শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ || Throwing brickbats at Sri Sri Jagannath Temple
১২ই এপ্রিল মঙ্গলবার নোয়াখালী জেলার, কোম্পানীগঞ্জ উপজেলার, বসুরহাট পৌরসভায়, অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সান্ধ্যকালীন কীর্তন চলাকালীন ভিডিওতে চিহ্নিত ওই ব্যক্তি মুখে দাঁড়ি, মাথায় টুপি পরিহিত অবস্থায় অনবরত মন্দিরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
তখন মন্দিরের কেয়ারটেকার ও উপস্থিত ভক্তবৃন্দ তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। মন্দির কর্তৃপক্ষ তাকে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার কাছে হস্তান্তর করেন। মেয়র মহোদয় তাকে থানায় সোপর্দ করেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মন্দির কমিটি এই ব্যাপারে মামলা করার জন্য থানায় অবস্থান করছিলেন।
ভিডিও দেখুন, দেখেশুনে হিসেব করে একের পর এক ইট পাথর নিক্ষেপ করছিলো দাড়িওলা লোকটি। এরপরও হয়তো তার অপরাধ লোকাতে তাকে পাগল সাজানো হবে.....আমরাতো এর আগেউ এসবই দেখে আসছি।
During the evening kirtan at the premises of Sri Sri Jagannath Temple in Basurhat Municipality, Basurhat Municipality, Noakhali District, Kompaniganj Upazila on Tuesday 12th April, the person identified in the video started throwing bricks and batons towards the temple with beard and cap on his face.
Then the caretaker of the temple and the devotees present grabbed him by the hand. The temple authorities handed him over to Basurhat Municipality Mayor Abdul Quader Mirza. The mayor handed him over to the police station. According to the latest information, the temple committee is in the police station to file a case in this regard.
Watch the video, the bearded man was throwing bricks and stones one after the other while calculating in Dekheshu. Even then, he will be punished for his crime ..... We have seen all this before.