Translate

ইসলাম শুধু মুসলমানের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য - বামকংগ্রেস

ইসলাম শুধু মুসলমানের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য

Islam is not just for Muslims,it is for the whole of mankind,ইসলাম শুধু মুসলমানের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য - বামকংগ্রেস,Bengal Hindus


একজন হিন্দু বাম/কংগ্রেস যে কেউ হতে পারে, সে বলছে, ইসলাম শুধু মুসলমানের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য, কুরআন শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য এসেছে, কাজেই যখন এগুলোর উপর আঘাত আসছে (নূপুর শর্মার বক্তব্য) তখন মুসলমানদের উচিত শুধু তারা নিজেরা নয়, সকলকে (হিন্দুদের নিয়ে) আন্দোলনে নামা।

ভারতীয় এই হেঁদু লিবারাল দাদা আরো বলছেন, ভারতকে স্বাধীন করতে যদি দশজন হিন্দু প্রাণ দিয়ে থাকে তাহলে ৯০ জন মুসলমান প্রাণ দিয়েছিলো। এই ইতিহাস নাকি বিজেপি আরএসএস মুছে ফেলেছে! অথচ মুসলিম লীগের অন্যতম লিডার, সাংবাদিক, লেখক আবুল মনসুর আহমদ তার বিখ্যাত বই ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইতে লিখেছেন, মুসলমানরা ভারতের স্বাধীনতা চায়নি। তাদের মূল আগ্রহ ছিলো তর্কি খিলাফত নিয়ে। সেই খিলাফত ও তার খলিফাকে রক্ষার জন্যই তারা গান্ধির সমর্থন পাওয়ার আশ্বাসে অসহোযোগ আন্দোলনে যোগ দিয়েছিলো। পরে খিলাফত বিলুপ্ত হয়ে গেলে মুসলমানদেরও আর আগ্রহ থাকেনি ভারতের স্বাধীনতা নিয়ে।


আত্মসমালোচনা করে আবুল মনসুর আহমদ এই স্বীকারোক্তি করেছিলেন। মুসলিম লীগের একজন বলছেন তারা ভারতের স্বাধীনতা চায়নি!

এই কমিউনিস্টরাই ওহাবী আন্দোলনের’ নাম দিয়েছিলো ‘স্বাধীনতা সংগ্রাম’! তীতুমীরের মত একটা ইসলামিক জিহাদীকে ‘স্বাধীনতা সংগ্রামী’ হিসেবে সবার কাছে পরিচিত করতে চেয়েছে। হাজি শরীয়তুল্লাহ-তীতুমীর-দুদুমিয়ারা এই বঙ্গে হিন্দুয়ানী বিরোধী আন্দোলন করে বাঙালি মুসলমানকে তাদের সংস্কৃতি থেকে বিচ্যুত করে ফেলে। হিন্দুদের সঙ্গে বিরোধ তৈরি করে নিজেদের স্বাতন্ত্র্যতা তৈরির আন্দোলন ছিলো ওহাবী আন্দোলন। আজকে যাদের সালাফি বা আহলে হাদিস হিসেবে চেনে তীতুমীর-শরীয়তুল্লাহ ছিলেন সেই মতবাদের আদিপুরুষ। তাদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে আমাদের সামনে পরিচিত করেছে এই বামগুলি। তাদের ছানাপোনারা যখন আমাদের ইসলাম শেখাতে আসে, ইতিহাস শেখাতে আসে, বিজেপি আরএসএসের ইতিহাস বলে সত্যকে মুছে ফেলে তখন ভারতের হিন্দুদের কপালে দুঃখ আছে বলতেই হবে!

আরও পোষ্টঃ

এইসব বামদের কাছে প্রশ্ন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ‘বেঙ্গল প্যাক্ট’ কেন করেছিলেন যদি হিন্দু মুসলমান একই বৃন্তের দুটি কুসুম হয়ে থাকবে? নিরোদ সি চৌধুরী দেখিয়েছেন ভারতবর্ষের হিন্দু মুসলমান দাঙ্গার ইতিহাস অনেক পুরোনো। সাতশো বছরের মুসলিম শাসনে স্থানীয় হিন্দুদের উপর মুসলিমদের একেশ্ববাদ, তাদের কালচার, শাসক হিসেবে, ধর্মগুরু হিসেবে যে আধিপত্য চলেছে সেখানে কি করে সুসম্পর্ক তৈরি হবে? যে মুসলমানরা মনে করত ইংরেজ তাদের হাত থেকে ক্ষমতা নিয়েছে সেই ক্ষমতা নিজের হাতে শাসক হিসেবে বুঝে পাওয়াই লক্ষ্য সেই জনগোষ্ঠি কি করে হিন্দুদের ভাই মনে করবে? এরা তো হিন্দুদের প্রজাই মনে করবে। হিন্দু কমিউনিস্টদের মুখে ঝামা ঘষে আবুল মনসুর আহমদ বলেছিলেন, মুসলমানরা নিজেদের জন্য পদ পদবী পাওয়ার বিষয়ে আগ্রহী ছিলো। বেঙ্গল প্যাক্ট করতে তাদের আগ্রহ ছিলো বিপুল কারণ এখানে রাজনীতি ও সরকারী চাকরিতে লোভনীয় কোঠা সুবিধার চুক্তির কথা বলা হয়।

