স্বর্গেরে বাঁচাতে হবে দানবের আক্রমণ থেকে - কুশল বরণ চক্রবর্তী
স্বর্গেরে বাঁচাতে হবে দানবের আক্রমণ থেকে - কুশল বরণ চক্রবর্তী
রবীন্দ্রনাথ ঠাকুর 'স্ফুলিঙ্গ' নামক কাব্যগ্রন্থে বলেছেন, জীবনের তপস্যায় একটি লক্ষ্য আমাদের সদা মনে রাখতে হবে, স্বর্গেরে বাঁচাতে হবেতা হলো যেকোন প্রকারে বা যেকোন মূল্যেই স্বর্গকে বাঁচাতে হবে দানবীয় শক্তি হাত থেকে।
"জীবনের তপস্যায় এই লক্ষ্য মনে দিয়ো রেখে
স্বর্গেরে বাঁচাতে হবে দানবের আক্রমণ থেকে"
যুগে যুগে দানবীয়, আসুরিক এবং পৈশাচিক শক্তির আস্ফালন যেমন বেশি ছিল, তেমনি যুগে যুগে দৈবশক্তির কাছে সমূলে বিনাশ হয়েছে একথাও অত্যন্ত সত্য। তাই হতাশ হওয়ার কিছুই নেই। শুধুই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে যেতে হবে। তবেই জয় সুনিশ্চিত। মনে রাখতে হবে দৈবশক্তির জয় হবেই হবে। আসুরিক শক্তির বাড়বাড়ন্ত সাময়িক। দৈব এবং আসুরিক শক্তি পাশাপাশি সমান্তরালভাবে চললেও, এদের মধ্যে কখনো মিলন ঘটে না। দুটি স্বতন্ত্র স্বভাব স্বতন্তভাবেই বয়ে যায়। বিষয়টি একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যায়। পশ্চিমবঙ্গের নবদ্বীপে একইসাথে বয়ে চলা দুটি নদী রয়েছে। নদী দুটির নাম ভাগীরথী বা গঙ্গা এবং জলঙ্গি। এ দুটি নদীর সঙ্গমস্থল নবদ্বীপ । তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এটি যে, নবদ্বীপে ভাগীরথী এবং জলঙ্গি নদী দুটির মিলন হলেও তাদের জলের প্রবাহ স্বতন্ত্রভাবে দুটি ধারায় বয়ে যায়। একটি প্রবাহের জল শ্বেত বর্ণের এবং অন্যটি কৃষ্ণ বর্ণের।শ্বেত বর্ণের ভাগীরথীর জল প্রবাহকে আমরা দৈবশক্তির সাথে তুলনা করতে পারি এবং কৃষ্ণ বর্ণের জল প্রবাহকে আমরা আসুরিক শক্তির সাথে তুলনা করতে পারি।
সহকারী অধ্যাপক,
সংস্কৃত বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়