Hindus have to live like Tardigrade | BengalHindus
হিন্দুদের টারডিগ্রেডের মত সকল অবস্থায় বাঁচতে হবে
টারডিগ্রেডের আরও একটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল, এ প্রাণীটি প্রায় 40 বছর পর্যন্ত বিনা খাওয়া দাওয়া করেই বাঁচতে পারে। খাবার না খেয়ে এতো লম্বা সময় বেঁচে থাকার প্রক্রিয়াকে বিজ্ঞানী পরিভাষায় বলা হয়ে থাকে 'ক্রিপ্টোবায়োসিস'। এই প্রক্রিয়ায় এই প্রাণীটি নিজের শরীরের সব মেটাবলিজম প্রক্রিয়া বন্ধ করে দেয় ও এর ফলে জলের পরিমাণ একদম কমে গিয়ে তার নিজের শরীর সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়।এ অবস্থায় এই প্রাণীটির শরীরে মাত্র 3 শতাংশ জল থাকে। এই প্রক্রিয়ার সময় এই প্রাণীর কোনো শক্তি বা খাদ্যের প্রয়োজন হয় না এবং এই পরিস্থিতিতে সে লম্বা হাইবারনেশনে চলে যেতে পারে। পরিস্থিতি সুবিধার হলে প্রাণীটি আবার নিজের মেটাবলিজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে শুরু করে এবং খাবারের খোঁজে বেরিয়ে আসে। উদ্ভিদ কোষের ফ্লুইড, ব্যাকটেরিয়া এবং এর থেকে ছোট আকারের প্রাণীই মূলত এর খাবার।টারডিগ্রেড বা জল ভালুক এক অদ্ভুত প্রাণী, যার পুনর্জন্ম রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আসলে জলে-স্থলের কঠোরতম অঞ্চলেও টিকে থাকার ক্ষমতা থাকায় সর্বংসহা ক্ষুদে মূলত জলজ এই প্রাণীকে পুনঃসঞ্জীবিত করা যেতে পারে।টারডিগ্রেড বা পানি ভালুক এক অদ্ভুত প্রাণী, যার পুনর্জন্ম রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আসলে জলে-স্থলের কঠোরতম অঞ্চলেও টিকে থাকার ক্ষমতা থাকায় সর্বংসহা ক্ষুদে মূলত জলজ এই প্রাণীকে পুনঃসঞ্জীবিত করা যেতে পারে।1995 সালে শুকনো টারডিগ্রেডকে 8 বছর পর জীবনে ফিরিয়ে আনার পর বিজ্ঞানীরা বলছেন, এটা অসম্ভব বলে মনে হচ্ছে না যে, টারডিগ্রেডকে মৃত্যুর পর ফের বাঁচিয়ে তোলা সম্ভব। 1922 সালে জার্মান বিজ্ঞানী এইচ বাওম্যান গবেষণা করে জানান যে, একটি টারডিগ্রেড যখন শুকিয়ে যায়, সে তার মাথা ও আট পা গুটিয়ে নেয়। সেলগুলোও এমনভাবে স্থবির থাকে, যা মৃত্যুর মতো। তার শরীরের সব জলের স্খলন ঘটে। শুষ্ক তুষের মাঝে টনচেনফরম প্রক্রিয়ায় রাখা হলে এটি কয়েক দশক ধরে টিকে থাকতে পারে।
এ সকল পরিস্থিতে বেঁচে থাকা টারডিগ্রেডের মতই বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী মানুষদের যেকোন ভাবে নিজেদের ধর্ম এই ভূখণ্ডের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এ কথা স্মর্তব্য, যে প্রাণীর অভিযোজন ক্ষমতা যত বেশি, সে পরিবেশে ততবেশি টিকে রয়েছে। সকল প্রতিকূল পরিস্থিতেকেই নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তা না হলে বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, স্মৃতি, তন্ত্রসহ সকল শাস্ত্রে বর্ণিত পবিত্র এই বঙ্গ ভূখণ্ড থেকে একদিন হয়ত ভূমিপুত্র হিন্দুরাই হারিয়ে যাবে। তাদের কথা শুধু ইতিহাস, এবং পুরাতত্ত্বে লেখা থাকবে। আবার হয়ত এমনও হতে আফগানিস্তান, পাকিস্তানের মত পুরাতাত্ত্বিক ইতিহাসও ধ্বংস করে দেয়া হতে পারে। যেন তাদের কথা কেউ জানতে না পারে। সে দিন যেন দেখতে না হয়, তাই সকল পরিস্থিতিকে মোকাবিলা করে নিজেদের অস্তিত্ব এবং স্বতন্ত্রতা টিকিয়ে রাখতে হবে। মহাভারতের শান্তিপর্বে বলা হয়েছে, ধর্ম এবং অধর্ম দেশকালে প্রতিষ্ঠিত। দেশ এবং কালের বাস্তবতায় এর রূপ পরিবর্তিত হয়।
দেশ এবং কাল অনুসারে সেই চুরি না করা প্রভৃতি ধৰ্মও হয়, আবার অধর্মও হয়। কেন না, বিপদের সময়ে চুরি করা, মিথ্যা বলা, কিংবা হিংসা করা প্রভৃতি ধর্মই হয়ে থাকে।"
তথ্য সহায়তা:
১. টারডিগ্রেড সংক্রান্ত তথ্যগুলো ইন্টারনেটে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে নেয়া।
কুশল বরণ চক্রবর্ত্তী
সহকারী অধ্যাপক,
সংস্কৃত বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
![]() |
Ads:Watch Now |
Translated into English by Bengal Hindu Site.
