Translate

রবার্ট ওপেনহেইমার ও গীতা | Robert Oppenheimer or Gita

রবার্ট ওপেনহেইমার ও গীতা | Robert Oppenheimer or Gita

রবার্ট ওপেনহেইমার ও গীতা | Robert Oppenheimer or Gita


গল্পের নাম কে জানতো হয়তো পবিত্র গীতার মাহাত্ম্য বুঝেই তিনি যে পৃথিবীর প্রথম পরমাণু (নিউক্লিয়ার) বোম আবিস্কার করে ফেলবেন। লেখাটি আবার পড়ুন। শুরু 22 এপ্রিল 1904। নিউইয়র্ক শহরে বাস করা ওপেনহেইমারের পরিবারে এক শিশুর জন্ম হয়। নাম রাখা হল রবার্ট। রবার্ট ওপেনহেইমার। বয়স যতই বাড়ছিলো তার একাকিত্ব টাও বাড়ছিলো। আর একাকিত্বও পরিস্থিতির কারণে তার ভেতর আত্মঘাতী সিন্ধান্ত গুলোও বাড়তে থাকে। বলা হয়ে থাকে একবার ক্লাসে শিক্ষকের টেবিলের ওপর বিষ ঢুকানো কলম রেখে দিয়েছিলো ওপেনহেইমার। একবার ওর বন্ধু ফ্রান্সেস ফার্গুসনের ওপর কোনো কথা ছাড়াই চড়াও হয়ে বন্ধুকে মারতে লাগলো।

বড় হতে হতে পরিস্থিতি এমন হয়ে ওঠে যে 20 বছর বয়সে রবার্ট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তো সেখানে তার এসব পাগলামি কর্মকাণ্ড দেখে সবাই ধরে নেয় যে রবার্টের স্ক্রেজোফ্রেমিয়া আছে। এটি এক গম্ভীর মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যা জনিত রোগ। বিজ্ঞানের ছাত্র রবার্ট কেমব্রিজে পড়া অবস্থা তেই আন্স রাদার ফোর্ডের সাথে ওনার ল্যাবে কাজ করতে চেয়েছিলো। কিন্তু রবার্ট রাদারফোর্ডের মন জয় করতে পারেনি তাই রাদারফোর্ড উনার ল্যাবে রবার্ট কে নিবে না বলে জানিয়ে দেয়। কেমব্রিজে পড়া শেষ করে রবার্ট যখন গটিনহন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন পরিস্থিতি এমন হয়ে দাড়ায় যে কিছুদিন পরই ক্লাসে থাকা রবার্টের সহপাঠিরা প্রধান প্রফেসর কে একটি চিঠি লিখে বসে।

ছাত্রদের দাবী ছিলো হয় ক্লাস প্রফেসর রবার্ট কে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করবে না হয় ছাত্ররা ক্লাস বয়কট করবে। একটা অপমান, লজ্জা ও বিচলিত হওয়া রবার্ট তার ভাই ফ্রেনক্স ওপেনহেইমার (পদার্থ বিজ্ঞানী) কে হয়তো বলেছিলো আমার বন্ধু দের থেকেও আমার ফিজিক্স (পদার্থ বিজ্ঞান) বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যা সর্বদা একাকিত্ব মনোভাব নিয়ে চলা রবার্ট বন্ধুদের থেকেও ফিজিক্স কে বেশি ভালোবাসতে থাকে। আর সময় যত যাচ্ছিলো ততই রবার্ট পদার্থ বিজ্ঞানের ওপর পারদর্শী হতে থাকে। সামনে যেতে যেতে একটা সময় রবার্ট, হ্যা এই রবার্ট ওপেনহেইমারই পৃথিবীর প্রথম নিউক্লিয়ার বোম আবিস্কার করে দেখায় । হ্যা, পৃথিবীর প্রথম পরমাণু বোম। এই রবার্ট ওপেনহেইমারই পৃথিবীকে প্রথম নিউক্লিয়ার এনার্জির মত সম্ভাবনাময় জ্ঞান প্রদান করে। পারব না শব্দটির মত বাক্য ছেড়ে দাউ। কে বলেছে আকাশের মত উচ্চতা কে জয় করা যায় না। রবার্ট ওপেনহেইমার।

