প্রফেট মুহাম্মদের প্রতিদ্বন্দি দুজন নবী ছিলেন | Prophet Muhammad's rivals were two prophets
প্রফেট মুহাম্মদের প্রতিদ্বন্দি দুজন নবী ছিলেন
প্রফেট মুহাম্মদের প্রতিদ্বন্দি দুজন নবী ছিলেন:
তুলায়হা এবং মুসায়লামা। তাদের উম্মদদের সংখ্যা মুহাম্মদ জীবিতকালেই ছিল বিস্ময়কর রকমের বেশি। নবী মুসাইলামার সাহাবীদের নিয়ে গঠিত বাহিনীর সংখ্যা ছিল চল্লিশ হাজার! এ থেকে তার উম্মদের সংখ্যা অনুমান করা যায়।
নবী তুলায়হা এবং মুসায়লামা দুজনের কাছেই 'জিব্রাইল' আসত; অর্থ্যাৎ তারা সেটা দাবী করতেন। মুসায়লামা তার উম্মদদের কাছে, তার সাহাবীদের কাছে কি বলতেন সেটা শুনলে তাকে কথিত ‘সহি নবী’ থেকে আলাদা করা যায় না। মুসায়লামা তার সাহাবীদের কাছে বলতেন, ‘বিচার দিবসে তিনি (আল্লাহ) তোমাদেরকে মুক্তি দিবেন ও জীবন দান করবেন। সৎ ও নেক লোকদের মঙ্গল দোয়া আমাদের উপর বহাল আছে। যারা পাপিষ্ঠ ও দুরাচার নয়, তারা তোমাদের মহান রবের উদ্দেশ্যে রাত জেগে ইবাদাত করে এবং দিনের বেলা সওম পালন করে। তিনি মেঘমালা ও বৃষ্টিপাতের নিয়ন্ত্রক। তোমরা মদ পান করো না, বরং হে নেকদার লোকেরা তোমরা সওম পালন করো। আল্লাহ মহাপবিত্র।
সতীদাহ কি হিন্দু ধর্মের প্রথা?(মুসলিমদের কুটক্তির জবাব)
মুসায়লামার উপর নাযিলকৃত ওহি কুরআনের মতই কিছু পদ্য ছিল। মুসায়লামা তার উপর নাযিলকৃত ওহি আবৃত্তি করতেন। যেমন: ‘তুমি কি লক্ষ করেছো তোমার রব গর্ভধারীনির সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি তাদের মোটা পর্দা ও তীক্ষ্ম পর্দার মাঝ থেকে চলমান শিশু বের করেছেন’। আশ্চর্য যে এসব শুনেই মানুষ তার উপর বিশ্বাস আনত। তারা মুগ্ধ হয়ে বলত, আমি সাক্ষ দিচ্ছি যে আপনি আল্লাহ’র নবী! (দেখুন:আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, ষষ্ঠ খন্ড, পৃষ্ঠা ৪৭৮ থেকে)।
নবী তুলায়হা নবী মুসায়লামা দুজনের উম্মদরাই নামাজ পড়ত। তারা সকলেই তাদের নবীদের জন্য মরতে প্রস্তুত ছিল এবং তারা সেটা করেও দেখিয়েছে। খালিদ বিন ওয়ালীদের বাহিনীর নৃশংসতার কাছেও তারা তাদের নবীর উপর থেকে আস্থা ত্যাগ করেনি। কিন্তু ইতিহাস ছিল প্রফেট মুহাম্মদের পক্ষে। তিনি বিজয়ী হয়েছিলেন। তবে সেটা তিনি জীবিত অবস্থায় নয়। তিনি বেঁচে থাকাকালেও এই দুইজন নবী বেঁচে ছিলেন। প্রফেট মুহাম্মদ মারা যাবার ষাট দিনের মধ্যে ইসলামের জন্য টিকে থাকাই কঠিন হয়ে পড়ে। একদিকে মুসলমানরা দলে দলে ধর্ম ত্যাগ করে ফেলছিল। অন্যদিকে তুলায়হা আর মুসায়লামা নবীর শক্তিশালী অবস্থান ইসলামের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দেয়। সেনাপতি খালেদ বিন ওয়ালী বলতে গেলে ইসলামকে রক্ষা করেছিলেন একা। এই লোকটি ছিল একটি নরপিশাচ। ইসলাম ত্যাগীর মাথা কেটে চুলার তিন মাথার একটি হিসেবে সেই কাটা মন্ডু বসিয়ে তার উপর হাড়ি রেখে তিনি নিজের জন্য খাবার রান্নার ব্যবস্থা করেছিলেন। হতভাগ্য লোকটির সদ্য বিধ্বা স্ত্রীকে ধর্ষণও করে খালিদ। তার এই নৃশংসতায় স্বয়ং হযরত উমার পর্যন্ত ক্ষুব্ধ হয়ে ছিলেন।
নবী মুসায়লামার পরাজয় এবং মৃত্যু ঘটে:
এটা তার নবীত্বে ভুয়াত্বকে নাকি প্রমাণ করে। যুক্তিবাদীর চোখে এটা সহজ সত্য। কারণ মুসায়লামা আকাশের দিকে চেয়ে যে আল্লাহর কাছে সাহায্য চাইত তার কোন অস্তিত্বই ছিলো না। তাই তাকে কেউ এসে রক্ষা করেনি। এখানেই মুসলমানরা ‘ভুয়া নবী’ কথাটা বানাতে শুরু করে। কিন্তু এটাই যদি হয় ভুয়া নবীর সংজ্ঞা তাহলে ৬৮৩ সনে উমাইয়া বংশ যখন কাবাঘর পুড়িয়ে দিয়েছিল তখন আকাশের কোটি কোটি ফেরেস্তারা কেন সেটা রক্ষা করতে আসল না? আবদুল্লাহ বিন যুবাইর যখন নিজের হাতে কাবাঘরকে ভেঙ্গে হজরে আসওয়াদ নিজের অধিকারে নিয়েছিলেন তখন তো আকাশ থেকে কোন গজব এসে নামেনি? ৬৯২ সনে হাজ্জাজ বিন ইউসুফের হামলায় কাবা ভেঙ্গে যাবার পরও আকাশের অধিবাসীরা কেন পিনপতন নিরবতা পালন করলেন? ৯৩০ সনে আরেক আক্রমনে জমজমের কুপে মাটি ফেলে বুজিয়ে দেয়া হয়েছিল- কি ঘটেছিল তার পরিপেক্ষিতে? কিছুই নয়। তবু জয়ীরা ইতিহাস লেখে বলে তাতে কোন প্রশ্ন উঠে না। মুসায়লামা মারা যাবার পরও যদি তার সাহাবীরা জিতে যেতো, আরব ব-দ্বীপ দখল করে নিতো- তাহলে তাদের নবী মুসায়লামা হতো ‘মানব জাতির পাপ কাঁধে নিয়ে আত্মৎসর্গকারী মহান এক নবী’! বাকীরা হতো সব ...............।
অন্যান্য পোষ্টঃ
Prophet Muhammad's rivals were two prophets
Prophet Muhammad's rivals were two prophets:
