ভারত ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে | SPS
'ভারত ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে' বাক্যটা হলো ফেসবুক পণ্ডিতদের রটানো গুজব যার সাথে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
![]() |
Map |
ফারাক্কা বাধ নির্মাণ করা হয়েছে গঙ্গা নদীর উপর যা পদ্মা নদী নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ভৌগলিকভাবে বাংলাদেশের পশ্চিমে বৃহত্তর রাজশাহী অঞ্চল হলো গঙ্গার প্রবেশপথ। ফারাক্কা বাঁধ খুলে দিলে রাজশাহী অঞ্চল তলিয়ে যাওয়ার কথা কিন্তু সেটা না-হয়ে আকস্মিক বন্যা হলো রাজশাহীর ঠিক বিপরীতমুখে (পূর্বদিকে) ৫৮২ কিলোমিটার দূরে অবস্থিত সিলেটে।
ফারাক্কা বাঁধ খুলে দিলে সিলেট কেন তলিয়ে যাবে?
রাজশাহী থেকে সিলেটে বাসে ভ্রমণ করতে গেলেও ১৪/১৫ ঘন্টা লেগে যায় যেখানে প্রায় ৩০/৩৫ টি জেলা অতিক্রম করে যেতে হয়। ফারাক্কার জল রাজশাহীসহ মধ্যাঞ্চলের আরও ৩০/৩৫ টি জেলা না ভাসিয়ে কোন পথে গিয়ে সিলেট অঞ্চলকে ভাসিয়ে দিলো! কতটা অজ্ঞতাপ্রসূত ভাবনা থেকে মানুষ এইধরনের গুজব রটায়!
সিলেটের ভৌগলিক অবস্থান ভারতের মেঘালয় ও আসামের সীমান্তে। মেঘালয় ও আসামের অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাহাড়ি পথ বেয়ে তা নেমে আসে সমতলে যা সিলেটের সুরমা নদী দিয়ে সমতলে প্রবেশ করে। এমন চিত্র প্রায় প্রতিবছরের কিন্তু এবার মাত্রাতিরিক্ত ভারী বর্ষণকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই দেখতে হবে।
ভৌগলিকভাবে সিলেটও বাংলাদেশের অন্যান্য অঞ্চল হতে কিছুটা উঁচুতেই তবে আমরা নানান কারণে নদীর নাব্যতা কমিয়ে, নদীর গতিপথ বদলে দিয়ে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতকে যথাযথভাবে নেমে আসে পথকে রুদ্ধ করে দিয়ে ভয়াবহ আকস্মিক বন্যার পরিস্থিতি নিজেরাই তৈরী করে রেখেছি। তাই আমরা যতদিন নিজেদের সমস্যাগুলো চিহ্নিত না করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে মানসিক শান্তি নিবো ততদিনে পূর্বাঞ্চলের মানুষের শান্তি ফিরবে না। এই যেন এক গুজবময় দেশ। এখানে যা ইচ্ছে গুজব রটানো যায় এবং গুজব রটিয়ে যা ইচ্ছে করাও যায়। অজ্ঞের হাতে ফেসবুক যেন অন্ধের হাতে বন্ধুক।
ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে এই তত্ত্ব প্রতিষ্ঠা করতে একটি ভিডিও ভাইরাল করা হয়েছে যা মূলত ভারতের মধ্য প্রদেশের ভোপালের কোলার বাঁধ। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভোপালে ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে এই বাঁধের স্লুইসগেটগুলো খুলে দেওয়া হয়েছিল অথবা কর্ণাটকের গরুর বাঁধের ভিডিও।
অনেক শিক্ষিত লোকজনদেরও দেখলাম এসব গুজব চোখ বন্ধ করে প্রচার করে যাচ্ছে। আপাতত এসব গুজব অন্ধের মতো প্রচার না করে সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রইলো।
©️শ্রী অনিক কুমার সাহা
SPS শাস্ত্র গবেষণা কমিটি (ইতিহাস ও ভূগোল)
Sanatan Philosophy and Scripture - SPS