Barisal district Awami League organizing secretary says Hindus living in Bangladesh are 'inferior kits'
Barisal district Awami League organizing secretary says Hindus living in Bangladesh are 'inferior kits'
![]() |
Barisal district Awami League organizational secretary Shahab Ahmed is viral on social media. |
Barisal District Awami League Organizing Secretary Shahab Ahmed commented that Sanatan religious people living in Bangladesh are 'inferior kits'. He gave this speech at a protest rally organized by the local Awami League at Balur Math in Mehendiganj town of the district last Saturday afternoon. His statement has already gone viral on social media. Sanatan religious people have expressed their anger.
Mehendiganj Upazila Awami League General Secretary and Municipal Mayor Kamal Uddin Khan was organized by local Awami League to protest the threat of killing by local MP Pankaj Nath. Speaking at the rally, Shahab Ahmed, son of the late former president of district Awami League and former member of parliament Mohiuddin Ahmed and organizing secretary of district Awami League, said that the job of a member of parliament is to make laws. When a member of parliament talks about beating up another representative, then he has no right to be a member of parliament at that moment.
He also said that there were many Hindus in Bangladesh before independence.
At one time being Pakistan, many of the upper castes who belonged to the Sanatan religion migrated to West Bengal, India. And the inferior kit (Hindu) remained here.
See 'Jyoti Bose' has become Chief Minister from Bangladesh to West Bengal. He is known and respected by everyone in India. He is a leader. People like Jyoti Bose have left Bangladesh and 'Nikristo kits' like Pankaj Nath have stayed in Bangladesh.
Today they are bleeding the peaceful town of Mehendiganj again and again. His blood is intoxicated. A popular public representative like Kamal Khan is threatened again with Ramda. In fact, if we want to escape from the hands of this Nikristo Pankaj Nath, we have to be united.
The video clip of Shahab Ahmed's speech has gone viral on social media. Hindus have expressed their anger.
Barisal District Hindu-Buddhist-Christian Unity Council President Advocate Manvendra Botbyal said that such a statement by a leader holding the title of District Awami League's Organizing Secretary is unexpected and against the ideals and spirit of the Liberation War. This statement is tantamount to inciting the communal power of Bangladesh. He strongly condemned this part of Shahab Ahmed's speech and demanded its withdrawal. He demanded Awami League to take organizational measures against Shahab Ahmed for giving provocative speech.
Barisal District Awami League General Secretary Advocate Talukdar refused to comment on this matter. Yunus.
District Awami League Organizing Secretary Shahab Ahmed's mobile phone was ringed several times to inquire about the provocative speech, but he did not receive the call. Because of this, his statement was not available.
বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেছেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা 'নিকৃষ্ট কিট'
বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা 'নিকৃষ্ট কিট' বলে মন্তব্য করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ। গত শনিবার বিকেলে জেলার মেহেন্দিগঞ্জ শহরের বালুর মঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ বক্তব্য দেন। তার বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খানকে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের হত্যার হুমকির প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ বলেন, সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা। একজন সংসদ সদস্য যখন অন্য প্রতিনিধিকে মারধরের কথা বলেন, তখন তার সংসদ সদস্য হওয়ার কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন, স্বাধীনতার আগে বাংলাদেশে অনেক হিন্দু ছিল।
এক সময় পাকিস্তান হওয়ায় সনাতন ধর্মের অনুসারী উচ্চবর্ণের অনেকেই ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। আর নিকৃষ্ট কিট (হিন্দু) এখানেই থেকে গেল।
দেখুন 'জ্যোতি বোস' বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি ভারতের সকলের কাছে পরিচিত এবং সম্মানিত। তিনি একজন নেতা। জ্যোতি বোসের মতো মানুষ বাংলাদেশ ছেড়ে গেছেন এবং পঙ্কজ নাথের মতো 'নিক্রিস্টো কিটস' বাংলাদেশেই থেকে গেছেন।
আজ তারা শান্তিময় জনপদ মেহেন্দিগঞ্জকে বারবার রক্তাক্ত করছে। তার রক্তে নেশা। কামাল খানের মতো জনপ্রিয় জনপ্রতিনিধিকে আবারও রামদা দিয়ে হুমকি দেওয়া হয়েছে। আসলে এই নিকৃষ্ট পঙ্কজ নাথের হাত থেকে বাঁচতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
শাহাব আহমেদের বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দুরা ক্ষোভ প্রকাশ করেছে।
বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত একজন নেতার এমন বক্তব্য অপ্রত্যাশিত এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার পরিপন্থী। এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেওয়ার সামিল। তিনি শাহাব আহমেদের বক্তব্যের এই অংশের তীব্র নিন্দা করেন এবং তা প্রত্যাহারের দাবি জানান। উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় শাহাব আহমেদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউনুস।
উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদের মোবাইল ফোনে একাধিকবার রিং করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।