যে ঈশ্বর ঘৃণা করে pdf বাংলা বই - ওয়াফা সুলতান
যে ঈশ্বর ঘৃণা করে pdf বাংলা বই - ওয়াফা সুলতান
A God Who Hates pdf Bangla Book - Wafa-Sultanঅনুবাদঃ শ্রীজীব বিশ্বাস
সবশেষে, আমার প্রিয় ভাগ্নী ‘মায়াদা’র স্মৃতিতে, যে তার জীবনকে সংক্ষিপ্ত করেছিল আত্মহত্যা করে, ইসলামি শরীয়া আইন অনুযায়ী যার উপরে নারকীয় বিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা থেকে বাঁচতে। তার বিষাদময় কাহিনী শাশ্বত অনুপ্রেরণা হােক তাদের সবার, যারা মুক্ত সমাজে বাঁচার সুযােগ পেয়েছে। তার কাহিনী সাহস দিক তাদের যারা অত্যাচারের শিকার হয়েছে—বিশেষত মেয়েরা—প্রকৃত তথ্য জানতে এবং ভয় ও শঙ্কাকে অতিক্রম করার চেষ্ট করতে। যাদের সাহস ন্যায়ের আদর্শ এবং বাকস্বাধীনতাকে উর্ধ্বে তুলে ধরে—মায়াদার কাহিনী, এবং এমনি আরাে হাজার কাহিনী, যাদের কথা কখনাে বলা হয়নি, মুসলিম বিশ্বে নারীর প্রতি যে অন্যায় এবং অনৈতিক আচরণ করা হয় তার বিরুদ্ধে সরব হতে তাদেরকে সাহসী করে তুলুক।
Share with your friends