আব্রাহামিক সংস্কৃতি বনাম সনাতন সংস্কৃতি | Abrahamic culture vs. traditional culture - Bengal Hindu
Recently মুসলিমরা একটি কথা তুলেছে,। যে ভগবান তার নিজের পুরোহিতদের বাঁচাতে পারে না,সে ভগবানের পূজো করে কি হবে?
সমস্যাটা হচ্ছে "আরব" দুনিয়া চিরকালই যাযাবর জাতি,দস্যূবৃত্তি এইগুলোতে ভর করে ছিলো। ঐ অঞ্চলে "ইসলাম" এসে যাযাবর জাতিগুলোকে কিছুদিনের জন্য একটি Regimentation(শৃঙখলার) মধ্যে নিয়ে আসলো।এইটুকুই ওদের কাজ। কিন্তু যাযাবরদের রক্ত যাবে কোথায়? দস্যূদের রক্ত যাবে কোথায়?
ফলে ঐ অঞ্চলে সেদিনও যুদ্ধবিদ্ধস্ত ছিলো,আজও যুদ্ধবিদ্ধস্থই রয়ে গিয়েছে। মারামারি,কাটাকাটি, খুনোখুনি,।এরফলে ঐসমস্থ দেশে লোকে ভগবান বা সর্বশক্তিমান বলতে তাকেই বোঝে যে Protect করতে পারে। যদিও protect করে না Ultimately। তাহলে এত এত, লক্ষ লক্ষ মা, বোনকে Rape হতে হতোনা বা লক্ষ লক্ষ, কোটি কোটি লোককে গৃহযুদ্ধে মরতে হতোনা। সুদানে,সিরিয়া, লিবিয়া,ইরান এই সমস্থ আরব ভুখন্ডে যা হচ্ছে আরকি।কিন্তু ওরা আবার Protect করতে পারে।ঠিক সেই কারনেই ওরা ওদের, সেই সমস্ত লোককে "খলিফা" বা বড় বড় মর্যাদা দিয়েছে।যারা যুদ্ধ বিজয়ী, রক্ত পিপাসু লোকজন।
কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সংস্কৃতি অন্যরকম ভাবে তৈরি হয়েছে। আমাদের সংস্কৃতি যেহেতু দীর্ঘদিন আগে থেকে প্রায় হাজার হাজার বছর আগে থেকে। প্রায় "ফ্রাইস্টের" জন্মের ২০০০ বা ৩-৪০০০ বছর আগে থেকেই সুসংগত একটি সভ্যতা রয়েছে এবং সেই সভ্যতায় ব্রাহ্মনদের ক্ষত্রিয়দের মাথার উপরে রাখা হয়েছে নীতি শিক্ষা ইত্যাদির কারনে। মহাভারত পড়লে আমরা বুঝতে পারি যে শাসন ব্যাবস্থা আসলে কতটা সুদৃঢ় হওয়া সম্ভব।যেখানে কোনো প্রজাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করা শাসকের সবথেকে বড় কর্তব্য হয়ে দাড়ায়। ফলে Protection এর ভয় আমাদের কনোদিনই খুব একটা করতে হয়নি।রাজায় রাজায় যুদ্ধ হয়েছে সেখানে প্রাণহানিও হয়েছে।কিন্তু প্রতিটা মূহুর্তে এইজে দস্যুদল এলো আমাদেরকে মেরে দিয়ে চলে গেলো,এই ভয়ে আমাদের জনগনকে কোনোদিন থাকতে হয়নি।ফলে যে শর্ত মেনে,ওরা ওদের ভগবানকে পূজো করে, আমাদের ভগবান কিন্তু সেই শর্ত লাঘু হয় না।
এইবার আসি "রাম" প্রসঙ্গে। রাম চরিত্রকে কেনো আমরা উপাসনা করবো?
দেখো আমরা উপাসনা শুধুমাত্র স্বর্গে যাবার জন্য করিনা। Infect আমাদের স্বর্গ-নরক এর Concept টা "আব্রাহামিক" Fated লড়তে গিয়েই এসেছে।আমাদের দেশ চিরকালই মোক্ষ চায়। মোক্ষ কি? অর্থাৎ, নিজের সমস্ত "তামসিক" গুন গুলোকে ত্যাগ করে সেই "সত্ত্বগুনে" পৌছানো।যে "সত্ত্বগুনে" মানুষ এ জীবনে আশা-আকাঙখা সমস্ত কিছু,যে আকাঙখা দুঃখের কারন,যে কারনে মানুষ জন্মচক্র থেকে মুক্তি পায় না।"সত্ত্বগুনে " পৌছালে মানুষ জন্মচক্র থেকে মুক্তি পায়।তাকে আর বারবার পৃথিবীতে আসতে হয় না।সেইটা Achieve করার চেষ্টা করা হয়েছে।এই সত্যগুনের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে "রাম চরিত্র" এবং সেটা কিরকম ছিলো?
