শ্রী রামেশ্বরমে হনুমান ছিন্ন পুচ্ছ কেনো পূজো করা হয় || Why is Hanuman's Chinna Puccha worshiped in Sri Rameshwaram?
শুভ হনুমান জয়ন্তী
ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় এবং মাতা সীতার উদ্ধার করবার পর যখন অযোধ্যা ফিরছিলেন ; তখন উনার খেয়াল হলো যে উনি তো রাবণ বধ করেছিলেন এবং রাবণ ছিলেন ব্রাহ্মণ বংশের তো উনার উপর তো ব্রহ্ম হত্যার পাপ লেগেছে ; তো প্রায়শ্চিত্ত করা জরুরি তো উনি ঠিক করলেন ভগবান শিবের পুজো করবেন পাপ মোচনের জন্যে ; তো সেখানেই পুজোর মুহূর্ত নির্ধারণ করে পুজোর আয়োজন শুরু করা হলো ; শ্রী হনুমান বললেন যে প্রভু আমি কৈলাশ থেকে শিব লিঙ্গ নিয়ে আসছি আদেশ দিন ; প্রভু বললেন যাও।
শ্রী হনুমান কৈলাশ গমন করলেন এবং সেখান থেকে শিব লিঙ্গ নিয়ে ফিরছিলেন এদিকে পথে শ্রী হনুমান এর সাথে নারদ মুনির দেখা হলো মুনিবর বললেন যে তুমি একটা শিব লিঙ্গ নিলে কেন ওখানে তো লক্ষণ ও আছেন উনিও তো পাপ মোচনের জন্যে পুজো করবেন তো হনুমান পুনরায় কৈলাশ গিয়ে আরেকটা শিব লিঙ্গ নিয়ে ফিরছিলেন কিন্তু এদিকে বিলম্ব হচ্ছে দেখে শ্রী রাম মাটির দ্বারা শিব লিঙ্গ বানিয়ে পুজো শুরু করে দিলেন ; শ্রী হনুমান এসে দেখলেন প্রভু পুজো করতে বসে গেছেন উনি বললেন প্রভু আমি যে শিব লিঙ্গ আনলাম প্রভু বললেন আচ্ছা আমার বানানো এই শিব লিঙ্গ খানা তুমি উঠিয়ে ফেলে দাও তাহলে আমি তোমার আনা শিব লিঙ্গ তেই পুজো করবো শ্রী হনুমান নিজের লেজ দিয়ে ওই শিব লিঙ্গ উঠিয়ে ফেলতে চেষ্টা করলেন শিব লিঙ্গ তো উঠলো না বরং শ্রী হনুমানের লেজখানা ছিরে গেল তো তখন হনুমান এর হুশ হলো আরে এটা আমি কি করছি নিজের শক্তি দেখাতে গিয়ে এভাবে লিঙ্গ উঠাতে গিয়ে ভগবান শিব কেই অপমান করছি ; দ্বিতীয়ত প্রভু তো পতিতপবন হরি উনি তো সবাইকে পাপ মুক্ত করেন উনার উপর আবার পাপ লাগে নাকি তো তার মানে আমার মধ্যে এই যে শক্তি আর গতিশীল হবার অহংকার ছিল সেটাকে হরণ করার জন্যেই উনি এই নাটক করেছেন | শ্রী হনুমান তখন প্রভুর কাছে ক্ষমা চাইলেন প্রভু তাকে উঠিয়ে বললেন হে হনুমান তোমার মত আর দ্বিতীয় ভক্ত আমার কেউ নেই ; উঠ তোমার কোন দোষ নেই তুমি অহংকার বিহীন ।
তো আজও শ্রী রামেশ্বরমে হনুমান ছিন্ন পুচ্ছ শ্রী হনুমান রূপে পূজিত হন প্রভু তাকে দিয়ে এই লীলা করালেন কারণ আমরা যাতে মনে রাখি যে এত বড় একজন ভক্ত এর ও অহংকার হতে পারে তো আমরা তো সেই জায়গায় খুবই তুচ্ছ তো তাই সাবধানতা অবলম্বন করা দরকার সবক্ষেত্রে যাতে মায়া প্রভাব না ফেলতে পারে ।
Google Translate
When Lord Ramachandra was returning to Ayodhya after conquering Lanka and rescuing Mother Sita; Then he realized that he had killed Ravana and that Ravana belonged to the Brahmin dynasty and that he had committed the sin of killing Brahma; So it is necessary to make atonement, so he decided to worship Lord Shiva for atonement; So the puja was arranged and the puja was organized there; Shri Hanuman said Lord give me the order to bring Shiva linga from Kailash; The Lord said go.
Shri Hanuman went to Kailash and from there Shiva was returning with linga. Meanwhile Narad Muni met Shri Hanuman on the way. Returning with the linga but seeing the delay, Sri Rama made the linga out of clay and started worshiping; Shri Hanuman came and saw the Lord sat down to worship. He said: Lord, I have brought the Shiva linga. Shiva's penis did not rise, but Hanuman's tail was torn, then Hanuman became conscious. Hey, this is what I am doing. Secondly, the Lord is the fallen wind, He is the one who frees everyone from sin, does sin fall on him again, or does it mean that he has done this drama to deprive me of this power and pride of being dynamic? Sri Hanuman then apologized to the Lord. The Lord raised him and said, O Hanuman, I have no other devotee like you; Get up, you have no fault, you are without arrogance.
So even today Hanuman is worshiped as Shri Hanuman in Shri Rameshwaram with his tail cut off. Can't throw.
TAGS:
vedas
atharva
rigveda
yajurveda
4 vedas
sama veda
ayur vedaTAGS:
বেদ
hindus
hindu god
hindu books
hindu god images