Translate

চুকনগর হিন্দু গনহত্যা বিশ্বের বৃহত্তম গণহত্যা | Chuknagar Hindu genocide is the largest genocide in the world

চুকনগর গণহত্যা বিশ্বের বৃহত্তম গণ হত্যা। Chuknagar Hindu genocide is the largest genocide in the world

Chuknagar Hindu genocide is the largest genocide in the world


তারিখ: ২০শে মে, ১৯৭১
স্থান: বাংলাদেশের খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর
নিহত: ১০-১২ হাজার হিন্দু
হত্যাকারী: খান সেনা আর রাজাকার
গুলিচালনার সময়: সকাল ১১টা থেকে দুপুর ৩টে
গুরুত্ব: চুকনগর গণ হত্যা পৃথিবীর সর্ববৃহৎ একক গণহত্যা

পশ্চিমবঙ্গের বসিরহাট শহরের নিকটবর্তী ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে মাত্র ৪৪ কিলোমিটার দূরে বাংলাদেশের চুকনগর। বিজয়া দশমীতে ইছামতী নদীতে যেখানে 'দুই বাংলার মিলন' নামক নাটক মঞ্চস্থ হয়, সেখান থেকে কতই বা দূর! বঙ্গভূমির সবচেয়ে বড় পরিকল্পিত বাঙ্গালী হিন্দুর গণহত্যা হয়েছিল সেখানেই ২০শে মে, ১৯৭১ সালে। বাংলাদেশের খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে পশ্চিম পাকিস্তানি উর্দুভাষী খান সেনা আর পূর্ব পাকিস্তানি বাঙ্গলাভাষী রাজাকারেরা ১০ থেকে ১২ হাজার বাঙ্গালী হিন্দুকে হত্যা করেছিল। চুকনগর গণহত্যা পৃথিবীর যেকোনো দেশের মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ একক গণহত্যা।

পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশে রাজাকার বাহিনী গড়ে ওঠার পর হিন্দুদের উপর অত্যাচার সংগঠিত ও হিংস্রতর রূপ নেয়। জামায়াতের অন্যতম শীর্ষনেতা মওলানা ইউসুফের নেতৃত্বে রাজাকার বাহিনী গড়ে ওঠে ৫ মে। এরপর থেকে খুলনা শহর সহ জেলার বিভিন্ন এলাকায় ত্রাসের মাত্রা বেড়ে যায়। রাজাকাররা বেছে বেছে ধরে এনে ‘কনসেন্ট্রেশন ক্যাম্পে’ নিয়ে অত্যাচার চালায়, হত্যা করে, হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি লুট সহ হত্যা,নির্যাতন ও নারী নিগ্রহ চালাতে থাকে। এরই মধ্যে আসে ১৫ মে। খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানি সৈন্যরা আসছে লোকজন ধরতে, ঘরবাড়ি জ্বালিয়ে দিতে। ফলে ভয়ের মাত্রা দ্বিগুণ হয়।

অত্যাচার সহ্য করতে না পেরে ধর্ম প্রাণ মান সম্ভ্রম বাঁচাতে পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলের হিন্দুরা ভারতে যাবার সিদ্ধান্ত নেয়। মে, মাসের মাঝামাঝি সময় বৃহত্তর খুলনার বাগেরহাট, রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মংলা, দাকোপ, বটিয়াঘাটা, চালনা, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ ভারতে যাবার উদ্দেশে রওনা হন। ভারতে যাবার জন্যে তারা ট্রানজিট হিসেবে বেছে নেন ডুমুরিয়ার চুকনগরকে। নদী পেরিয়ে প্রাণভয়ে জড়ো হয় চুকনগর বাজার, পাতখোলা ও ভদ্রা নদীর চারপাশে, যাতে তারা সাতক্ষীরার সড়ক ধরে বর্ডার পাড়ি দিতে পারে। কিন্তু পথে সেনাদের মুখোমুখি হওয়ার ভয়ে তারা কোথাও যেতে পারে না। ফলে বিশাল এক জনগোষ্ঠীর সম্মিলন ঘটে এলাকায়। ১৯মে রাতে সবাই চুনগরে এসে পৌঁছান। পরদিন সকালে সাতক্ষীরা এবং কলারোয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার জন্য লক্ষাধিক হিন্দু চুকনগরে সমাবেত হন।