If there is any mistake in the sentence, you will look at it with a forgiving look.
Also read: জাতীয় হিন্দু যুব মহাজোট এর সাংগঠনিক কর্মী শিপ্লব কান্তি দে কে গলা কেটে হত্যা
Hindus have to live in all conditions like Tardigrade
Earth is the only planet in our solar system that has both extreme heat and extreme cold. No animal living on the ice of the lyrical region can survive in such a hot and humid desert. However, there is an animal on earth that can withstand extreme heat as well as extreme cold. The name of this particular animal is Tardigrade. The animal was first discovered by the German zoologist Johann in August 1773. Tardigrade (Latin: Tardigrada) is a tiny animal. It is also known as the 'Water Bear' or 'Water Bear'. It is one of the oldest living creatures on Earth. It is so small that it can only be seen under a microscope. The Latin name (Tardigrada: meaning slow-moving) is given by the Italian scientist Lazzaro Spallanzani. This eight-limbed animal that floats in water is an extremely enduring creature. It can survive up to 30 years without food. Survives temperatures of thousands of degrees. It can even survive in space. Studies have shown that if this animal does not get food, its physiological processes become very stable, which keeps it alive for many years without food. .Li. Meters. This animal has eight small legs and one digestive system of its own. This tiny creature has no problem living in the coldest place on earth, Oyamiakan. In winter, the temperature in Oyamiakon drops to around -50 degrees Celsius. There they can survive without hindrance. Again, water usually boils at a temperature of 100 degrees Celsius. But Tardigrade can survive temperatures up to 150 degrees Celsius. The Mariana Trench, the deepest part of the ocean, has high water pressure. He can survive even in that environment.
Another striking feature of the tardigrade is that it can survive without food for up to 40 years. The process of surviving without food for so long is called 'cryptobiosis' in scientific terms. In this process the animal stops all the metabolic processes in its body and as a result the amount of water decreases drastically and its own body becomes completely dry. In this condition the body of this animal has only 3% water. During this process the animal does not need any energy or food and in this situation it can go into long hibernation. When the situation improves, the animal resumes its normal metabolism and goes out in search of food. Plant cell fluids, bacteria, and smaller animals are its main sources of food. In fact, even the toughest terrestrial terrain has the ability to survive, so the endangered small aquatic animal can be revived. Because of its ability to survive even the toughest terrestrial terrain, this endemic small aquatic creature can be revived. . In 1922, German scientist H. Baumann reported that when a tardigrade dried up, it curled its head and eight legs. Cells are also stagnant, which is like death. All the water in his body slipped. It can last for decades if kept in the process of tonchenform in the middle of dry husk.
In these circumstances, like the surviving Tardigrades, the minority traditional religions of Bangladesh have to somehow preserve their religion and the culture of this land. It is important to note that the more adaptive an animal is, the more it survives in the environment. We have to try to bring all the unfavorable situations in our favor. Otherwise the Bhumiputra Hindus may one day be lost from this holy land of Bengal as described in all the scriptures including Vedas, Ramayana, Mahabharata, Purana, Smriti, Tantra. Their words will be written only in history and archeology. Archaeological histories like Afghanistan and Pakistan may also be destroyed. So that no one would know about them. That day should not be seen, so we have to face all the circumstances and maintain our existence and uniqueness. In the Shantiparva of the Mahabharata, it is said that religion and iniquity are established in the country. Its form changes in the reality of country and time.
Adasyanupadanang Danmadhyayanang Tapah.
Ahimsa satyamkrodh ijya dharmasya laksnam.
Sha eb Dharm: SohoDharma Deshakale Pratishtitha.
Adanmanrtang hinsa dharmo habasthikah smritah.
(Mahabharata: Shantiparva, 36.10-11)
"Non-stealing, charity, study, austerities, non-violence, truthfulness and aversion to anger are the hallmarks of a religion. Depending on the country and time, not stealing is a religion, but it is also a sin. Why not, stealing in times of danger, lying." , Or violence is a religion. "
Therefore, keeping in mind the realities of the times, we have to move forward to preserve the eternal culture of this land by embracing patriotism.
Information support:
1. Tardigrade information is taken from various domestic and foreign sources on the Internet
Kushal Baran Chakravarti
Assistant Professor,
Sanskrit section,
University of Chittagong
![]() |
Ads:Watch Now |