তাজমহল তদন্তের নির্দেশ হাইকোর্ট | High Court orders probe into Taj Mahal
ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন অনেক দিন ধরেই দাবী করে আসছিলো আগ্রার তাজমহল আসলে একটি প্রাচীন শিব মন্দির যার নাম ছিলো তেজো মহালয়া।এই দাবীর স্বপক্ষে তারা বিভিন্ন ইতিহাস বই থেকে লেখা তুলে জানান, রাজা পরমার্দি দেব ১২১২ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন।
এরপর যথাক্রমে রাজা মান সিংহ এবং জয়পুরের মহারাজা এই মন্দিরের উত্তরাধিকার লাভ করেন। তাদের পরে রাজা জয় সিংহ মন্দিরের রক্ষণাবেক্ষণ করতেন। ১৬৩২ শতাব্দীতে শাহ জাহান মন্দিরের দখল নেয় এবং পরে স্মৃতি সৌধে রূপান্তরিত করে।তাজ মহলের ভেতরে প্রায় ২২টি তালাবদ্ধ কক্ষ আছে যেখানে কাউকে কখনো প্রবেশ করতে দেওয়া হয় না। ধারনা করা হয় এই ঘরগুলোতে বিভিন্ন হিন্দু দেব-দেবীর মূর্তি ও মন্দিরের অন্যান্য চিহ্ন লুকিয়ে রাখা হয়েছে।সম্প্রতি এলাহাবাদ হাই কোর্টে একটি পিটিশন ফাইল করা হয়েছে যাতে ভারতীয় আর্কিওলজিকাল সার্ভে এই ঘরগুলো খুলে তদন্ত করে সত্য-মিথ্যা নির্ণয় করতে পারে।
Various Hindu organizations in India have been claiming for a long time that the Taj Mahal in Agra was actually an ancient Shiva temple called Tejo Mahalaya. Later, Raja Man Singh and Maharaja of Jaipur inherited this temple respectively. After them King Joy Singh maintained the temple. Shah Jahan took possession of the temple in 1632 and later converted it into a memorial. There are about 22 locked rooms inside the Taj Mahal where no one is ever allowed to enter. The houses are believed to contain idols of various Hindu deities and other temple symbols. A petition has recently been filed in the Allahabad High Court to allow the Archaeological Survey of India to open the houses and investigate the matter.