Translate

জঙ্গি তৎপরতায় জড়িত ব্যাক্তিদের প্রায় ৮৩ভাগই উত্তরাঞ্চলের | Bengal Hindus

বাংলাদেশে গত দুই দশকে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রায় ৮৩ ভাগই উত্তরাঞ্চলের, অর্থাৎ রাজশাহী ও রংপুর বিভাগের। 

জঙ্গি তৎপরতায় জড়িত ব্যাক্তিদের প্রায় ৮৩ভাগই উত্তরাঞ্চলের | Bengal Hindus,islam,terror,terroiest,bangladesh,news,todays news


সবচেয়ে কম বরিশাল বিভাগে। বয়সের ভিত্তিতে দেখলে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে উগ্রবাদে জড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। আর জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের ৬৯ ভাগই সাধারণ শিক্ষায় শিক্ষিত। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ১৭ শতাংশ। স্বশিক্ষিত ও নিরক্ষর ১৪ শতাংশ।

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) পরিসংখ্যান ও গবেষণা থেকে মিলেছে এসব তথ্য। ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত আইনের আওতায় আসা জঙ্গিদের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১ হাজার ২১৭ জনকে এই গবেষণার আওতায় নেওয়া হয়। এতে দেখা যাচ্ছে, গ্রেপ্তার জঙ্গিদের ৫৮ ভাগই জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।