Is it not communal behaving | শিবরামপুর
Is it not communal behaving?
![]() |
শিবরামপুর রেলস্টেশন |
শিবরামপুর নামটা আবহমানকাল ধরে থাকলেও নামটা যে হিন্দু নাম সেটা কি করে ৯০ ভাগ "শান্তিবাহিনী" মেনে নিবে? তাই কোনকালে কোথাও আমিরাবাদ নামটা না থাকলেও শিবরামপুর রেলস্টেশনের হয়ে গেছে "আমিরাবাদ"! ফরিদপুরের এই পরিবর্তন একটি ধারাবাহিক সাম্প্রদায়িক নাম পরিবর্তনের অংশ মাত্র। সাংবাদিক প্রবীর শিকদার স্বঘোষিত আওয়ামী লীগার যিনি প্রধানমন্ত্রীকে বোন ডাকেন। যিনি রাজাকার পরিবারের হিন্দু সম্পত্তি দখলের রিপোর্ট করে জেলে গিয়েছিলেন। এখন শিবরামপুরের নাম পরিবর্তনে তার হতাশা দেখলাম। তবু তার মত অনেকেই মনে করেন বিএনপি জামাত ক্ষমতায় আসতে পারলে দেশ "বাংলাস্থান" হয়ে যাবে। তো, এখনো কি কিছু বাকী আছে?