬৫), মাতাঃ মিনারা খাতুন(৫০), গ্রামঃ দড়িগাও, পোস্টঃ ভূমরাকান্দা, উপজেলাঃ কুলিয়ারচর, জেলাঃ কিশোরগঞ্জ থেকে অপহরণ করা হয়। মেয়ের পরিবারের সাথে কথা বলে জানা যায় যে, মেয়ের সাথে কারো কোন সম্পর্ক ছিলো না। মেয়ে বাড়িতে থাকতো সময় সময়৷ সে পিতা- মাতার ৪ মেয়ের মধ্যে ২য় তম সন্তান। সে ২০২২ সালে এইচএসসি পাস করছে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ থেকে। সে এবার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। 


এদিকে লম্পট" পিতা মাতার ৪ সন্তানের মধ্যে ছোট সন্তান। ২ বড় ভাই গ্রামে খারাপ কাজ করার ফলে গ্রাম থেকে বের করে দেওয়া হয়।আর তার এক বোন পপি আক্তারের বিয়ে হয় জাবেদ হোসেন শাকিলের সাথে। ছেলের বোন পপি আক্তার বর্তমানে ন্যাশানাল হার্ড ফাউন্ডেশন মিরপুর ২ এ স্টাপ হিসাবে নিযুক্ত আছেন। আর স্বামীঃ জাবেদ হোসেন শাকিল বর্তমানে ডেলটা ব্যাংক হাউজিং ফাইন্যান্স করপোরেশন মিরপুর ১০ এ জব করেন। ছেলের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাবা স্বীকার করেন তার ছেলে মেয়েকে নিয়ে মিরপুর তার বোনের বাসায় নিয়ে গেছেন। তাদের বাসা নং ৭৯/১ বড়বাগ, মিরপুর, ঢাকা। তারা এই বাসার ৪ র্থ তলায় ভাড়া থাকেন। এদিকে ছেলে ডিপ্লোমাতে পড়াশোনা করেন। সে সাইট পলিটেকনিক ইনস্টিটিউট এর পড়াশোনা করেন। ০৩/০৪/২২ তারিখ, রোজঃ রবিবার মেয়ের মা ও বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। ০৪/০৫/২২ তারিখ রাতে প্রশান্ত হালদার  Prasanjit Haldar এর সহযোগিতায় চৌকস পুলিশ অফিস এস আই তারক Taraque Tarock এর সাহায্যে মেয়ে উদ্ধার হয় ও আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানের ছেলে ও বাবা দুই জনেই কারাগারে রয়েছে। 

সকল সনাতনীরা আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url