একাকিত্ব রবার্ট ওপেনহেইমার , সকলের মুখে পাগল রোগী শোনা রবার্ট ওপেনহেইমার ছোটবেলা থেকেই জিনিয়াস ছিলো। ছোটবেলায় যখন অন্য সহপাঠিরা ১ বছরে ১ টি ক্লাস শেষ করতো তখন রবার্ট ওপেনহেইমার 1 বছরেই 1 এর অধিক ক্লাস শেষ করে ফেলতেন। মাত্র 23 বছর বয়সেই পিএইচডি শেষ করে ফেলে। পিএইচডির ওরাল পরিক্ষা দেওয়ার সময় উনার পরিক্ষা নিচ্ছিলেন নোবেল প্রাইজ বিজয়ী জেমস ফ্রেনক। কয়েকঘন্টা ধরেই পরিক্ষা চলছিলো। যখন পরিক্ষা শেষ হল তখন রবার্ট ওপেনহেইমারের কারণে জেমস ফ্রেনকের বুকে হতাশার গ্লানি দূর হয়। নিজের বুকে হাত রেখে বললো thank god ভাগ্য ভালো পরিক্ষা শেষ হয়ে গিয়েছে না হয় আরেকটু দেরি করলেই রবার্ট আমার প্রশ্নের জালে আমাকেই ফাসিয়ে দিতো।


অনেক ইন্টেলিজেন্ট ছিলো রবার্ট ওপেনহেইমার। পড়ালেখা শেষ করার পর রবার্ট যখন আমেরিকায় আসে তখন একটি নয় দুটি ভার্সিটি থেকে পড়ানোর অফার আসে। একটি ক্যালেফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি এবং অপরটি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্গলে।পড়ানোর জন্য দুই জায়গা থেকে এতটাই অনুরোধ আসছিলো যে পরিশেষে রবার্ট দুই জায়গাতেই শেয়ারিং ব্যাচে পড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

পড়ানোর সময় students দের প্রিয় শিক্ষক হয়ে যান। বিজ্ঞানী রুপে নানান ছাত্রকে তৈরি করেছিলেন তিনি এবং পাশাপাশা নিজেও একজন বিজ্ঞানী হিসেবে এগিয়ে চলতে থাকে। গবেষনা করতে থাকে ভাগবত গীতা, থ্রেডিক্যাল এস্ট্রোনমি, নিউক্লিয়ার ফিজিক্স, কোয়ান্টাম ফিল্ড থিউরি এবং কোয়ান্টাম ইলেকট্রো ডায়নামিক নিয়ে। বলা হয়ে থাকে গীতার মহত্ত্ব জানার জন্য তিনি পুরো সংস্কৃত ভাষাটাই শেখে ফেলেন। সংস্কৃত শিখে ভাগবত গীতা নিয়ে গবেষণা চালাতে চালাতে ফিজিক্স ও অন্যান্য বিষয়ের এর ওপর উনার গবেষণার দ্বার খুলে যায়। আর এই জ্ঞান অর্জন করেছিলেন রবার্ট যাকে একটা সময় পাগল বলা হত।



