Translate

Relations between Pakistan and the Taliban | Bengal Hindus

Relations between Pakistan and the Taliban


Relations between Pakistan and the Taliban

১৯৮০ সালের দিকে আফগানিস্থানে সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) এর দাপট চলতে থাকে। রাশিয়ার নেতৃত্বে আফগানিস্থানে কমিউনিস্ট সরকার ক্ষমতায় যায়৷ এদিকে আমেরিকার ভেতর ভয়ের সঞ্চার শুরু হয়ে যায়৷ কারণ আমেরিকা মনে করতো সোভিয়েত ইউনিয়ন যদি আফগানিস্থানে পাকাপোক্ত ভাবে ঘাটি গেড়ে বসে তাহলে পুরো এশিয়ায় সোভিয়েত ইউনিয়নের বামপন্থী পলিসি ছড়িয়ে পড়বে এবং পরবর্তীতে তারাই আমেরিকার বিরুদ্ধে চলে যাবে৷

 

ADS

Relations between Pakistan and the Taliban

তাই আমেরিকা কি করলো পাকিস্থানের সহযোগীতায় পশতুন জাতিদের নিয়ে ও দক্ষিণ ওয়াজিরিস্থানের মাদ্রাসার ছাত্রদের নিয়ে গঠন করে তালেবান। আর এটার নেতা বানানো হয় মোল্লা ওমর কে। আমেরিকা পাকিস্থান আমেরিকা থেকে টাকা পেতে শুরু করে এবং পাকিস্থানও ইসলাম ধর্মের নাম করে তালেবান নামক এই সংগঠন কে পেছন থেকে সহযোগীতা করতে থাকে৷ তালেবানদের উস্কে দেওয়া হয় যে ইসলামের ভূমিতে বামপন্থা চলবে৷ জিহাদের মাধ্যমেই আফগানিস্থানে কালেমার পতাকা উড়ানো হবে। এভাবে করেই আমেরিকা, পাকিস্থান সরকার ও পাকিস্থানের গোয়েন্দা সংস্থা আই এস আই এর সহযোগীতায় গড়ে উঠে তালেবান নামক এই সংগঠন। এভাবেই আফগানিস্থানে দ্রুত ছড়িয়ে পড়ে তালেবান৷ তারপর সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে বেড়িয়ে যায় ও কমিউনিস্ট বামপন্থী সরকার কে ক্ষমতাচ্যুত করে৷ তবে তালেবানের ভবিষ্যৎও বেশি সুখকর হয় নয়।

@Dada Babu Arjuna


Translate:

The Soviet Union (Russia) continued to occupy Afghanistan in the 1980s. The Russian-led communist government came to power in Afghanistan Meanwhile, fear began to spread inside America Because the United States thought that if the Soviet Union had a firm foothold in Afghanistan, then the leftist policy of the Soviet Union would spread throughout Asia and then they would go against the United States. So what did America do with the cooperation of Pakistan with the Pashtun people and with the students of the madrassas in South Waziristan? And its leader was Mollah Omar K. The United States began receiving money from Pakistan, and Pakistan, in the name of Islam, began to co-operate with the Taliban. The Taliban were incited to use the left in the land of Islam The flag of Kalema will be flown in Afghanistan through jihad. In this way, the Taliban was formed in collaboration with the US, the Pakistani government and the ISI, Pakistan's intelligence agency. In this way, the Taliban spread rapidly in Afghanistan The Soviet Union then withdrew and overthrew the Communist Left government. But the future of the Taliban is not bleak.

@Dada Babu Arjuna


If you like the article, please share.

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।