ক্ষমা চেয়েও নুপুর শর্মার নিস্তার নেই | Nupur Sharma and Sarkar
ক্ষমা চেয়েও নুপুর শর্মার নিস্তার নেই
ক্ষমা চেয়েও নুপুর শর্মার নিস্তার নেই, দেশ-বিদেশ থেকে অনবরত প্রাণনাশের হুমকি আসছে। বিজেপির তাকে দল থেকে বহিষ্কার করেছে। আরএসএস প্রধান হুমকি প্রদানকারীদের চরণে তৈল মর্দন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবুও পুঁচকে দেশ "কাতার" ভারতীয় রাষ্ট্রদূতকে ধমক দিয়েছে। ভারত সরকারের থরহরি কম্প উঠে গেছে!
অথচ দেখুন, চীন কিন্তু কাতারের ধর্মগ্রন্থ প্রচার নিষিদ্ধ করেছে; তাদেরকে ধর্ম পালন করতে দিচ্ছে না; তাদের ধর্মীয় চিহ্ন ও ধর্মীয় পোশাক ব্যবহার করলে কঠোর শাস্তি দিচ্ছে; এমনকি তাদের উপাসনালয়গুলো পর্যন্ত পাবলিক টয়লেটে পরিণত করেছে। কাতারের সাহস থাকে তো চীনের রাষ্ট্রদূতকে তলব করে দেখাক! ক্ষুদ্র দেশ কাতার সাহস পাবে না। কারণ তাদের ধর্মের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তুরস্কের সুলতান এরদোয়ান একবার চীনকে বলেছিলেন, 'দয়া করে আমাদের ধর্মালম্বীদের প্রতি একটু মানবিক আচরণ করুন।' জবাবে চীন বলেছিল, 'আমাদের দিকে যারা চোখ তুলে তাকায়, তাদের চোখ আমরা তুলে দেই।' সুলতান এরদোয়ান চীনে ছুটে গিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।
চীন না হয় সুপার পাওয়ার। আটান্ন লাখ জনসংখ্যার ছোট্ট দেশ ডেনমার্ক। ডেনমার্কের জাতীয়তাবাদীরা কাতারের ধর্মগ্রন্থ পুড়িয়েছে; কেবল তা-ই নয়, তারা পাশের দেশ সুইডেনে গিয়ে পর্যন্ত কাতারের ধর্মগ্রন্থে আগুন দিয়েছে। কাতার কিন্তু ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করতে সাহস পায়নি।
নেহেরু-ইন্দিরা সরকার বলতো, 'মিডেল ইস্ট-কে আমরা ভয় পাই। আমরা আতঙ্কে থাকি, কখন মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নষ্ট হয়ে যায়...'
কংগ্রেস সরকার এখন অতীত। বিজেপি-আরএসএস সরকারও কংগ্রেসের সুরেই কথা বলছে, 'মধ্যপ্রাচ্যের উপর আমরা নির্ভরশীল। সৌদি আরব ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত C A A বাস্তবায়ন করতে পারবো না ...'
মধ্যপ্রাচ্যে ধনী রাষ্ট্র মাত্র চারটা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার। চারটি দেশের সম্মিলিত জনসংখ্যা পাঁচ কোটির মতো। এগুলোর মধ্যে সৌদি আরবের জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি।
তেল নির্ভর এই চারটি আরব দেশের জনসংখ্যা ও অর্থনীতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে তুলনীয়। কিন্তু দক্ষিণ কোরিয়ায় তেল সম্পদ নেই, বলতে গেলে কোন প্রাকৃতিক সম্পদই নেই। দীর্ঘ পরাধীনতার পর দক্ষিণ কোরিয়া আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরে পেয়ে, পঞ্চাশের দশকে যখন ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করছিল; সেই সময় - উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া মিলে, দক্ষিণ কোরিয়া দেশটাকে দখল করে নিয়ে একেবারে শ্মশানে পরিণত করে ফেলেছিল।
History of Muktagachha zamindar house
আমেরিকান নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী যুদ্ধ করে দক্ষিণ কোরিয়াকে স্বাধীন করে দিয়েছে। সেই দক্ষিণ কোরিয়া শুধুমাত্র জ্ঞান শক্তিকে পুঁজি করে আজ - জাপান, ইউরোপ ও আমেরিকাকে টেক্কা দিচ্ছে। ১৪০ কোটির বিশাল জনশক্তি নিয়ে ভারত কী করলো? এখনো যদি ভারতকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের দিকে তাকিয়ে থাকতে হয়!
সবার সাথে শেয়ার করুন।
Nupur Sharma has no choice but to apologize, death threats are constantly coming from home and abroad. The BJP has expelled him from the party. The RSS is tired of rubbing oil on the feet of major intimidators. However, the tiny country "Qatar" has threatened the Indian ambassador. The Indian government has trembled!
Bangla Mahabharat (2013) TV Series
However, China has banned the propagation of Qatari scriptures; Not allowing them to practice religion; Strict punishment for using their religious symbols and religious attire; They have even turned their places of worship into public toilets. If Qatar has the courage to summon the Chinese ambassador! The small country Qatar will not have the courage. Because Sultan Erdogan of Turkey, the most powerful state in their religion, once said to China, "Please be kind to our followers." In response, China said, "We lift the eyes of those who look up to us." Sultan Erdogan fled to China and expressed his sorrow.
China is not a super power. Denmark is a small country with a population of 58 million. Danish nationalists burn Qatari scriptures; Not only that, they set fire to Qatari scriptures until they went to neighboring Sweden. Qatar, however, did not dare to summon the Danish ambassador.
The Nehru-Indira government used to say, 'We are afraid of the Middle East. We are terrified when the labor market in the Middle East collapses ... '
The Congress government is now past. The BJP-RSS government is also speaking in the tone of the Congress, 'We depend on the Middle East. I will not be able to implement C A A until Saudi Arabia gives clearance ... '
There are only four rich states in the Middle East. Saudi Arabia, United Arab Emirates, Kuwait and Qatar. The combined population of the four countries is about five crores. Of these, the population of Saudi Arabia is about three and a half crore.
The population and economies of these four oil-dependent Arab countries are comparable to those of South Korea. But South Korea has no oil resources, let alone natural resources. After a long period of subjugation, South Korea regained its right to self-determination, in the 1950s, when it was struggling with hunger and poverty; At that time - North Korea, China and Russia together, South Korea occupied the country and turned it into a crematorium.
History of Muktagachha zamindar house
American-led multinational forces have fought and liberated South Korea. That South Korea is only competing with the power of knowledge today - Japan, Europe and America. What did India do with a huge manpower of 140 crores? If only India had to look at the labor market in the Middle East!
Share with everyone.
"nupur sharma opindia" "nupur sharma bjp"
"nupur sharma twitter" "nupur sharma wikipedia"
"nupur sharma instagram" "nupur sharma opindia husband"
"nupur sharma marriage" "nupur sharma bjp instagram"
"nupur sharma husband vinay sharma" "dr nupur sharma"
"alka lamba priyanka chaturvedi nupur sharma" "dr nupur sharma zirakpur"
"nupur j sharma" "nupur j sharma opindia" "nupur j sharma husband"
"nupur j sharma wikipedia" "nupur j sharma opindia husband"
"nupur j sharma bjp" "nupur j sharma husband name"