রাধা কে রাধা নামের অর্থ কি | What is the meaning of the name Radha - Bengal Hindu
রাধাকে কেউ বলে শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি আবার কেউ কেউ বলে রাস লীলা থেকে রাধা নামটি উৎপত্তি হয়েছে তাতে কোন দোষ নেই।
কিন্তু রাধা নামের আরেকটি অর্থ আছে।
" রা " শব্দটা এসেছে রমন শব্দ থেকে।
রমন শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী।
" ধা " শব্দটা এসেছে ধারন থেকে।
রাধার শব্দের পূর্ণ অর্থ হলো আনন্দকে ধারন করা।
অর্থাৎ, যিনি আনন্দকে ধারন করে থাকেন তিনিই হলেন রাধা।
এখন পশ্ন হলো , আনন্দটা কে ?
আনন্দটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আরেক নাম সশ্চিদানন্দ।সৎ - চিৎ - আনন্দ। আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারন করে আছেন তিনিই রাধা।
রাধাকে বৃষভানু নন্দিনীও বলা হয়। এই বৃষভানু কে ??
বৃষ অর্থ বিষাদকে বুঝানো হয়েছে আর ভানু অর্থ ভঙ্গকে বুঝানো হয়েছে।বৃষভানু অর্থ ,যার মন থেকে বিষাদ ভঙ্গ হয়েছে।
মানুষের মনের মধ্যে বিষাদ ভঙ্গ হওয়ার পরেই তো মনে আনন্দের সৃষ্টি হয়,আর সেই আনন্দটাকে মনে ধারন করাটাই হচ্ছে রাধা।অর্থাৎ ,বিষাদ ভঙ্গ হওয়ার পরে সে বিষাদের জায়গায় মনে যে আনন্দের আগমন হয় ,সে আনন্দটাকে ধারন করাটাই হচ্ছে রাধা।
শ্রীকৃষ্ণকে সচ্চিদানন্দ বলা হয় কেনো ?
তার মনে কোন বিষাদ নেই, সুখ ও দুঃখের অবকাশ নেই। তিনি এক অবস্তায় আনন্দের মধ্যে স্থির থাকেন। তিনি কেবল আনন্দেই বিহার করেন তাই তার নাম সচ্চিদানন্দ। সে আনন্দটাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। যার মনে আনন্দকে ধারন (রাধা) করেছেন সেখানেই শ্রীকৃষ্ণ বিরাজ করেন। সে আনন্দই হচ্ছে শ্রীকৃষ্ণ পরমাত্মার নিবাস স্থান।
মানুষের দেহে ৫টি স্তর আছে।এই ৫ টি স্তরের মধ্যে কোন স্তরে শ্রীকৃষ্ণ পরমাত্মার অংশ স্বরূপ আত্মার নিবাসস্থান সেটা দেখে নিই।
১) অন্নময় কোষঃ- যাহা অন্ন দ্বারা গঠিত হয়েছে।অর্থাৎ এই স্থুল শরীর।
২) প্রানময় কোষঃ- এই স্থুল শরীরের ভেতর সূক্ষ্মশরীর অবস্থিত।
৩) মনময় কোষঃ- এটা প্রানময় কোষের ভেতর আরো সূক্ষ্মভাবে অবস্থিত।
৪) বিজ্ঞানময় কোষঃ- এটা মনময় কোষের ভেতর আরো সূক্ষ্মভাবে অবস্থিত।
৫) আনন্দময় কোষঃ- এটা বিজ্ঞানময় কোষের ভেতর আরো সূক্ষ্মভাবে অবস্থিত।
এই আনন্দময় কোষের মধ্যে শ্রীকৃষ্ণ পরমাত্মার অংশ স্বরূপ আত্মার অবস্থান। অর্থাৎ,যেখানে আনন্দ সেখানে সচ্চিদানন্দ।যেখানে রাধা (আনন্দ ধারন) সেখানেই শ্রীকৃষ্ণ। আর যেখানে রাধা নেই সেখানে শ্রীকৃষ্ণও নেই। এখানে রাধা কোন নারী নয় , যেহেতু আনন্দের কোন রূপরেখা নাই।