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ঘোষণা দেয় যে আমি এমন এমন এক আঘাত করবো যেটা দিয়ে আমেরিকা ব্রিটিশ সহ সবাই ধবংস হবে। হিটলারের সেই ভাষণ আমেরিকান সরকার গুরুত্বের সাথে নেয় এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সি আই এ ও ব্রিটিশ গোয়েন্দা একসাথে মিলে হিটলারের দেওয়া সেই ভাষণের কারণ জানতে গোয়েন্দা নজরদারি চালায়। গোয়েন্দারা তাদের দেশের সরকারকে চারটি ধারণা দেয়। হয় হিটলার ভয় দেখাচ্ছে। না হয় হিটলার কোনো অস্ত্র বানাচ্ছে। না হয় মিথ্যে কথা বলে দূর্বল করাতে চাচ্ছে না হয় অন্য কোনো কারণ। এদিকে আমেরিকার পদার্থ বিজ্ঞানী আইনষ্টাইনের কাছে তথ্য আসে জার্মানির বিজ্ঞানীরা পরমাণু অস্ত্র বানানোর জন্য কাজ করছে। আইনষ্টাইনের মনে ভয় ছিলো এই বিশ্বযুদ্ধে জার্মানির হিটলার মিত্শক্তি গুলোকে ধূলিসাৎ করে দেবে।


তাই আইনষ্টাইন আমেরিকানন সরকারকে হিটলারের বিষয়ে সতর্ক করে। এদিকে আমেরিকার সরকার বিষয়টি গুরুত্বের সাথে নেয় এবং তাদের গোয়েন্দাদের দেওয়া চারটি ধারণার মধ্যে অস্ত্র বানানোর ধারণা টাই হতে পারে। সবার ভেতরেই ভয় ছিলো বিজ্ঞানের এই নতুন আবিস্কারের ফায়দা যাতে হিটলার উঠাতে না পারে। হিটলার যাতে বাজি জিতে না যায়। আর এই ভয়ের কারণেই আমেরিকান সরকার ম্যানহাটন নামক প্রকল্প চালু করে। উদ্দেশ্য ছিলো পৃথিবীর প্রথম পরমাণু বোম বানানোর। কিন্তু এই কাজ এত সহজ ছিলো না। অনেক মুশকিল ছিলো। বিজ্ঞানের এই নতুন আবিস্কার বানানোর সম্ভাবনা শুধু চিন্তার মধ্যেই ছিলো। বাস্তবে বানানোর সম্ভাবনার কথা কেউই বলতে পারছিলো না। কিন্তু এই অসম্ভব কাজকে সম্ভব করতে আমেরিকান সরকার রবার্ট ওপেনহেইমার কে ঠিক করে। আমেরিকার এই সিদ্ধান্তে অবাক হয়ে যায় সিনিয়র বিজ্ঞানীরা সহ অন্যান্য বিজ্ঞানীরা।


সবার মনেই প্রশ্ন জাগতে শুরু হল রবার্ট ওপেনহেইমার কেই কেন ঠিক করা হল?


রাশিয়ার সাথে কমিউনিস্ট কানেকশন প্রমাণ হওয়া সত্ত্বেও রবার্ট ওপেনহেইমার কেই আবার কেন দায়িত্ব দেওয়া হল?


রবার্ট ওপেনহেইমারই বা কেন! যখন সবাই জানতো উনার ভেতর কোনো অনুভব জ্ঞানই নেই এত বড় প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার।


কিন্তু এতগুলো প্রশ্নের উত্তর একটাই ছিলো আর তা হল রবার্ট ওপেনহেইমার এমনি এক বিজ্ঞানী ছিলেন যার ভেতর পদার্থ বিজ্ঞানের মত জ্ঞানই শুধু নয় অন্যান্য সমস্ত ক্ষেত্রের জ্ঞানও পুরোপুরি জানা ছিলো।রবার্ট ওপেনহেইমার এই কারণেই ছিলো যার ভেতর গভীর তৃষ্ণা ছিলো কোনো কিছুকে আলাদা করার, কোনো কিছুকে বড় করে তোলার এবং বিজয় অর্জন করার।


