মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস | History of Muktagachha zamindar house
মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস
মুক্তাগাছার জমিদারী ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ এবং ঐশ্বর্যমন্ডিত জমিদারী। তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার অর্ধেক অংশের মালিকানা ছিল এই রাজবংশের। তৎকালীন আলাপসিং/ আলাপশাহীর পরগণার রাজধানী ছিক বর্তমান মুক্তাগাছা শহর যা পূর্ব বিনোদবাড়ি নামে পরিচিত ছিল। মুক্তাগাছা জমিদারীর সীমানা দেওয়ানগঞ্জ হতে শুরু করে কিশোরগঞ্জের ভৈরব এবং মেঘালয়ের সীমান্ত হতে শুরু করে ভালুকার ভাওয়াল পরগণা পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে তার রাজস্ব বিভাগের সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য্য চৌধুরী।
1727 সালে শ্রীকৃষ্ণ আচার্য্য চৌধুরী নবাবের কাছ থেকে তৎকালীন আলাপসিং/আলাপশাহী পরগণার জমিদারী ইজারা নেন। আলাপশাহী পরগণার রাজধানী হচ্ছে বর্তমান মুক্তাগাছা শহর। আলাপশাহী পরগণার (বিনোদবাড়ই/মুক্তাগাছা) প্রথম জমিদার শ্রীকৃষ্ণ আচার্য্য চৌধুরী তার জমিদারী এলাকায় বসবাস করতে পারেন দনি। তিনি 1734 সালে বগুড়ার ঝাকড়ে মারা যান।
1734 সালে শ্রীকৃষ্ণ আচার্য্য চৌধুরীর মৃত্যুর পর তার চার সন্তান রামরাম, হরেরাম, শিবরাম ও বিষ্ণুরাম আচার্য্য চৌধুরী চলে আসেন এই আলাপশাহী পরগণায়। তারা ব্রহ্মপুত্র নদে শাখা নদী আয়মানের তীরে তাদের চার ভাইয়ের জন্য চারটি পৃথক বসত বাড়ি তৈরী করেন। মুক্তাগাছার জমিদারী হলো 16 হিস্যার জমিদারী। যেমন- বড়হিস্যা, মধ্যমহিস্যা, ছোটহিস্যা, আটানী বাজার, দরি চার আনী বাজার উল্লেখযোগ্য। যা চারভাই মিলে ভাগাভাগি করে নেন।
1734 সালে প্রতিষ্ঠিত হয় আটানী জমিদার বাড়ি খ্যাত বর্তমান মুক্তাগাছা রাজবাড়ি। আর তার পাশ্ববর্তী কলেজ ভবনটি হলো জমিদার হরেরামের বাড়ি । মুক্তাগাছা সাবরেজিস্ট্রী অফিস হলো জমিদার রামরামের বাড়ি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হলো জমিদার শিবরামের বাড়ি আর জমিদার বিষ্ণুরামের বাড়ির কোন অস্তিত্ব না থাকলেও তার নামে আছে রাজবাড়ির সম্মুখে অবস্থিত বিষ্ণুসাগর নামক বিশালাকার দীঘি। এই জমিদারীর এস্টেটের জমিদাররা কোন সময় রাজা, মহারাজা, রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন।
এই রাজবংশের সদস্যদের মধ্যে রাজা রামকিশোর আচার্য্য চৌধুরী, রাজা জগৎ কিশোর আচার্য্য চৌধুরী, মহারাজা সূর্য্যকান্ত আচার্য চৌধুরী, মহারাজা শশীকান্ত আচার্য্য চৌধুরী ছিলেন উল্লেখযোগ্য।
1787 সালের 1মে ময়মনসিংহ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হলে জমিদার রঘুনন্দন আচার্য্য চৌধুরী তৎকালীন ব্রিটিশ সরকারকে মোমেনশাহী পরগণায় জমি দান করেন। 1877 সালে মহারাজা সূর্য্যকান্ত আচার্য্য চৌধুরী তৎকালীন মোমেনশাহী পরগণার (ময়মনসিংহ সদর এবং উত্তর ও দক্ষিণের সকল থানা সমূহ) রাজধানী এবং জেলার সদর দপ্তর ময়মনসিংহে নির্মাণ করেন শশী লজ নামক রাজবাড়ি। যা 1905 সালে সংস্কার করেন মহারাজা শশীকান্ত আচার্য্য চৌধুরী। যিনি 1920 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে মহারাজা উপাধি পেয়েছিলেন।
