The first flag of Bangladesh was designed by Shivnarayan Das
বাংলাদেশের প্রথম পতাকার নকশা করেছিলেন শিবনারায়ণ দাশ।
শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল ডিজাইনার। 1970সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) 117 বা 118 নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন।
এ পতাকাই পরবর্তীতে 1971 এর 2মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। শিব নারায়ণ দাসের পিতা সতীশচন্দ্র দাশ। তিনি কুমিল্লাতে আয়ূর্বেদচিকিৎসা করতেন। 1971সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে। শিবনারায়ন দাশের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং এক সন্তান অর্ণব আদিত্য দাশ।
ছাত্র রাজনীতিতে শিব নারায়ণ দাস প্রথম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন।1962সালের শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারা বরণ করেন। পতাকা ডিজাইনের প্রেক্ষাপট 1970 সালের 7 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী, মতান্তরে 'ফেব্রুয়ারী 15 বাহিনী' গঠন করা হয়।
ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়।এই লক্ষ্যে 1970সালের 6জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের(তৎকালীন ইকবাল হল) 108 নং কক্ষে ছাত্রলীগ নেতা আসম আবদুর রব,শাহজাহান সিরাজ,কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন।
এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ন দাশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সাধারণ সম্পাদকহাসানুল হক ইনুও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন।
সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। কামরুল আলম খান (খসরু) তখন ঢাকা নিউ মার্কেটের এক বিহারী দর্জির দোকান থেকে বড় এক টুকরোসবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনলেন।
এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হল (বর্তমানে তিতুমীর হল)এর 312 নং কক্ষের এনামুল হকের কাছ থেকে Atlas নিয়ে ট্রেসিং পেপারে আঁকা হলো পূর্ব পাকিস্তানের মানচিত্র। শিবনারায়ণ দাস পরিশেষে তার নিপুন হাতে মানচিত্রটি আঁকলেন লাল বৃত্তের মাঝে, এমনি করে রচিত হলো 'ফেব্রুয়ারী 12 বাহিনী'র পতাকা, যা কিছুদিন পর স্বীকৃত হয় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে।
পতাকা উত্তোলন:
7 জুন 1970 এ অনুষ্ঠিত কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন আসম আবদুর রব। পেছনে পতাকা হাতে অধিনায়কের দায়িত্ব পালন করেন হাসানুল হক ইনু। রব সেই পতাকা বঙ্গবন্ধুর হাতে তুলে দেন এবং শেখ মুজিবুর রহমান সেই পতাকা ছাত্র-জনতার সামনে তুলে ধরেন। এরপর ইনু পতাকাটি তার কক্ষে নিয়ে যান এবং সহপাঠি শরীফ নুরুল আম্বিয়া শেরেবাংলা হলের 404 কক্ষের খবিরুজ্জামানকে পতাকাটি বাক্সে লুকিয়ে রাখতে বলেন।এরপর একাত্তরের শুরুতে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেন পতাকাটি নিয়ে যান তার মালিবাগের বাসায়। 1971 এর 2মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বিশাল সমাবেশ হয়। এ সমাবেশে আসম আবদুর রব যখন বক্তৃতা রাখছিলেন, তখন নগর ছাত্রলীগ নেতা শেখ জাহিদ হোসেন একটি বাঁশের মাথায় পতাকা বেঁধে রোকেয়া হলের দিক থেকে মঞ্চস্থলে মিছিল নিয়ে এগিয়ে আসেন। রব তখন সেই পতাকা তুলে ধরেন।
1971সালের 23মার্চ পাকিস্তান দিবসে সমগ্রপূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
জাতির এই মহানায়ককে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হইলো। জয় হোক মহানায়কের।
তথ্য সুত্রঃ উইকিপিডিয়া ও ইতিহাস
Hindus have to live like Tardigrade | BengalHindus
Google Translate
The first flag of Bangladesh was designed by Shivnarayan Das
Shivnarayan Das is one of the first and original designers of the first national flag of Bangladesh. On June 6, 1970, he completed the design of the entire flag after 11 pm in Room 117 or 118 of Iqbal Hall (now Shaheed Sergeant Zahurul Haque Hall) of Dhaka University.
The flag was later hoisted on March 2, 1971 at Battala of Dhaka University. Satish Chandra Das, father of Shiv Narayan Das. He used to practice Ayurveda in Comilla. During the war of liberation in 1971, he was captured and killed by Pak invaders. Shivnarayan Das is survived by his wife Geetashree Chowdhury and one child Arnab Aditya Das.
In student politics, Shiv Narayan Das entered politics with the help of Dhirendranath Dutt, the first language soldier. He was imprisoned for participating in the 1962 education movement. To this end, a Joybangla Bahini with students was formed, 'February 15 Bahini'.
Student leaders decided to make a flag for this force. To this end, on 6 June 1970, BCL leaders Asam Abdur Rob, Shahjahan Siraj, Kazi Aref Ahmed and Marshal Monirul Islam sat in a meeting in room 108 of Sergeant Zahurul Haque Hall (then Iqbal Hall) of Dhaka University.
Also present at the meeting were Chhatra League leader Swapan Kumar Chowdhury, Jagannath College Chhatra League leader Nazrul Islam, Comilla district Chhatra League general secretary and central student leader Shivnarayan Das, Engineering University Chhatra League general secretary Hasanul Haque Inuo student leader Yusuf Salauddin.
Based on the initial proposal of Kazi Aref in the meeting, it was decided to make a yellow flag emblazoned with the map of Bengal in the middle of the red sun on the green ground. Kamrul Alam Khan (Khasru) then brought a red circle in the middle of a large piece of green cloth from a Bihari tailor's shop in Dhaka New Market.
Then a map of East Pakistan was drawn on tracing paper with an Atlas from Enamul Haque in Room 312 of the Quaid-e-Azam Hall (now Titumir Hall) of the University of Engineering. Shivnarayan Das finally drew the map in the middle of the red circle with his skillful hand, thus creating the flag of 'February 12 Bahini', which was later recognized as the first flag of Bangladesh.
মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস | History of Muktagachha zamindar house
Flag hoisting:
Asam Abdur Rob led the parade on 7 June 1970. Hasanul Haque Inu was the captain with the flag in the back. Rob handed the flag to Bangabandhu and Sheikh Mujibur Rahman raised the flag in front of the students. Inu then took the flag to his room and asked his classmate Sharif Nurul Ambia to hide the flag in a box in the 404 room of Sher-e-Bangla Hall.
Then at the beginning of 1971, Sheikh Zahid Hossain, the general secretary of Nagar Chhatra League, took the flag to his house in Malibagh. After the adjournment of the National Assembly on 2 March 1971, a huge rally was held at Battala of Dhaka University. While Asam Abdur Rob was addressing the rally, Nagar Chhatra League leader Sheikh Zahid Hossain tied a flag on a bamboo head and marched towards the stage from Rokeya Hall. Rob then raised the flag.
On Pakistan Day, 23 March 1971, the Bangladesh flag, designed by Shivnarine Das, was hoisted in different parts of East Pakistan instead of the national flag of Pakistan.
Humble respect and love was extended to this great hero of the nation. May the hero win.
Source: Wikipedia and history
Hindus have to live like Tardigrade | BengalHindus