Translate

কি বলেছিলেন নূপুর শর্মা | Nupur Sharma and News

কি বলেছিলেন নূপুর শর্মা | Nupur Sharma and News

কি বলেছিলেন নূপুর শর্মা | Nupur Sharma and News ,bjp spokesperson nupur,bjp leader nupur sharma,nupur sharma prophet,what did nupur sharma say,russia ukraine war russian,metro boomin mother,grand canyon hiker death,nupur sharma comment on muhammad,lifetime movie buried in barstow sequel,nupur sharma comments,hiker dies grand canyon,boyfriend mother ashea,what did nupur sharma say on tv,atlanta rapper trouble,grand canyon bright angel trail death,bon jovi alec john such,metro boomins mother killed,today wordle answer june 5



তিনি সহীহ বুখারী তৌহীদি হাদীসের একটি অংশ (৩৬৯৮) বলেছিলেন। তিনি হাদীসের নাম্বার পর্যন্ত বলেছেন। এমনকি হাদীসটি উদ্ধৃত করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তাহলে সমস্যাটা কোথায়? ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের নামক এক ব্যাক্তি, নূপুর শর্মার বক্তব্য এডিট করে সোশ্যাল মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করেছে- যা ভাইরাল হয়ে গেছে।
যেমন ধরা যাক, কেউ একজন বললো "আমি একটি গরু কিনেছি"। এখন 'কিনেছি' শব্দটি বাদ দিয়ে- মহম্মদ জুবায়ের যদি সেই বক্তব্য উপস্থাপন করে, তাহলে অর্থ কী দাঁড়ায় "আমি একটি গরু"। অর্থাৎ যে ব্যক্তি একটি গরু কিনেছে, ভিডিও এডিটিং-এর বদৌলতে সে নিজেই হয়ে গেল একজন গরু। বিষয়টি ঠিক সেইরকম : মহম্মদ জুবায়ের, নূপুর শর্মার বক্তব্য এডিট করে প্রমাণ করার চেষ্টা করেছে যে, নূপুর শর্মা তাদের পয়গম্বরকে অপমান করেছেন।


এর পরের ঘটনা সবার জানা, ভারতে বসবাসকারী মহম্মদ জুবায়েরের স্বজাতিরা 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়ে পাথর ছুঁড়তে আরম্ভ করে। সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের ধর্ষকামীদের পুরুষাঙ্গ উত্থিত হয়ে যায়! তারপর তো অনেক অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনাই ঘটলো!
নূপুর শর্মা আইনের ছাত্রী ছিলেন। তিনি লন্ডনের 'স্কুল অফ ইকোনমিকস'-এ পড়াশোনা করেছেন। এহেন উচ্চশিক্ষিতা আইন-বিশারদ একজন নেত্রীর পক্ষে- ভিন্ন ধর্মের প্রবর্তক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা কী সম্ভব! এই বিষয়টা ভারতের ক্ষমতাসীন দলের প্রথম থেকেই মাথায় রাখা উচিত ছিল।
'কান নিয়েছে চিলে' - শুনে সবাই চিলের পিছনে ছুটছে; কিন্তু মুখমণ্ডলে হাত দিয়ে কেউ দেখছে না যে, কানটা ঠিক জায়গায় আছে কিনা! যে মহম্মদ জুবায়ের এ্যটম বোমার সুইচে টিপ দিয়ে তাণ্ডবলীলা শুরু করে দিল - সেই মহম্মদ জুবায়ের কিন্তু রয়ে গেছে, ধরাছোঁয়া ও আলোচনার বাইরে।