মহারাজা সূর্যকান্ত আচার্য্য চৌধুরী শশীলজ সহ সূর্যকান্ত কালাজ্বর গবেষণা কেন্দ্র (এস কে হাসপাতাল), রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথ নির্মাণে 2 লক্ষ রুপী দান করেছিলেন। রাজা জগৎকিশোর আচার্য্য চৌধুরী তার মাতা রাণী বিদ্যাময়ী দেবী নামে বিদ্যাগঞ্জ রেল স্টেশন এবং ময়মনসিংহ শহরে বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। এবং পিতা জমিদার রামকিশোর আচার্য্য চৌধুরীর নামে মুক্তাগাছায় রামকিশোর স্কুল নির্মাণ করেন। মহারাজা শশীকান্ত আচার্য্য চৌধুরী 1905 সালে শশীলজ রাজবাড়ি সংস্কার, আনন্দ মোহন কলেজ নির্মাণে 10000 টাকা অর্থদান করেন। নিজ স্ত্রী রাণী রাজবালার নামে শিল্ড তৈরী,যে শিল্ডের জন্য এককালে ওপার বাংলার মোহন বাগান, ইস্ট বেঙ্গল ক্লাব খেলতে আসতো এই ময়মনসিংহে। এছাড়াও বিদ্যাগঞ্জে রাণী রাজবালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা সহ অনেক জনহিতকর কাজ করেন।
Is Durga Puja or Eid the biggest festival of Bengalis?
তৎকালীন বৃহত্তর ময়য়মনসিং জেলার (16 আনা) মধ্যে অর্ধেক অংশ ( 08 আনা) এর মালিকানা ছিল মুক্তাগাছার মহারাজাদের। এই কারণে মুক্তাগাছা রাজবাড়িকে আটানী জমিদার বাড়ি বলা হয়। মুক্তাগাছার রাজা ভৈরব রায়ের নাম অনুসারে বর্তমান ভৈরব উপজেলার নামকরণ করা হয়। যা ছিল তার জমিদারী এলাকার অন্তর্গত। এছাড়া তৎকালী কাটাখালীতরে ( বর্তমান কিশোরগঞ্জে) তিনি বত্রিশটি তালুক ক্রয় করেন। যার নাম অনুসারে বত্রিশ নামকরণ করা হয়। এখানে এখনো মহারাজার রাজকাচারী আছে।
তৎকালীন কিশোরগঞ্জের প্রামানিক পরিবারের কৃষ্ণদাস প্রামাণিক যার পুত্র নন্দকিশোর প্রামাণিকের নাম অনুসারে কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে ধারণা করা হয় তিনি ছিলেন মুক্তাগাছার মহারাজার দেওয়ান এবং খাজনা সংগ্রাহক। তৎকালীন বাংলায় রাণী ভবানী এবং ভাওয়াল পরগণার জমিদারির পরেই ছিল এই আলাপশাহী তথা মুক্তাগাছার জমিদারীর অবস্থান। সম্ভবত মুক্তাগাছার জমিদারী বাংলার 3য় বৃহত্তম জমিদারী।
![]() |
শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির বা হর রামেশ্বর মন্দির |
উল্লেখ্য জমিদার বাড়ির মন্দিরটি প্রায় 'দখল' হবার পথে ছিলো। কিন্তু "স্থানীয় হিন্দু ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও আরো কিছু হিন্দু সংগঠন মিলে" মন্দিরটিকে এখনো রক্ষা করে রেখেছে।
মুক্তাগাছা কলেজ রোড আটানী জমিদার বাড়ি থেকে ৬ মিটার পূর্বে, জমিদার বাড়ির কেন্দ্রিয় প্রবেশ পথের বাইরে পূর্বের ব্লকে রাজ রাজেশ্বরী মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ‘হর রামেশ্বর মন্দির’ নামেও পরিচিত।মন্দিরের আয়তন ৬.৭ বর্গমিটার। মন্দিরের দেয়ালের প্রশস্ততা প্রায় ২মিটার।
আরো এমন অজানা তথ্য পেতে কমেন্ট করুন...
আর্টিক্যালটি ভালো লাগলে 'শেয়ার' করুন।
Google Translate
History of Muktagachha zamindar house
Muktagachha zamindari is one of the largest and richest zamindari in the Indian subcontinent. The dynasty owned half of the then greater Mymensingh district. The capital of the then Alapsingh / Alapshahi Pargana was Chik, now known as Muktagachha town, formerly known as Purba Binodbari. The boundaries of Muktagachha zamindari extended from Dewanganj to Bhairab in Kishoreganj and from Bhalukar Bhawal Pargana in Meghalaya. During the reign of Murshid Quli Khan, the first independent Nawab of Bengal, Sri Krishna Acharya Chowdhury was the most trusted official of his revenue department.