রবার্ট ওপেনহেইমার এই কারণেই যে উনার ভেতর কোনো কষ্টই ছিলো না এই ব্যাপারে যে এই মানব বিনাশকারী বোম আবিস্কার করার কাজে সহায়ক হওয়া উচিৎ নাকি উচিৎ না। #রবার্ট ওপেনহেইমার এই কারণেই যিনি স্পষ্ট ভাবেই মনে করতেন যে একজন বিজ্ঞানী হওয়ায় উনার ধর্মই তো হচ্ছে পৃথিবী কে নতুন আবিস্কার দেওয়া , নতুন রশ্মি দেওয়া, নতুন সম্ভাবনা দেওয়া।আর এই আবিস্কার পৃথিবী কিভাবে ব্যবহার করবে সেটা পৃথিবীর মানুষেরা জানে,সরকার জানে, দেশের নেতারাই জানে। সত্যিই আমেরিকান সরকার ম্যানহাটন প্রকল্পে রবার্ট ওপেনহেইমার কে দায়িত্ব দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।



ভাগবত গীতাকে সাথে নিয়ে দীর্ঘসময় ধরে চলা রবার্ট ওপেনহেইমারের বিচারে স্পষ্টতা এনে দিয়েছিলো। সম্ভবত এই স্পষ্টতার ফলাফল হিসেবে মাত্র তিন বছরের মধ্যেই আনুমানিক 1 লক্ষ 30 হাজার মানুষের সাহায্যে , ওই সময়ের দুই মিলিয়ন ডলার খরচ করে এবং ওই সময়ে পৃথিবীর বড় বড় সমস্ত বিজ্ঞানীদের নেতৃত্ব দিয়ে রবার্ট ওপেনহেইমার পৃথিবীর প্রথম নিউক্লিয়ার বোম বানাতে সফল হয়েছিলেন।




16 জুলাই 1945  সাল। পৃথিবীর প্রথম নিউক্লিয়ার বোমের পরিক্ষা হবে। যে জায়গায় সেই বোমের পরিক্ষা হওয়ার কথা রবার্ট ওপেনহেইমার সেই জায়গার নাম ট্রিনেটি রেখেছিলেন। যাকে সংস্কৃত ভাষায় বলা হয় ত্রিদেব। সবাই অপেক্ষা করতে লাগলেন কয়েক বছরের কষ্ট সাধ্য এই আবিস্কারের সাফল্য অর্জন করার জন্য। সময় যতই ঘনাতে লাগলো রবার্ট ওপেনহেইমারের শ্বাসের গতি বাড়তে লাগলো। আর যখনই সেই সময় আসলো এক বিশাল বিস্ফোরণ হল। সূর্যের আলোর চেয়েও 10 গুণ বেশি এই অলৌকিক আলো পুরো আকাশকেই ঢেকে দিলো । বিশাল তেজ। কেপে উঠল সমস্ত ভূমি। আর এই অলৌকিক শক্তিকে দেখে রবার্ট ওপেনহেইমার ভাগবত গীতার 11 নং অধ্যায়ের 12 নং শ্লোকটি বলেছিলেন।


দিবি সূর্যসহস্রস্য ভবেদ্যুগপদুত্থিতা৷
যদি ভাঃ সদৃশী সা স্যাদ্ভাসস্তস্য মহাত্মনঃ৷৷

মাহাত্য - শ্রী কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরুপ দর্শন দিয়েছিলেন তখন বলেছিলেন আকাশে যদি হাজার টি সূর্যের আলোও প্রকাশিত হয় তাহলে আমার এই বিশ্বরুপের প্রভাবে আমার এই রশ্মির প্রভাবে আমার এই অলৌকিক শক্তির প্রভাবে সেই সেই হাজার সূর্যের আলোও কিঞ্চিৎ হয়ে যাবে।



পরবর্তী তে রবার্ট ওপেনহেইমারের আবিস্কার এই পরমাণু বোমা দিয়েই আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়।