একটা রাজকুমার, তিনি যুবরাজে নিযুক্ত হলেন তার অব্যাহতির পরে তাকে এবং তার তরুনি পত্নি যিনি একজন নিজেই রাজকুমারী ছিলেন।তাকে এবং তার ভাইকে সঙ্গে করে নিয়ে চলে যেতে হলো -- বনবাসে--। ১৪বছর বনবাস কাটানোর পরে তাকে শেষের দিকে শ্রীলংকা থেকে এক রাজা এসে তার পত্নিকে হরন করে নিয়ে চলে গেলো।সেই ব্যাক্তি তার পত্নিকে ভালোবেসে উত্তর থেকে দক্ষিন ভারত ছুটে গেলেন। ইতিমধ্যে, বলে রাখি জঙ্গলের জীবন অর্থাৎ উনি যে ১৩বছর জঙ্গলে কাটালেন তারপরে রাবন মা-সীতাকে হরন করে নিয়ে চলে যায় শ্রীলঙ্কায়। এককথায় জঙ্গলে জীবন কাটানো সহজ বিষয় ছিলো না।
জঙ্গলে কেউ যদি ১৩মাসও কাটায় তারপরে তার শরিরের যে হাল হবে, তার ফ্যামেলি তাকে আর ফেরত/মেনে নিবে না।শরিরে উকুন হয়ে যাবে,চুল,দাড়ি,গোফ বড় হয়ে যাবে। জঙ্গলতো খুব একটা ভদ্র সভ্য জায়গা না।সেখানে সাপ-কোপ বিভিন্ন রকমের প্রানী যারা সম্ভবত মানুষকে আক্রমন করতে আসে।তাই জঙ্গল খুব সহজ ও ভদ্র সভ্য জায়গা নয়।
আমাদের TV-Serial এ যে দেখা যায় মা-সীতা বাগানে গিয়ে ফুল তুলছে।সেখানে রাম গিয়ে ফুল নিয়ে মা-সীতার খোপায় বেঁধে দিলেন, ব্যাপারটা এতো সহজ নয়।জঙ্গলের জীবন অনেক কঠিন একটি জীবন।শিকার- টিকার করে খেতে হয়।তা সত্বেও ওনারা সুখে-শান্তিতেই ছিলেন।তারপরেই মা-সীতাকে হরনের ঘটনা ঘটলো।তারপর রাম উত্তর থেকে দক্ষিন ভারতে গেলেন পায়ে হেঁটে খুজতে খুজতে।সেখানে গিয়ে দক্ষিন ভারতের অধিবাসিদের সাথে উনি জোট বেধে লঙ্কা অভিযান করলেন।সেখানে রাবনকে পরাজিত করলেন। রাবনকে পরাজিত করার অব্যাহতির পরে তার মনে হলো যে, যুবরাজ নিযুক্ত হবার পরে "রাজ্যশাসন" শেখার সুজোগ পাননি।
Actually যেটা হতো, সেটা হচ্ছে, রাজার বয়স থাকতে থাকতেই যুবরাজকেই যুবরাজে নিযুক্ত করে দেয়া হতো।কারন ৫ -৭ কি বা ১০বছর রাজা যতদিন বেঁচে আছেন, যুবরাজ পিতার সাথে আসনে আহোরোন করে Practically দেখতেন কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে রাজ্যসভা পরিচালনা করতে হয়। রাজা এবং মন্ত্রীদের Activity দেখে তিনি শিখতেন।তারপর রাজার মৃত্যু হলে উনি রাজার সিংহাসনে গিয়ে বসতেন।
কিন্তু রাম সেই সুজোগটা পাননি।কারন যুবরাজে নিযুক্ত হবার অব্যাহতির পরেই কিন্তু তাকে বনে চলে যেতে হয়।রাবন নিহত হবার পরেই তাকে লঙ্কায় ফিরে যেতে হবে। ভরত প্রতিজ্ঞা করেছিলেন যে,১৪বছর পুরন হবার পর যদি আর,একটিদিনও দেরি হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন।ফলে রামকে সময়মত পৌছাতে হবে।নাহলে তার প্রিয়ভাই ভরতকে আর পাবেন না।তাই উনার হাতে সময়ও নেই।যে উনি কোনো রাজার কাছে গিয়ে রাজ্যপরিচালনা শিখবে।