In 1727, Sri Krishna Acharya Chowdhury leased the zamindari of the then Alapsingh / Alapshahi Pargana from the Nawab. The capital of Alapshahi Pargana is the present Muktagachha town. Srikrishna Acharya Chowdhury, the first zamindar of Alapshahi Pargana (Binodbarai / Muktagachha) can live in his zamindari area. He died in 1734 in Bogra.
After the death of Sri Krishna Acharya Chowdhury in 1734, his four children Ramram, Hareram, Shivram and Vishnuram Acharya Chowdhury moved to this Alapshahi Pargana. They built four separate dwellings for their four brothers on the banks of the river Ayman, a tributary of the Brahmaputra. Zamindari of Muktagachha is a zamindari of 16 shares. Such as- Barahisya, Madhyamahisya, Chhotahisya, Atani Bazar, Dari Char Ani Bazar are notable. Which the four brothers shared together.
The present Muktagachha Rajbari, known as Atani Zamindar Bari, was established in 1734. And the college building next to it is the house of Zamindar Hareram. The Muktagachha Sub-Registry Office is the house of Zamindar Ramram, the Armed Police Battalion is the house of Zamindar Shivram and the house of Zamindar Vishnuram is non-existent but there is a huge lake named Vishnusagar in front of the palace. The zamindars of this zamindari estate once got the titles of Raja, Maharaja, Raybahadur.
Among the members of this dynasty were Raja Ramkishore Acharya Chowdhury, Raja Jagat Kishore Acharya Chowdhury, Maharaja Suryakanta Acharya Chowdhury, Maharaja Shashikanta Acharya Chowdhury.
When Mymensingh district was established on 1 May 1787, Zamindar Raghunandan Acharya Chowdhury donated land in Momenshahi Pargana to the then British government. In 1877, Maharaja Suryakanta Acharya Chowdhury built a palace called Shashi Lodge at Mymensingh, the capital and district headquarters of the then Momenshahi Pargana (Mymensingh Sadar and all police stations in the north and south). Which was reformed in 1905 by Maharaja Shashikanta Acharya Chowdhury. Who received the title of Maharaja from the British Government in 1920.
Maharaja Suryakanta Acharya Chowdhury along with Shashilaj donated Rs. Raja Jagatkishore Acharya Chowdhury established Vidyaganj Railway Station and Vidyamayi Girls' High School in Mymensingh named after his mother Rani Vidyamayi Devi. And father Zamindar Ramkishore built Ramkishore school in Muktagachha in the name of Acharya Chowdhury. Maharaja Shashikanta Acharya Chowdhury financed Rs. He made a shield in the name of his wife Rani Rajbala, for which he used to come to Mymensingh to play East Bengal Club at Mohan Bagan in Upper Bengal. He also did many charitable works including establishment of Rani Rajbala High School in Vidyaganj.
The Maharaja of Muktagachha owned half (08 anna) of the then greater Mymensingh district (16 anna). For this reason Muktagachha Rajbari is called Atani Zamindar Bari. The present Bhairab upazila is named after Bhairab Roy, the king of Muktagachha. Which belonged to his zamindari area. Besides, he bought thirty two talukas in Katakhali (now Kishoreganj). Thirty-two are named after him. There is still Maharaja Rajkachari here.
Krishnadas Pramanik of the Pramanik family of Kishoreganj at that time Kishoreganj was named after his son Nandakishore Pramanik. The zamindari of Rani Bhabani and Bhawal Parganas in Bengal at that time was followed by the zamindari of Alapshahi or Muktagachha. Probably Muktagachha zamindari is the 3rd largest zamindari in Bengal.
![]() |
Sri Sri Raj Rajeshwari Temple or Har Rameshwar Temple |
Note that the temple of the zamindar's house was about to be 'occupied'. But the "local Hindu and Bangladesh Puja Udjapan Parishad and some other Hindu organizations" still preserve the temple.
Muktagachha College Road 6 meters east of Atani Zamindar Bari, outside the central entrance of the Zamindar Bari, the Raj Rajeshwari temple is located in the eastern block. The temple is also known as 'Har Rameshwar Mandir'. The area of the temple is 6.6 square meters. The width of the temple walls is about 2 meters.
Please comment to get more unknown information ...
If you like the article, please 'share'.