Translate

বি-বাড়িয়া না লিখে ব্রাহ্মনবাড়িয়া লিখতে মন্ত্রিপরিষদের নির্দেশনা | Prothom Alo

বি-বাড়িয়া না লিখে ব্রাহ্মনবাড়িয়া লিখতে মন্ত্রিপরিষদের নির্দেশনা | Prothom Alo

B-Bariya না লিখে ব্রাহ্মনবাড়িয়া লিখতে মন্ত্রিপরিষদের নির্দেশনা,Bengal Hindus,Prothom Alo,


ব্রাহ্মণবাড়িয়াকে এতদিন সাম্প্রদায়িক কারণে সংক্ষেপ "বি-বাড়িয়া" লেখা হতো। জেলা প্রশাসক স্বয়ং বলেছেন, একটা মহল ইচ্ছে করে ব্রাহ্মণ লিখতে চাইত না। জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম প্রথম আলোকে বলেন, সূচনালগ্ন থেকেই এই জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া।

কিন্তু একটি মহল এটাকে বি-বাড়িয়া হিসেবে প্রচার করছে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরসূচিতেও অনেক সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বি-বাড়িয়া লেখা হয়। মহাসড়কে স্থাপিত ওভারহেড ডিরেকশনাল সাইনবোর্ড ও কিলোমিটার পোস্টে বি-বাড়িয়া লেখা হয়।

তাই মন্ত্রিপরিষদ বিভাগ এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর এ বিষয়ে নির্দেশনা জারির জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।