হাতের কাছে রাবন তখন মৃত প্রায়।কিন্তু তখন উনি রাবনের কাছেই গেলেন, রাজ্যশাসন প্রক্রিয়া শিখতে।কারন রাবন এতো বড়, এতো সুন্দর একটি সাম্রাজ্য চালিয়েছেন তাই উনার কাছে শিখে নেওয়া যাক। এইযে পরাজিত শত্রুর কাছ থেকেও কিছু শেখার আছে ও শিক্ষা নেয়া যেতে পারে এইযে এমন মানুসিকতা এটা একটি বিশাল গুন। এটা প্রমান করে, যে ব্যাক্তি যুদ্ধে জয়ী বা পরাজিত হোক না কেনো তার জ্ঞান,তার বুদ্ধি, তার অভিজ্ঞতার দাম সবসময়ই আছে।
শত্রু পরাজিত মানে সে ঘৃন্য নয়। শত্রু পরাজিত মানেই তাঁদের স্ত্রী, কন্যাগণকে গনিমতের মাল মনে করে তাকে দাসি হিসাবে বেছে নিতে হবে তারপর তাদেরকে ইচ্ছামত "Rape" কতে হবে এই Concept ভারতবর্ষে কোনোদিনই ছিলো না।
তো জাইহোক রাম,লক্ষন রাবনের কাছ থেকে শিখলেন রাজ্য শাসনের প্রক্রিয়া। তারপর উনি অযোধ্যায় এলেন।প্রজাদের অনুরোধে সীতাকে একবার উনাকে আগুনের সামনে অগ্নি-পরিক্ষা দিতে হয়েছিলো।তারপর প্রজাদের অনুরোধে আবার তাকে রাজ্য ত্যাগ করতে হলো।
জঙ্গলে তখন সীতা সন্তানসম্ভবা। পরে তিনি সন্তানের জন্ম দিলেন। নামঃ লব, কুশ।
তারপরে একদিন লব, কুশ রামের অশ্বমেধ ঘোড়াকে আটকালেন। তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে প্রায় উনার নিজের সন্তানদের মেরে ফেলছিলেন। কিন্তু পরবর্তীকালে লব-কুশ(রামের পুত্র)এর যুদ্ধে রামকেই আহত হতে হয়।তারপর রাম তাঁদের বীরত্ব এবং পরিচয় বুঝতে পেরে লব-কুশকে সাদর-সংবর্ধনা করে সঙ্গে নিয়ে আসেন।তারপরে প্রজারা আবার আভিযোগ তোলে এবং Ultimately প্রজা যখন ২য় বার সীতাকে অগ্নীপরিক্ষা দিতে বলে সীতা তখন লজ্জা এবং প্রচুর কষ্ট পায় আবার ধরিত্রীও লজ্জা পেয়ে যান। কারন সত্যিকারের এরকম একজন সতী ও পতি পরায়না নারী তাকে বার বার করে অগ্নি পরিক্ষা দিতে হয়।তাই ধরিত্রীর কাছেও লজ্জার মনে হয়েছে।কারন ধরিত্রীও এতো লজ্জা সহ্য করতে পারলেন না। ধরিত্রী যিনি সবকিছু সহ্য করেন। আর তিনি লজ্জায় দুভাগ হয়ে গেলেন।সীতা তার ভেতর দিয়ে পাতালে প্রবেশ করলো এবং তার অব্যাহতির পরে রাম তার জীবন নদীর জলে বিসর্জন দিলেন।
আর হ্যা, রাম কিন্তু রাবনের মৃত্যুর পর Repentence/প্রাচ্চিত্ত করেছিলেন।
এই গোটা জীবনটা খুব একটা Tripical আব্রাহামিক লোকেদের মতো না, যে যুদ্ধ জয়ী লোকেদের হিরো বানাবে।এরকম খুব Successful Life কিন্তু এটা নয়। এর ভেতরে দুঃখ আছে,যন্ত্রনা আছে,কষ্ট আছে।বেশিরভাগ সময় রামকে দুঃখ,যন্ত্রনার মধ্যদিয়েই কাটাতে হয়েছিলো। রাজ্যসুখ কতদিন পেয়েছিলেন তিনি?