২০ মে বেলা ১১টার সময় দুটি দল একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে "কাউতলা" নামক একটি স্থানে এসে থামে। পাতখোলা বাজার থেকে তারা গুলি চালনা শুরু করে এবং পরবর্তীতে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয়। বিকেল তিনটা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। পাকিস্তানি ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াত এই গণহত্যার নেতৃত্ব দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা ১০ হাজার বা তারও বেশী। মৃতদেহগুলো নদীতে ফেলে দেওয়া হয়।


গণহত্যার পর নদীতে লাশ আর রক্তের স্রোত দেখে আঁতকে উঠেছিলো জীবিত থাকা অবশিষ্টরা। আটলিয়া ইউনিয়নের পাতাখোলার বিল থেকে ভদ্রা নদী এবং সাতক্ষীরা রোড থেকে ঘ্যাংরাইল নদী পর্যন্ত যতোদূর দেখা যায় শুধু লাশ আর লাশ ছিল। ২০ তারিখের পর ২৪ তারিখ পর্যন্ত টানা চারদিন লাশ সরানোর কাজে ব্যস্ত ছিল ৪২ জনের একটি দল। লাশ পিছু ৫০ পয়সা পারিশ্রমিক দেওয়া হত তাদের। তবে মৃতদেহ হাতড়ে পকেটে পাওয়া টাকা ও শরীরের অলংকার সেই ৫০ পয়সাকে তুচ্ছ করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, ২৪ তারিখ দুপুর পর্যন্ত চার হাজার লাশ গুণে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় তারা। এই গণনার মধ্যে নদী, পুকুর, ডোবা, জলায় ভাসমান হাজার হাজার লাশ অন্তর্ভুক্ত ছিল না। অথচ ভিয়েতনাম যুদ্ধে একসাথে কয়েকশো মানুষ হত্যার বিষয়টি অনেক বড় গণহত্যা হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃত যা চুকনগরের হত্যাকাণ্ডের তুলনায় নগণ্য। যুদ্ধ পরবর্তী সময়ে চুকনগর গণহত্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ফজলুল বারী জনকণ্ঠের এক নিবন্ধে লিখেছিলেন-

'লাশের উপর লাশ, মায়ের কোলে শিশুর লাশ, স্বামীকে বাঁচাতে স্ত্রী জড়িয়ে ধরেছিল।
বাবা মেয়েকে বাঁচাতে জড়িয়ে ধরেছিল।
মুহূর্তেই সবাই লাশ হয়ে যায়।
ভদ্রা নদীর পানিতে বয় রক্তের বহর, ভদ্রা নদী হয়ে যায় লাশের নদী।’

প্রত্যক্ষদর্শী, যারা কোনোভাবে বেঁচে গেছেন, তাদের বয়ান এরকম : ওরা পশুপাখির মতো গুলি করে মানুষ মেরেছে, উন্মত্ত মাতালের মতো গুলি ছুড়েছে। অসহায় হয়ে, মাটিতে শুয়ে সে দৃশ্য দেখতে হয়েছে আমাদের, ভাগ্যগুণে বেঁচে গেছি। শুধু এই নয়, সৈন্যদের নির্বিচার গুলি থেকে বাঁচতে বহু মানুষ নদীতে ঝাঁপিয়ে পড়ে বাঁচার আশায়। নদীতেও নির্বিচার গুলি চালায় উন্মত্ত সৈন্যরা- রক্তাক্ত হয়ে ওঠে নদীর জল। চারদিকে তখন কেবল লাশের স্তূপ, রক্তের স্রোত, যা নামতে থাকে নদীর পানিতে। বাতাস ভারী হয়ে ওঠে হাজারও নারী-পুরুষ-শিশু-বৃদ্ধের আর্তনাদে।