সেই মোতাবেক দেশবন্ধু যখন কোলকাতার মেয়র নির্বাচিত হন তখন তার ডেপুটি করা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। বেঙ্গল প্যাক্ট আদৌ হিন্দু মুসলমান ঐক্য নয় বরং বিবাদমান দুটি শত্রুর মাঝে শান্তি চুক্তি হচ্ছে বলেই মনে হয়। বস্তুত এরকম চুক্তি করে কখনোই ঐক্য করা সম্ভব নয়।

বেঙ্গল প্যাক্টের চুক্তির এই ধারাগুলির দিকে একটু তাকান


“মসজিদের সামনে বাদ্য সহকারে শোভাযাত্রা করা যাবে না। খাদ্যের জন্য গরু জবাই নিয়ে আইন সভায় কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া যাবে না। আইন সভার বাইরে উভয় সম্প্রদায়ের মধ্যে সমঝোতা আনার চেষ্টা অব্যাহত থাকবে। গরু জবাই করার সময় যাতে তা হিন্দুদের দৃষ্টিতে পড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে তার দিকে লক্ষ্য রাখতে হবে। ধর্মীয় কারণে গরু জবাইয়ের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না”।

ভারতীয় হেঁদু কমিউনিস্টরা পারলে আমার এই লেখার বিপরীতি ‘পোকৃত সত্য ইতিহাস’ নিয়ে হাজির হবেন আশা করি।





(Translated By Google)

Islam is not just for Muslims, it is for the whole of mankind - the Left Congress

Islam is not just for Muslims,it is for the whole of mankind,ইসলাম শুধু মুসলমানের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য - বামকংগ্রেস,Bengal Hindus

I have uploaded a video page, I have given the link in the comment, you will see. Whoever a Hindu Left / Congress can be, he says, Islam is not just for Muslims, it is for all mankind, the Qur'an is not just for Muslims, it is for all mankind, so when it comes to hitting them (Nupur Sharma's statement) Muslims should just be themselves No, everyone (including Hindus) joined the movement. This Hindu liberal grandfather of India further says that if ten Hindus had given their lives to make India independent, then 90 Muslims had given their lives. This history or BJP has deleted RSS! However, Abul Mansur Ahmed, one of the leaders, journalists and writers of the Muslim League, wrote in his famous book 'Fifty Years of Politics I Saw' that Muslims did not want India's independence. Their main interest was in the Turkish caliphate. They joined the non-cooperation movement with the assurance of Gandhi's support to protect that caliphate and its caliph. Later, when the caliphate was abolished, the Muslims were no longer interested in India's independence.

Abul Mansur Ahmed made this confession in self-criticism. One of the Muslim League says they did not want India's independence! It was these communists who called the 'Wahhabi movement' the 'freedom struggle'! An Islamic jihadist like Titumir wants to be known as a 'freedom fighter'. The Haji Shariatullah-Titumir-Dudumiyara anti-Hindu movement in Bengal alienated the Bengali Muslims from their culture. The Wahhabi movement was a movement to create its own independence by creating conflict with the Hindus. Titumir-Shariatullah, known today as the Salafi or Ahl al-Hadith, was the progenitor of that doctrine. These leftists have introduced us to them as freedom fighters. When their children come to teach us Islam, to teach us history, to erase the truth that BJP is the history of RSS, then the Hindus of India must be sad!

Also post:
The question to these leftists is, why did Deshbandhu Chittaranjan Das make the ‘Bengal Pact’ if Hindus and Muslims would be two yolks of the same stalk? Nirod C. Chowdhury has shown that the history of Hindu-Muslim riots in India is very old. How can good relations be established in the seven hundred years of Muslim rule where the monotheism of the Muslims over the local Hindus, their culture, their dominance as rulers and religious leaders? How can the people who think that the British have taken power from them as the rulers in their own hands, think that the people are the brothers of the Hindus? They will think Hindus are subjects. Abul Mansur Ahmed rubbed the face of Hindu communists and said that Muslims were interested in getting positions for themselves. Their interest in the Bengal Pact was huge because it was a matter of lucrative room in politics and government jobs. Accordingly, when Deshbandhu was elected mayor of Kolkata, his deputy was Hossain Shaheed Suhrawardy. The Bengal Pact does not seem to be a Hindu-Muslim unity at all, but a peace treaty between two warring enemies. In fact, it is never possible to unite by such an agreement.

Take a look at these provisions of the Bengal Pact

“There can be no procession with musical instruments in front of the mosque. No initiative can be taken to enact any law in the legislature on slaughtering cows for food. Efforts will continue to be made to bring about a compromise between the two communities outside the legislature. When slaughtering a cow, care should be taken so that it does not catch the eye of Hindus and hurt religious sentiments. "There can be no interference in the slaughter of cows for religious reasons."
If the Indian Hindu communists can, I hope that the opposite of this writing will come up with 'Pokrat Satya Itihas'.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।