Share


Nupur Sharma and News

কি বলেছিলেন নূপুর শর্মা | Nupur Sharma and News ,bjp spokesperson nupur,bjp leader nupur sharma,nupur sharma prophet,what did nupur sharma say,russia ukraine war russian,metro boomin mother,grand canyon hiker death,nupur sharma comment on muhammad,lifetime movie buried in barstow sequel,nupur sharma comments,hiker dies grand canyon,boyfriend mother ashea,what did nupur sharma say on tv,atlanta rapper trouble,grand canyon bright angel trail death,bon jovi alec john such,metro boomins mother killed,today wordle answer june 5
He narrated a part of Sahih Bukhari Tawhidi Hadith (3696). He even said the number of the hadith. He even apologized for quoting the hadith. So where is the problem? Mohammad Jubayer, co-founder of the fact-checking website Alt News, has edited Nupur Sharma's statement and misrepresented it on social media - which has gone viral.
For example, someone said, "I bought a cow." Now omitting the word 'bought' - if Mohammad Zubayr presents that statement, then what is the meaning of "I am a cow". That is, the person who bought a cow, thanks to video editing, became a cow himself. The point is exactly this: Mohammad Jubayer has tried to prove by editing Nupur Sharma's statement that Nupur Sharma has insulted their prophet.


After this, everyone knows that the relatives of Mohammad Zubair, who lives in India, started throwing stones with the slogan 'Pakistan Zindabad'. Immediately the penis of the rapists of the Middle East grew! Then a lot of unwanted unpleasant things happened!

Nupur Sharma was a law student. He studied at the School of Economics in London. It is not possible for such a highly educated legal expert to make offensive remarks about a promoter of a different religion! This is something that the ruling party of India should have kept in mind from the very beginning.
'Chile has taken the ear' - everyone is running after Chile; But no one is looking at the face with their hands to see if the ear is in the right place! Mohammed Jubayer, who started the violence by tipping the switch on the atom bomb, is still out of reach and out of the discussion.


Share This Article

Next Post Previous Post
6 Comments
  • নামহীন
    নামহীন ৬:৪৭ PM

    "পুরুষাঙ্গ উত্থিত হয়ে যায়" - তথাকথিত প্রগতিশীলদের ভাষা সর্বদা এইরকম হয় কেন? সাধারণ একটা কথাকেও সুস্থ মানুষের ভাষায় না বলে এমন যৌনতার ল্যাপ্টালেপ্টি জুড়ে দিতে হয় কেন? কেন তাদের পারিবারিক শিক্ষা এতটা নিম্ন মানের?

    • নামহীন
      নামহীন ৭:২৯ PM

      সর্বপ্রথম শুরু করেছে উগ্রবাদী এক মোল্লা। বার বার থামতে বলাতেউ থামেনি। সেই সুবাদে নূপুরজী সহি বুখারি, ভলুম-৭, বই -৬২, হাদিস নং- ৬৫ এর সত্য ঘটনাটি বলেন। যদি এটাই যদি তার অপরাধ হয় তবে একই বক্তব্যের জন্য জাকির নায়েক ও এই হাদিসকে ব্যান করা উচিত বলে সারা মুসলিম বিশ্ব মনে করে।

  • নামহীন
    নামহীন ১:৫৪ PM

    মধ

    • নামহীন
      নামহীন ১:৫৫ PM

      মধ্যপ্রাচ্যে থেকে যখন শ্রমিক ফিরিয়ে দিবে ধর্ষকামীরা তখন বুঝবে টেলা।

  • নামহীন
    নামহীন ১০:১৮ PM

    এরা ধর্ম নিয়ে দালালি করে আর নিজেদের টিআরপি বাড়ায়। সাধারণ মানুষ জ্বলে পুড়ে মরে।
    এই নুপুর সুর্মা একজন সাম্প্রদায়িক ধর্মীয় হিংসা ছড়ানো ব্যাক্তি। যার কারণে আমাদের দেশে সঙ্গে বিদেশেওআমাদের মাথা হেঁট হয়েছে। অবিলম্বে এই নুপুর কে আইনি সাজা দেওয়া দরকার।
    এই নোংরা মানুষদেরজন্য আমাদের দেশের মানুষের এতো দুর্দশা।

    • নামহীন
      নামহীন ১২:১৩ PM

      একপাক্ষিক আলোচনা কেন করেন? টিভি শোটা দেখছিলেন ? ওখানে যে মৌলভি আগে শুরু করেছে সেটার নাম নেননা। হিন্দু হলেই দোষ? এতো হিন্দুফোবিক কেন আপনারা? আরও তো জাতিয়া আছে পৃথিবীতে। তারা তো আপনাদের মত এত উগ্রবাদ করেনা।

Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।