Translate

ঘুম থেকে উঠে আর রামের নাম নয় - BengalHindus

ঘুম থেকে উঠে আর রামের নাম নয় 

তাইতো এখন 'রামদিয়ার' নাম 'ইসলামপুর'

ঘুম থেকে উঠে আর রামের নাম নয় ,ঢাকা ইসলামপুর,জামালপুর ইসলামপুর,ইসলামপুর থানা,ইসলামপুর বাজার,ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসলামপুর উপজেলার ইউনিয়ন সমূহ,রামদিয়া সরকারি এসকে কলেজ,গোপালগঞ্জ সরকারি কলেজের তালিকা,কাশিয়ানী,কাশিয়ানী উপজেলার মানচিত্র,কাশিয়ানী পোস্ট কোড,কাশিয়ানী বার্তা,islampur sylhet,islampur dhaka,islampur union,islampur market,jamalpur islampur,islampur wholesale market,islampur ramdia postal code,islampur ramdia map,islampur ramdia district,islampur ramdia postal address,islampur ramdia district list,islampur ramdia,Ramdia BMBC High School,bengalhindus,BengalHindus,safollo,etc ,news,খবর
Ramdiya

প্রতিটি স্থানের নামকরণ করা হয় ওই এলাকার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির উপর ভিত্তি করে। ঠিক তেমনি রাজবাড়ী রামদিয়ার নামকরণ করা হয় তৎকালীন রাম বাবুর বিখ্যাত তিলের মটকা খাজা থেকে। পরে সেটি রামদিয়ার মটকা বলেই পরিচিতি লাভ করে। এখনো সেই মটকা বিক্রি হয় রামদিয়ার মটকা নামেই। সেই থেকে এই এলাকায় রামদিয়া রেলস্টেশন, রামদিয়া বাজার, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তবে রামদিয়া নামটি কত বছর আগে থেকে রয়েছে তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় স্থাপিত কালে দেখা যায় ১৯৩১ সাল। এ থেকে অনুমান করা যায় ব্রিটিশ শাসন আমল হতেই রামদিয়া নামটি চলে আসছে।


ঘুম থেকে উঠে আর রামের নাম নয় ,ঢাকা ইসলামপুর,জামালপুর ইসলামপুর,ইসলামপুর থানা,ইসলামপুর বাজার,ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসলামপুর উপজেলার ইউনিয়ন সমূহ,রামদিয়া সরকারি এসকে কলেজ,গোপালগঞ্জ সরকারি কলেজের তালিকা,কাশিয়ানী,কাশিয়ানী উপজেলার মানচিত্র,কাশিয়ানী পোস্ট কোড,কাশিয়ানী বার্তা,islampur sylhet,islampur dhaka,islampur union,islampur market,jamalpur islampur,islampur wholesale market,islampur ramdia postal code,islampur ramdia map,islampur ramdia district,islampur ramdia postal address,islampur ramdia district list,islampur ramdia,Ramdia BMBC High School,bengalhindus,BengalHindus,safollo,etc ,news,খবর
রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় 


কি করে রামদিয়া হতে বর্তমান ইউনিয়ন ইসলামপুর পরিষদের নামকরণ করা হলো, এমন সংগ্ৰহ তথ্য করতে গিয়ে অবাক হতে হয় প্রতিবেদকদের।

আরও লেখাঃ মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস | History of Muktagachha zamindar house

দেশ স্বাধীনের পর 'মুসলিম' তৎকালীন চেয়ারম্যান 'এম এ গফুর খান' ঘুম থেকে উঠে রামের নাম মুখে আনবেন না। এজন্য তিনি শত বছরের ঐতিহ্যের সাক্ষী রামদিয়াকে নামের সাথে মিল রেখে ইসলামপুর ইউনিয়ন পরিষদ নামকরণ করেন। তবে ইসলামপুর বলে ওই ইউনিয়ন কোন মৌজাও নাই। এখনো সেই পরিবর্তিত ইসলামপুরের রেলস্টেশনের নাম রামদিয়াই বহাল রয়েছে। 