চুকনগর জেনোসাইড একটি পরিকল্পিত বাঙ্গালী গণহত্যা ছিল। যখন ঘোষণা করে একটি নির্দিষ্ট জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে চাওয়া হয় তখন সেটি জেনোসাইড বলে বিবেচিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেরকমটাই ঘটেছে। ধর্মীয় সংখ্যালঘু হত্যা ও ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তান জাতীয়াতাবাদ প্রতিস্থাপন করতে গিয়েই এতসব রক্তপাত। চুকনগর গণহত্যাও এর ব্যতিক্রম নয়। যেহেতু চুকনগরের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করত তাই শুরুর দিকেই এই এলাকা রাজাকার আলবদরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাংলাদেশের আর কোথাও যেহেতু এক এলাকায় এতো হিন্দু জনগোষ্ঠীর বসবাস নেই তাই মুসলিম লীগ নেতাদের একক দৃষ্টি পড়ে এই চুকনগর অঞ্চলে। আর তাই সময় সুযোগ বুঝে পাকিস্তান সামরিক বাহিনী ও তাদের বাংলাদেশীয় দোসররা ১৯৭১ সালের ২০ মে জেনোসাইডের ষোলকলা পূর্ণ করে চুকনগরের মাধ্যমে।

Chuknagar Hindu genocide is the largest genocide in the world



একটি এলাকায় এতো কম সময়ে এতো মানুষ আর হত্যা করা হয়নি। অথচ এত ভয়াবহ একটি ঘটনা নব্বই দশকের পূর্ব পর্যন্ত অধিকাংশ মানুষের কাছে ছিল অজানা। অবশ্য ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত এমন অনেক বধ্যভূমি ও গণহত্যার ইতিহাস রয়েছে যা জনসম্মুখেই আসেনি। এমনও অনেক স্মৃতিচিহ্ন আছে যেগুলো এখন বিলুপ্ত। দশ হাজারেরও বেশি মানুষ যে চুকনগরে গনহত্যার শিকার হয়েছে সেই ঐতিহাসিক স্থানটিও হয়তো কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারত। কিন্তু তা সম্পূর্ণ বিলীন হয়নি। সেই অপ্রকাশিত ইতিহাসকে স্মরণ রাখতে ১৯৯৩ সালে গঠিত হয় ‘চুকনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পরিষদ’। সেই সময় থেকে চুকনগর গণহত্যা দিবস ধীরে ধীরে মানুষ কিছুটা হলেও জানতে শুরু করে।

Chuknagar Hindu genocide is the largest genocide in the world


চুকনগর গণহত্যার কথা অধিকাংশ বাঙ্গালীই জানে না। কোথাও লেখা হয়নি সেই ইতিহাস। বাঙ্গালীর সন্তান স্কুলে পড়ে ভিয়েতনামের গণহত্যা, অ্যাঙ্গোলার গণহত্যা, জালিয়ানওয়ালাবাগের গণহত্যা। চুকনগর হারিয়ে গেছে চক্রান্তের অন্তরালে। তাই বাঙ্গালী আজও তার শত্রুকে চিনতে পারেনি।