Tulaiha and Musailama. The number of their followers was surprisingly high during Muhammad's lifetime. The number of forces consisting of the Companions of the Prophet Musailama was forty thousand! From this the number of his ummah can be estimated.
Gabriel used to come to both Prophet Tulaiha and Musailama; That is, they demanded it. Listening to what Musailama used to say to her followers, to her companions, she cannot be separated from the so-called 'Sahih Nabi'. Musailama used to say to his companions, ‘On the Day of Judgment he (Allah) will set you free and give you life. The blessings of honest and virtuous people are upon us. Those who are sinful and unrighteous do not worship your Lord at night and fast during the day. He is the controller of clouds and rainfall. Do not drink wine, but fast, O righteous ones. Glory be to God!
সতীদাহ কি হিন্দু ধর্মের প্রথা?(মুসলিমদের কুটক্তির জবাব)There were some verses similar to the Qur'an revealed to Musailama. Musailama used to recite the revelation revealed to him. Such as: ‘Have you noticed how your Lord has treated the pregnant woman? He pulled out the baby running between their thick screen and the sharp screen. ' Surprisingly, people believed in him. They were fascinated and said, "I bear witness that you are the Prophet of Allah!" (See: Al-Bidaya wan Nihaya, Ibn Kathir, Volume VI, from page 478).
Both the followers of the Prophet Tulaiha and the Prophet Musailama used to offer prayers. They were all ready to die for their prophets, and they did. They did not lose faith in their prophet even in the face of the brutality of Khalid bin Wali's forces. But history was in favor of Prophet Muhammad. He was the winner. However, he is not alive. These two prophets survived while he was alive. Within sixty days of Prophet Muhammad's death, it became difficult for Islam to survive. On the one hand, Muslims were abandoning their religion in groups. On the other hand, the strong position of Tulaiha and Musailama became a threat to the existence of Islam. General Khaled bin Wali defended Islam alone. This guy was a monster. He cut off the head of the apostate Islam, placed the cut mandu as one of the three heads of the stove, and placed the bone on it, so that he could cook for himself. Khalid also raped the unfortunate man's newly widowed wife. Hazrat Umar himself was outraged by his atrocities.
Prophet Musailama was defeated and died:
Or does it prove the futility of his prophethood? In the eyes of the rationalist, this is the simple truth. Because Musailama, who looked to the sky and asked Allah for help, did not exist. So no one came to save him. It was here that Muslims began to coin the term 'false prophet'. But if this is the definition of a false prophet, then when the Umayyad dynasty burned down the Kaaba in 683, why didn't the billions of angels in the sky come to save it? When Abdullah bin Zubayr broke the Kaaba with his own hands and took possession of Hazrat Aswad, then no anger came down from the sky? Why did the inhabitants of the heavens observe the pin drop silence even after the Kaaba was destroyed by the attack of Hajjaj bin Yusuf in 692 AD? In another attack in 930, Zamzam's well was razed to the ground - what happened to it? Nothing. However, there is no question that the winners have written history. If after the death of Musailama his companions had won and occupied the Arabian Peninsula, then their prophet Musailama would have been "a great prophet who sacrificed himself for the sins of the human race"! The rest would be all ...............