সরেজমিনে রামদিয়া রেলস্টেশনে গিয়ে দেখা যায় স্টেশন আছে, তবে সেই জৌলুস নাই? এখন শুধু কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে স্টেশনটি। ৭১ পরবর্তী সময়ে এই লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও দীর্ঘ ২২ বছর পর আবার লাইন চালু হয়েছে। তবে এখানে কোন টিকিট কাউন্টার বা স্টেশন মাস্টার নেই? দুই কক্ষের স্টেশনটি তালাবদ্ধ দেখা যায়। তপ্ত গরমে স্টেশনে বিশ্রাম নিতে আসা কয়েকজনের সাথে কথা বলছিলাম। এমন সময় ৩০ ঊর্ধ্ব একজন ব্যক্তি এসে বলেন, আমি স্টাফ কিছু বলবেন। 

ঘুম থেকে উঠে আর রামের নাম নয় ,ঢাকা ইসলামপুর,জামালপুর ইসলামপুর,ইসলামপুর থানা,ইসলামপুর বাজার,ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসলামপুর উপজেলার ইউনিয়ন সমূহ,রামদিয়া সরকারি এসকে কলেজ,গোপালগঞ্জ সরকারি কলেজের তালিকা,কাশিয়ানী,কাশিয়ানী উপজেলার মানচিত্র,কাশিয়ানী পোস্ট কোড,কাশিয়ানী বার্তা,islampur sylhet,islampur dhaka,islampur union,islampur market,jamalpur islampur,islampur wholesale market,islampur ramdia postal code,islampur ramdia map,islampur ramdia district,islampur ramdia postal address,islampur ramdia district list,islampur ramdia,Ramdia BMBC High School,bengalhindus,BengalHindus,safollo,etc ,news,খবর
রামদিয়া রেলস্টেশন

তখন সে জানায় এই স্টেশনে এখনো টিকিট বিক্রি শুরু হয়নি,এখানে একটা লোকাল ট্রেন দাঁড়ায়। তবে স্থানীয়রা বলেন, এই স্টেশনের পাশে বিশাল গোডাউন ছিলো। অত্র এলাকার সকল কৃষি পণ্য এই শোডাউনে রেখে ট্রেনে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হতো। তখন স্টেশন ঘিরে কর্ম চাঞ্চল্যকর থাকতো ২৪ ঘন্টা। সময়ের ব্যবধানে সেই স্টেশনটি এখন শুধুই নিরবে হাহাকার করছে। স্থানীয় লালচাঁদ মিয়া বলেন, আমার জন্ম এখানেই। আমি দেখেছি এই স্টেশনে সব সময় শতশত মানুষের আনাগোনা। 


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই এলাকায় ৭৫ ভাগ হিন্দুর বসবাস ছিলো যুদ্ধের পরেও। তবে কলকাতা থেকে পড়ালেখা শিখে এসে এম এ গফুর খান যখন চেয়ারম্যান হয়, তখন তিনি রামদিয়া থেকে ইসলামপুর নামকরণ করেন। পরে হিন্দুরা বুঝতে পারে ইউনিয়নের নাম যখন পরিবর্তন করা হচ্ছে, তখন আর তাদের বেশিদিন এদেশে স্থান হবে না। দেশ ছাড়তে শুরু করে হিন্দুরা, এখন প্রায় শূন্যের কোঠায়। 


নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, আমাদের কাছে প্রতিদিন শত শত মানুষ আসে, তাদের মুখ থেকে শুনেছি, চেয়ারম্যান এম এ গফুর খান নাকি বলেছিলে ঘুম থেকে উঠে রামের নাম নিবো? সেটা কি করে হয়! তাই তিনি ইসলামপুর নাম দেন এই ইউনিয়নের। তবে ইসলামপুর বলে কোন মৌজা, এমনকি গ্রাম বা পাড়া নাই। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী (মাস্টার) এর সাথে কথা হলে তিনি ও একই কথা বলেন। তিনি দাবী করেন, এই রামদিয়া বিভিন্ন ইতিহাসের সাক্ষী। রামদিয়া রেলস্টেশন ২২ বছর পর চালু হলেও ট্রেন থামে না। রেল কর্তৃপক্ষ যেনো দ্রুত এখানে ভালো মানের স্টেশন তৈরি করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটায়।


@বাংলা ৭১ (পত্রিকা)

অন্যান্য পোষ্টঃইসলামের সাথে কি ভারতের যোগসূত্র বিদ্যমান - Paganism with Islam


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।