সমাপ্তি - হতে পারে তিনি নোবেল পাননি, হতে পারে তিনি ভয়ংকর এই মরনাস্ত্র অস্ত্রের আবিস্কার করেছিলেন কিন্তু এটি সত্য যে রবার্ট ওপেনহেইমার বুঝতে পেরেছিলেন গীতায় বর্ননা দেওয়া আত্মা ও পরমাত্মা সম্পর্কে। বুঝতে পেরেছিলেন গীতায় বলা শ্রীকৃষ্ণের সেই বাণী গুলো যেখানে বলেছিলেন এই শরীর শুধু মাত্র একটি মোহ। আত্মাই সব। আত্মার বিনাশ নেই।


আর হয়ত তিনি সেগুলো বুঝতে পেরেই পৃথিবীর ভয়ংকর এই বোমার আবিস্কার করে ফেলেছিলেন। যেরকম ক্ষুদিরাম বলেছিলেন আমি মৃত্যু কে ভয় পাইনা কারণ আমি গীতা পড়েছি।


তাই সকল কে বলছি গীতাকে শুধু ধর্মগ্রন্থ হিসেবে নয় গীতাকে বিজ্ঞানের ভাষাতেও পড়ার চেষ্টা করুন।


Google Translate: 


Who knew the name of the story, perhaps realizing the greatness of the Holy Gita, that he would discover the world's first atomic (nuclear) bomb. Read the article again. Started 22 April 1904. A child was born to Oppenheimer's family in New York City. The name is Robert. Robert Oppenheimer. As he got older, his loneliness increased. And because of the loneliness of the situation, his suicidal ideation also continues to increase. It is said that Oppenheimer once left a poisoned pen on the teacher's desk in class. Once he started attacking his friend Frances Ferguson without saying a word.

রবার্ট ওপেনহেইমার ও গীতা | Robert Oppenheimer or Gita

Growing up the situation became such that at the age of 20 Robert was admitted to Cambridge University. So seeing his crazy activities there, everyone assumes that Robert has schizophrenia. It is a serious mental disorder. While studying science at Robert Cambridge, Ans wanted to work with Rutherford in his lab. But Robert could not win Rutherford's mind, so Rutherford told him not to take Robert to his lab. When Robert was admitted to Gottingen University after finishing his studies at Cambridge, the situation became such that a few days later, Robert's classmates in the class wrote a letter to the head professor.


The students demanded that either the class stop giving more importance to Professor Robert or the students boycott the class. An insult, shame, and embarrassment, Robert may have told his brother Franks Oppenheimer (physicist) that my physics was more important than my friends. And yes, Robert, who is always lonely, loves physics more than his friends. And as time went on, Robert became more and more proficient in physics. Robert Oppenheimer discovered the world's first nuclear bomb. Yes, the world's first atomic bomb. It was Robert Oppenheimer who gave the world the potential knowledge like the first nuclear energy. I can't leave the sentence like the word. Who says heights like the sky can't be conquered. Robert Oppenheimer.


Loneliness Robert Oppenheimer, Robert Oppenheimer was a genius since childhood. As a child, Robert Oppenheimer would finish more than 1 class in 1 year when other classmates would finish 1 class in 1 year. He completed his PhD at the age of 23. Nobel laureate James Frank was examining her while giving her oral exam for her PhD. The test was going on for several hours. When the test was over, the frustration in James Frank's chest was removed because of Robert Oppenheimer. Putting his hand on his chest, he said thank god, good luck, the test is not over, or if it was a little late, Robert would have trapped me in the net of my question.


Robert Oppenheimer was very intelligent. When Robert came to America after finishing his studies, he was offered to teach from one or two varsities. One was at the California Institute of Technology and the other was at the University of California, Bergeley.

Become a favorite teacher of students while teaching. He created many students as scientists and he continued to be a scientist as well. He has been researching the Bhagavad Gita, theoretical astronomy, nuclear physics, quantum field theory and quantum electrodynamics. It is said that he learned the whole Sanskrit language to know the significance of Gita. Learning Sanskrit and conducting research on the Bhagavad Gita opened the door for his research on physics and other subjects. And this knowledge was acquired by Robert, who was once called insane.


