Translate

কোন দিকে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যাবস্থা || Which way is the education system of the country going?

"হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কুমিল্লা"


দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থাকে খুব পরিকল্পিত উপায়ে অধঃপতিত করা হয়েছে।বৃটিশ শাসনে মানুষ জেনারেল শিক্ষার সুযোগ পেত না কিন্তু যারা শিক্ষা গ্রহণ করার সুযোগ পেত তারা সেই সময়ের সবচেয়ে মানসম্পন্ন শিক্ষাটাই পেত, পাকিস্তান আমলেও এই ধারাটা অব্যাহত ছিল। আমাদের দেশেও ৯০ দশকের শেষ পর্যন্ত মোটামুটি একটা প্রচেষ্টা ছিল। কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার গণ হারে পাশের ব্যবস্থা করে এবং শিক্ষা কার্যক্রমে প্রচণ্ড রকম ঢিলেঢালা এপ্রোচ নিয়ে এসে এই জেনারেল শিক্ষা ব্যবস্থাকে একেবারে কবরে ঢুকিয়ে দিয়েছে।এছাড়াও হেফাজতে ইসলামসহ অন্যান্য মৌলবাদী গোষ্ঠীর চাপে অনেক প্রগতিশীল কবি সাহিত্যিকদের রচনাকে অপসারণ করার ফলে মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি ও মানবিক সংবেদনশীলতার চর্চা এই শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি থেকে কমিয়ে দেয়া হয়েছে। ফলে এই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে যারা বের হচ্ছে তারা অনেক ভালো রেজাল্ট নিয়ে বের হচ্ছে কিন্তু মাথায় জ্ঞান বুদ্ধি খুব একটা থাকছে না।

ইদানীং দেখা যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা সরকারি নিয়োগ পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম দ্বিতীয় হচ্ছেন এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হৈ চৈ হচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থীদের এই ভালো ফলাফলকে বিশেষভাবে সেলিব্রেট করা হচ্ছে এবং মাদ্রাসার শিক্ষাকে গ্লোরিফাই করা হচ্ছে। দেশের এক প্রথিতযশা বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান তো বলেই ফেললেন “মাদ্রাসার শিক্ষকরা ইংরেজী মাধ্যমের শিক্ষকদের চেয়ে বেশী জ্ঞানী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ৫ জন অধ্যাপকও নেই যারা মাদ্রাসার শিক্ষকদের সাথে যুক্তি–তর্কে পারবেন!” বাড়ছে মাদ্রাসার সংখ্যা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সরকারি বেসরকারি বরাদ্দের পরিমাণ।

কোনো মানসিকতা কাজ করছে বর্তমান শিক্ষা ব্যবস্থায়। যে শিক্ষা ব্যবস্থায় দিন দিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের প্রতি ঘৃণা। বার বার করা হচ্ছে আঘাত। কিছুদিন আগেই চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলে রেজিষ্ট্রেশন এর তথ্য কাগজে সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম পরিচয় এর কলাম। এরপর সনাতনী শিক্ষার্থীদের সম্মোধন করা হয় তরা বলে। এর পর পর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের একটি পত্রে পাওয়া যায় শ্রী/শ্রীমতী শব্দ ব্যবহার করা যাবে না। কারণ কি তা হিন্দুয়ানী বলে। 

অবশেষে একটি প্রশ্নপত্র পাওয়া যায় "হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কুমিল্লা" এর। যার প্রশ্নপত্র টি একটু দেরীতে হাতে আসলেও প্রশ্নপত্রে দেখা মিলে। 
2021 Qustion


এবার যারা সনাতনী, পরীক্ষার হলে তারা নিশ্চয় এই বিষয়ে লিখতেই হবে। না হলে তো পরীক্ষায় পাস করবে না। এরপর তাদের মাথায় প্রবেশ করবে আসলেই তো আমাদের ধর্মে এতো গোড়ামী। আস্তে আস্তে তারা নিজ ধর্ম হতে সরে আসবে।আর অন্যান্য ধর্মাবলম্বী তো এটা নিয়ে লিখতে পেরে হ্যাচ কায় লিখা শুরু করবে। হিন্দু ধর্ম এই না সেই না। হিন্দু ধর্ম সবাই আস্তে আস্তে আমাদের ধর্মে চলে আসছে কারণ তাদের ধর্মগ্রন্থ গুলো মিথ্যা। তাদের তথাকথিত ধর্ম গুরুরা কোনো কামের না। আরো অনেক কিছু। আসলে ধীরে ধীরে আমাদের দেশটা Hindu Phobic হয়ে যাচ্ছে। পরিশেষে আমরা সবকিছুতেই নির্যাতিত।


The general education system of the country has been degraded in a very planned manner. Under the British rule people did not get the opportunity of general education but those who got the opportunity to get education got the most quality education of that time. In our country too, there was a fair effort till the end of 90s. But the present Awami League government has sidelined the mass education system with a massive slack approach in education activities. It has also buried the general education system. Practice has been reduced from the curriculum of this education system. As a result, those who are coming out through this education system are coming out with very good results but there is not much knowledge in their heads.

Lately, it is seen that the students of madrasas are getting second and second place in various university admission test or government recruitment test and there is a lot of buzz about it on social media. This good result of Madrasa students is being specially celebrated and Madrasa education is being glorified. Salimullah Khan, a renowned intellectual of the country, said, "Madrasa teachers are more knowledgeable than English medium teachers. There are no 5 university professors in Bangladesh who can argue with madrasa teachers!" The number of madrasas is increasing and the amount of government and private allocation in madrasa education system is increasing.

No mentality is working in the current education system. Hatred towards Hindus is being introduced in the education system day by day. Repeated injuries. A few days ago, a column of religious identity of the followers of traditional religions appeared in the registration paper of Chittagong Municipal School. Then the traditional students are addressed. Subsequently a letter from the Dhaka Ministry of Secondary and Higher Secondary Education states that the word Mr. / Mrs. cannot be used. Because it is called Hinduwani.

Finally a question paper of "Hahnemann Homeopathy Medical College, Comilla" was found. Whose question paper is in hand a little late, but it can be seen in the question paper. This time those who are traditional, if they have an exam, they must write about this. Otherwise you will not pass the exam. Then it will enter their heads. In fact, our religion is so dogmatic. Gradually they will move away from their own religion. Hinduism is neither this nor that. Hinduism is slowly coming to our religion because their scriptures are false. Their so-called religion gurus are of no use. Much more. In fact, our country is slowly becoming Hindu Phobic. Ultimately we are persecuted in everything.


I convey this message to everyone. And yes those of you who want to get more informative writing updates earlier then be sure to stay tuned by joining our telegram.

T Credit: Google Translate

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url