১৯৫১ সালের হিসেবে ভারতে হিন্দু জনসংখ্যা কত ছিলো - Bengal Hindus
ভারতের নয়টি রাজ্যে হিন্দু সংখ্যালঘু সেটা আমরা সকলেই জানি কিন্তু এগুলিতে হিন্দু জনসংখ্যা দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম জনগণনাতে কত ছিল তা আমরা অনেকেই জানি না, অনেকেই মনে করেন এগুলি হিন্দু সংখ্যাগুরু রাজ্য ছিল। তো বর্তমান দেখা যাক ১৯৫১ সালের হিসেবে হিন্দু শতাংশ:
- জম্মু ও কাশ্মীর - ২৮%
- লাদাখ - ০১%
- লাক্ষাদ্বীপ - ০.১%
- মিজোরাম - ০৬%
- মেঘালয় - ১৬%
- নাগাল্যান্ড - ১১%
- অরুনাচল প্রদেশ - ২২%
- মণিপুর - ৬০%
- পাঞ্জাব - ৩৭%
Also read: