Translate

ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তানের স্বপ্ন - নূপুর শর্মা ইস্যু

ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তানের স্বপ্ন - নূপুর শর্মা ইস্যু

ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তানের স্বপ্ন - নূপুর শর্মা ইস্যু,কি বলেছিলেন নূপুর শর্মা | Nupur Sharma and News ,bjp spokesperson nupur,bjp leader nupur sharma,nupur sharma prophet,what did nupur sharma say,russia ukraine war russian,metro boomin mother,grand canyon hiker death,nupur sharma comment on muhammad,lifetime movie buried in barstow sequel,nupur sharma comments,hiker dies grand canyon,boyfriend mother ashea,what did nupur sharma say on tv,atlanta rapper trouble,grand canyon bright angel trail death,bon jovi alec john such,metro boomins mother killed,today wordle answer june 5,firhad hakim email id,firhad hakim contact details,firhad hakim wife religion,firhad hakim daughter,firhad hakim father name,firhad hakim personal assistant,


দু'দিন ধরে পশ্চিমবঙ্গে আন্দোলনের নামে যা দেখছি, তাতে মনে হচ্ছে : ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তানের স্বপ্ন সার্থকভাবে বাস্তবায়িত হয়েছে। জ্বালাও-পোড়াও এখনো অব্যাহত রয়েছে। অবরোধে আটকে রাস্তায় একজন রোগীর মৃত্যু হয়েছে। দুধেল গাইদের মাথার উপরে বসে আছেন দিদি; দিল্লিতে বসে দিদিকে নিরাপত্তা দিচ্ছেন দাদা। দাদা-দিদির কেন্দ্র-রাজ্যের ছলা-কলা, সাধারণ মানুষের বুঝে উঠতে একটু সময় লাগবে।

পশ্চিমবঙ্গের কতটা অধঃপতন হয়েছে, একজন অখ্যাত পার্শ্ব-অভিনেত্রী, সনাতন ধর্মের অত্যন্ত ন্যক্কারজনক ও অশ্লীলভাবে অবমাননা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, সেই দেহজীবী-কুলোটাকে তার দলের প্রধান অঙ্গ সংগঠনের শীর্ষ পদে বসিয়েছেন! পশ্চিমবঙ্গ গোল্লায় গেছে, দেনায় ডুবে গেছে। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের অবস্থা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ হবে। সুতরাং পশ্চিমবঙ্গ সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই মঙ্গল।

মুসলিম দেশে অমুসলিমদের স্বাধীনতা কি আছে | Research News

২০০৮ সালের নভেম্বর মাস। নূপুর শর্মা তখন দিল্লি ইউনিভার্সিটির ভিপি। ভারতীয় পার্লামেন্টে হামলার অন্যতম পরিকল্পনাকারী এসএআর গিলানিকে প্রতিহত করেছিলেন নূপুর শর্মা। তার একজন সহযোগী, গিলানির শরীরে থুতু ছিটিয়ে দিয়েছিলেন। ভারতের তৎকালীন দণ্ডমুণ্ডের কর্তা ইটালিয়ান খ্রিস্টান এ্যন্তনিয়া মাইনো(সোনিয়া গান্ধী), পাকিস্তা*নের এজেন্ট গিলানির অপমানে ক্রোধে ফেটে পড়েন। সোনিয়া গান্ধী তার মেন্টর আহমদ প্যাটেলের সঙ্গে শলা পরামর্শ করে - নূপুর শর্মাকে জেলে পচিয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন। নূপুর শর্মা অবশ্য আদালতে বেকসুর খালাস পেয়ে যান।

বিজেপির সদ্য বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা শিবের অনুসারী। শিবকে আপনি পছন্দ না করতে পারেন, বিরোধিতা করতে পারেন, তাই বলে নূপুর শর্মার ধর্ম বিশ্বাসে আঘাত করার অধিকার আপনার নেই। একটি টেলিভিশন বিতর্কে ভিন্ন ধর্মের এক লোক,বারবার শিব সম্পর্কে কটুক্তি করে, নূপুর শর্মাকে উত্তেজিত করার চেষ্টা করছিল। একপর্যায়ে নূপুর শর্মা, প্রতিপক্ষের ধর্মগ্রন্থের একটি বাণী (নাম্বার সহ) উদ্ধৃত করে বলেন, "আপনি যে আমার ধর্ম সম্পর্কে বার বার কটুক্তি করছেন, এখন যদি আমি আপনার ধর্মের সমালোচনা করি, সেটা আপনার কেমন লাগবে!"