Courtesy: Supriya Banerjee


Google Translate---

Date: May 20, 1971 Location: Chuknagar, Dumuria upazila, Khulna, Bangladesh Killed: 10-12 thousand Hindus Killer: Khan Sena and Razakar Shooting time: 11 a.m. to 3 p.m. Significance: The Chuknagar Massacre is the largest single massacre in the world Chuknagar in Bangladesh is just 44 km from the Ghojadanga border near the town of Basirhat in West Bengal. How far from the place where the play 'Dui Banglar Milon' is staged on Ichhamati river in Vijaya Dashami! The largest planned massacre of Bengali Hindus in Bengal took place on May 20, 1971. West Pakistan's Urdu-speaking Khan Sena and East Pakistani Bengali-speaking Razakars killed 10,000 to 12,000 Bengali Hindus at Chuknagar in Dumuria upazila of Khulna, Bangladesh. The Chuknagar Massacre is the largest single genocide of any country's liberation war. After the formation of Razakar forces in East Pakistan, that is, in present day Bangladesh, the persecution of Hindus became more organized and violent. The Razakar force was formed on 5 May under the leadership of Maulana Yusuf, one of the top leaders of Jamaat. Since then, the level of panic has increased in different areas of the district including Khulna city. The Razakars selectively tortured and killed people in concentration camps, looted the homes of Hindus and tortured them. May 15 is already here. News spread that Pakistani troops were coming to capture people and burn down houses. As a result, the level of fear is doubled. Unable to bear the persecution, the Hindus in the southern part of East Pakistan decided to go to India to save their religion and dignity. In the middle of May, thousands of people from Bagerhat, Rampal, Morelganj, Kachua, Sharankhola, Mongla, Dakop, Batiaghata, Chalna, Faridpur, Barisal and other parts of greater Khulna left for India. They chose Chuknagar in Dumuria as a transit route to India. Crossing the river, they gathered in fear around Chuknagar Bazar, Patkhola and Bhadra rivers so that they could cross the border along the Satkhira road. But they can't go anywhere for fear of facing the troops on the way. As a result, a huge gathering of people took place in the area. On the night of May 19, everyone arrived at Chungar. The next morning, millions of Hindus gathered at Chuknagar to enter India through the various borders of Satkhira and Kalaroa. At 11 o'clock on May 20, the two teams came in a truck and a jeep and stopped at a place called "Kautla" at the northern end of Chuknagar market. They started firing from Patkhola market and later proceeded towards Chuknagar market. The shelling continued till three in the afternoon. Pakistani Brigadier Mohammad Hayat led the massacre. According to eyewitnesses, the death toll was 10,000 or more. The bodies were dumped in the river. Survivors were horrified to see bodies and blood flowing in the river after the massacre. From Patakhola Beel in Atalia Union to Bhadra river and from Satkhira Road to Ghangrail river there were only corpses and corpses. A team of 42 people was engaged in removing the bodies for four days in a row from 20th to 24th. They were paid 50 paisa per body. However, the money found in the pocket of the corpse and the ornaments of the body make that 50 paisa insignificant. According to eyewitnesses, four thousand corpses were dumped by noon on the 24th. The count did not include thousands of bodies floating in rivers, ponds, ditches and water bodies. However, the simultaneous killing of hundreds of people in the Vietnam War is recognized by the international community as a very large genocide, which is insignificant compared to the Chuknagar massacre. Journalist Fazlul Bari, while collecting information about the Chuknagar massacre in the aftermath of the war, wrote in an article in Janakantha-
'The corpse on top of the corpse, the corpse of the child in the mother's lap, the wife hugged to save the husband. The father hugged the girl to save her. At that moment, everyone became a corpse. Boy blood flows in the water of Bhadra river, Bhadra river becomes river of corpses. '
Eyewitnesses, who somehow survived, said: "They shot people like animals, they shot people like crazy." Helpless, we had to watch that scene lying on the ground, fortunately we survived. Not only this, many people jumped into the river hoping to escape the indiscriminate firing of the soldiers. The mad soldiers also fired indiscriminately in the river - the water of the river became bloody. All around then there were piles of corpses, streams of blood, which began to flow into the river water. The air became heavy with the cries of thousands of women, men, children and the elderly. The Chuknagar genocide was a planned Bengali genocide. Genocide is considered when a specific ethnic and religious group is sought to be wiped out. In 1971, the same thing happened in Bangladesh. All this bloodshed in the name of killing religious minorities and replacing Pakistan nationalism divided on the basis of religion. The Chuknagar massacre is no exception. Since the area around Chuknagar was inhabited by a large number of Hindus, the area was initially targeted by the Razakars. Nowhere else in Bangladesh, since there are not so many Hindus living in one area, the Muslim League leaders have a single eye on this Chuknagar area. And so, realizing the opportunity, the Pakistan Army and their Bangladeshi allies completed the sixteen art of genocide on 20 May 1971 through Chuknagar.


No more people have been killed in such a short time in one area. But such a horrific event was unknown to most people until the early nineties. However, there is a history of massacres and genocides from 1971 to the present day which have not come to the notice of the people. There are also many memorabilia that are now extinct. The historic site of the Chuknagar massacre, in which tens of thousands of people were killed, may have disappeared in the womb of time. But it did not disappear completely. The Chuknagar Massacre 71 Memorial Protection Council was formed in 1993 to commemorate that unpublished history. From that time onwards, Chuknagar Genocide Day people gradually started to know something.
Most Bengalis do not know about the Chuknagar massacre. That history is not written anywhere. The genocide in Vietnam, the genocide in Angola, the genocide in Jallianwala Bagh. Chuknagar is lost behind the conspiracy. So even today the Bengali could not recognize his enemy.

Courtesy: Supriya Banerjee




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।