দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই-শিবপ্রসাদ রায় - Free E-book
দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই - শিবপ্রসাদ রায়
দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই
- শিবপ্রসাদ রায়
শিবপ্রসাদ রাইয়ের জন্ম ১৯৩৭ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছােট্ট শহর কালনায়। শৈশবেই তিনি পিতৃহারা হন। বাল্যকাল কেটেছে অত্যন্ত দারিদ্রের মধ্যে। স্কুল কলেজের প্রথাগত শিক্ষা যা বাঙ্গালী মধ্যবিত্ত ঘরে ছাত্র-ছাত্রীরা সাধারণতঃ পেয়ে থাকে দারিদ্রের কারণে সেটা থেকেও তিনি বঞ্চিত হন। তাঁর শিক্ষা দীক্ষা একরকম স্বােপার্জিত বলা চলে। শিক্ষার প্রতি আঁর অদম্য আগ্রহ আঁকে নিরুৎসাহিত করতে পারেনি। ম্যাক্সিম গাের্কি মই শিবপ্রসাদ রায় কঠিন, নির্দয়, বাস্তবজীবন থেকেইরশিক্ষরসদ সংগ্রহ করেছেন। হিন্দু সমাজের বর্তমান দুর্জগ্যজনক অবস্থায় তিনি ব্যথিত, বিষাদে ক্লিষ্ট হয়ে পড়েছিলেন। বয়ঃসন্ধিকাল থেকেই তিনি হিন্দু জাগরণের কাজে আত্মনিয়ােগ করেছিলেন। তিনি অকৃতদার ছিলেন। প্রবন্ধ রচনা, পুক-পুস্তিকা প্রকাশনা, জনসভায় বক্তব্য রাখা ছাড়াও হিন্দু সচেতনতা বৃদ্ধির জন্য তিনি বিশ্বহিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ং সেল্ক সংঘ প্রভৃতি হিন্দু সংগঠনগুলির সঙ্গে আজীন যুক্ত ছিলেন। তাঁর পুক-পুস্তিকাগুলি ইংরেজী হিন্দী তামিল, মারাঠী, গুজরাটি প্রভু ভাষায় অনুবাদিত হয়ে যথেষ্ট সমাদৃত হয়েছে। তার রচনাগুলি ছিল অসহজবােধ্য এবং মর্মস্পর্শী ও অত্যন্ত যুক্তিনিষ্ঠ। হিন্দু সমাজের সচেতনতা বৃদ্ধিতে তাঁর অবদান অনবদ্য।
প্রত্যাক হিন্দুর এই বইটি পড়া উচিত এবং অন্য হিন্দুদের পড়ার জন্য বলা উচিত।