জাস্ট এটুকুই! এবার আপনারাই বলুন, নূপুর শর্মার এই উক্তিতে কী অন্য ধর্মের অবমাননা হয়েছে? না কী নূপুর শর্মা, নিজের ধর্মের সম্মান রক্ষার চেষ্টা করেছেন? মহম্মদ জুবায়ের নামের এক লোক, নূপুর শর্মার ভিডিও এডিট করে বিকৃতভাবে উপস্থাপন করে- জিগির তুলেছে যে, তাদের পয়গম্বরকে অপমান করা হয়েছে।
নূপুর শর্মা থানায় অভিযোগ জানান। মহম্মদ জুবায়ের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া হয় নি। সংখ্যালঘুরা যখন রাস্তায় নেমে পাথর ছুঁড়তে আরম্ভ করে; দেশ-বিদেশ থেকে নুপুর শর্মারকে ধর্ষণ ও হত্যার হুমকি আসতে থাকে - তখনও বিজেপি সরকারের টনক নড়েনি।


মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন নরেন্দ্র মোদির সরকারকে চোখ রাঙাতে আরম্ভ করে, তখন বিজেপি নূপুর শর্মাকে দল থেকে সাসপেন্ড করে দেয়। এরপর নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অথচ নাটের গুরু মহম্মদ জুবায়ের থেকে গেছে ধরাছোঁয়া-আলোচনার বাইরে। এর মানে কী দাঁড়ালো : নরেন্দ্র মোদির সরকার, ভয় পেয়ে পরাজয় মেনে নিয়ে- দলের পরীক্ষিত নেত্রী নূপুর শর্মাকে ধর্ষক ও খু*নিদের হাতে তুলে দিলো। সেই সঙ্গে বিজেপি সরকার প্রকারান্তরে স্বীকার করে নিলো ― মহম্মদ জুবায়েরের এডিট করা ফেক ভিডিওটা তাদের দৃষ্টিতে সঠিক।আত্মসমর্পণ না করে- বিজেপি সরকারের উচিত ছিল, প্রতিপক্ষের কাছে প্রকৃত ভিডিওটা পাঠিয়ে বীরপুরুষের মতো বুক টান করে বলা, "আপনারা যে ভিডিও দেখে উত্তেজিত হয়েছেন - সেই ভিডিওটা এডিট করা, ফেক?" বিজেপি সরকার যদি পৌরুষ দেখাতে পারত, তাহলে এত অশান্তি ঘটতো না, জানমাল ও অর্থনীতির এত ক্ষয়ক্ষতি হতো না।


কৃত্তিবাস কাশীরাম



কি বলেছিলেন নূপুর শর্মা | Nupur Sharma and News ,bjp spokesperson nupur,bjp leader nupur sharma,nupur sharma prophet,what did nupur sharma say,russia ukraine war russian,metro boomin mother,grand canyon hiker death,nupur sharma comment on muhammad,lifetime movie buried in barstow sequel,nupur sharma comments,hiker dies grand canyon,boyfriend mother ashea,what did nupur sharma say on tv,atlanta rapper trouble,grand canyon bright angel trail death,bon jovi alec john such,metro boomins mother killed,today wordle answer june 5,firhad hakim email id,firhad hakim contact details,firhad hakim wife religion,firhad hakim daughter,firhad hakim father name,firhad hakim personal assistant,


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।