কিন্তু তারমধ্যে একটা জিনিস আমরা শিখি।যেটার জন্য ভারতবর্ষের মানুষ রামকে এতো ভালোবাসেন,পূজো করেন।সেটা হচ্ছে, যেটা রবি ঠাকুর বলেছিলেনঃ 👇
"মনরে আজ কহ যে,
ভালো-মন্দ যাহাই ঘটুক,সত্যরে লও সহজে"।
অর্থাৎ, রামের সাম্যমূর্তি মনে করিয়ে দেয় জীবনের সেই সত্যতার কথা।জীবনের সেই অসম্ভব বড় শিক্ষাটার কথা।যে আমরা ছোট ছোট দুঃখ,কষ্টে বার বার আমরা লক্ষ্যচ্যুত হয়ে আমাদের জীবনকে নষ্ট করে ফেলি।কিন্তু আমরা যদি জীবনের সত্যটাকে শান্তভাবে গ্রহন করতে পারি তাহলে আমাদের জীবিনের এই উদবিগ্নতা,এই Depression, এই ভয়,এই ক্ষোভ, এই লজ্জা এইগুলো থাকে না। যেটা আমরা শিখতে পারি। রামের সেই সাম্যমূর্তি জীবিনের সেই সত্যতার কথা মনে করিয়ে দেয়। আর তার জন্যই আমরা রামের পূজো করি।
কিন্তু এটা " আব্রাহামিক" মাইন্ডেড লোকেরা বুঝবে না।তারা আব্রাহামিক Lence এ, ভারতবর্ষকে দেখার চেষ্টা করছে।
👉"It's a totally diffrent mind set all together"👈
অর্ধেন্দু শেখর ব্যানার্জী
অর্ঘ ব্যানার্জী
Bsd Maximus
আমাদের ওয়েবসাইটের পোষ্ট Facebook,MSN বাদে যেকোনো সোসাল মিডিয়ায় শেয়ার ও পোষ্ট করতে পারবেন।
Recently, Muslims have raised a point. God who cannot save his own priests, what will happen if he worships God?
The problem is that the "Arab" world has always been a nomadic nation, with piracy at its core. "Islam" came to the region and brought the nomadic nations into a regimentation for some time. That is their job. But where will the blood of the nomads go? Where will the blood of the robbers go?
As a result, war was raging in that area even then, and it is still raging today. Fights, quarrels, murders, etc. As a result, people in all those countries understand that God or Almighty is the only one who can protect. Although does not protect Ultimately. Then so many, millions of mothers, sisters would not have to be raped or millions, billions of people would not have to die in the civil war. In Sudan, Syria, Libya, Iran, all these Arab lands are what they are. But they can protect again. That is why they have given them, all those people "Khalifa" or great status.
But the problem is that our culture is created differently. Our culture has been around for thousands of years since long ago. There has been a coherent civilization around 2000 or 3-4000 years before the birth of "Freest" and in that civilization the Brahmins have been placed on top of the Kshatriyas because of the teaching of principles and so on. Reading the Mahabharata, we can understand how strong the system of governance can be. As a result, we did not have to do much for fear of protection. There was war in the king and there was loss of life. But at every moment AJ bandits came and killed us. Our God but that condition is not lightened.
This time let's talk about "Ram". Why should we worship the character of Ram? Look, we don't worship just to get to heaven. Infect Our concept of heaven-hell has come to fight "Abrahamic" Fated. Our country wants salvation forever. What is salvation? That is, to give up all one's "Tamasic" qualities and reach that "Sattvagune". In that "Sattvagune" man has all the hopes and aspirations in this life, that desire is the cause of sorrow, that is why man is not released from the birth cycle. He does not have to come to earth again and again. That is what has been tried to achieve. The biggest symbol of this truth is "Ram character" and what was it like? A prince, he was appointed prince, after his release he and his young wife who was a princess herself. After spending 14 years in exile, he was finally abducted by a king from Sri Lanka, who fled from the north to south India in love with his wife. In the meantime, let me tell you that Jungle Life means that he spent 13 years in the jungle then Ravan kidnapped his mother Sita and took her to Sri Lanka. In a word, living in the jungle was not an easy task.
![]() |
Legends of the Ramayana-TV series |
👉"It's a totally diffrent mind set all together"👈
অর্ধেন্দু শেখর ব্যানার্জী
অর্ঘ ব্যানার্জী
Bsd Maximus
![]() |
Legends of the Ramayana-TV series |
hindus,hinduism temple,hindu god,hindu books,god of destruction hindu,hindu god images,news,hindu home temple,hindus an alternative history,diwali hindu festival,sanatani,arya,arya varta,bengal hindus,bengal hindu