During World War II, Hitler declared that he would strike a blow that would destroy America, including the British. Hitler's speech was taken seriously by the American government, and the CIA and British intelligence agencies, together with the intelligence agencies, monitored the cause of Hitler's speech. The detectives gave four ideas to the government of their country. Either Hitler is showing fear. Or Hitler is making a weapon. Either by lying or trying to weaken or some other reason. Meanwhile, American physicist Einstein received information that German scientists were working to build a nuclear weapon. Einstein feared that in this World War, Hitler's Germany would crush the Allies.


So Einstein warned the American government about Hitler. The U.S. government, meanwhile, has taken the issue seriously, and the idea of ​​making weapons could be tied to the four ideas given to it by its spies. There was a fear inside everyone that Hitler would not be able to take advantage of this new discovery of science. Hitler did not win the bet. And because of this fear, the American government launched a project called Manhattan. The goal was to build the world's first atomic bomb. But this task was not so easy. It was very difficult. The possibility of making this new discovery of science was just a thought. No one could talk about the possibility of making it in reality. But to make this impossible task possible, the American government appointed Robert Oppenheimer. Other scientists, including senior scientists, were surprised by America's decision.


The question in everyone's mind is why Robert Oppenheimer was chosen?

Why was Robert Oppenheimer re-appointed despite evidence of a communist connection with Russia?


Robert Oppenheimer or why! When everyone knew that he had no sense of leadership to lead such a big project.


But the answer to all these questions was one and the same: Robert Oppenheimer was a scientist who had not only knowledge like physics but also knowledge of all other fields. To lift and conquer.


Robert Oppenheimer had no problem with whether or not he should have been instrumental in discovering the bomb. # Robert Oppenheimer who clearly thought that his religion as a scientist was to give the world new discoveries, new rays, new possibilities. And the people of the world know how to use this discovery, the government knows, the leaders of the country know. . Indeed, the American government made the right decision by entrusting Robert Oppenheimer with the Manhattan project.


The Bhagwat Gita brought clarity to the long-running trial of Robert Oppenheimer. Probably as a result of this clarity, Robert Oppenheimer succeeded in building the world's first nuclear bomb in just three years with the help of an estimated 130,000 people, at a cost of two million dollars at that time and under the leadership of all the great scientists of that time.


July 16, 1945. The world's first nuclear bomb will be tested. Robert Oppenheimer named the place where the bomb was to be tested Trinity. Which is called Tridev in Sanskrit. Everyone waited for a few years of hard work to achieve this discovery. As time went on, Robert Oppenheimer's breathing rate increased. And whenever that time came there was a huge explosion. This miraculous light covered the whole sky 10 times more than the light of the sun. Huge energy. Cape all the land. And seeing this miraculous power, Robert Oppenheimer recited verse 12 of the 11th chapter of the Bhagavad Gita.


Divi surya sahasrasya bhavedyugapaduttita 7
If bha sadrishi sa sadbhasastasya mahatmanah 6

Mahatya - When Sri Krishna gave a vision of the universe to Arjuna, he said that if the light of a thousand suns is also manifested in the sky, then the effect of this cosmic form of me, the effect of this ray of mine, the effect of this miraculous power of mine will also diminish the light of that thousand suns.


Later, Robert Oppenheimer's discovery of the atomic bomb ended the US invasion of Hiroshima and Nagasaki in Japan, ending World War II.

Conclusion - He may not have won the Nobel Prize, he may have discovered this deadly weapon of mass destruction, but it is true that Robert Oppenheimer understood the spirit and paramatman described in the Gita. Understood the words of Lord Krishna in the Gita where he said that this body is just an illusion. The soul is everything. There is no destruction of the soul.

And maybe he realized that and discovered this terrifying bomb on Earth. As Khudiram said, I am not afraid of death because I have read the Gita.

So everyone is trying to read the Gita not only as a scripture but also in the language of science.

If you like the article, please share
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।