বাকিতে মালামাল না দেওয়ায় দীপক পালকে মারধর করে জহিরুল ইসলাম | ময়মনসিংহ
তথাকথিত অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু সম্পদায়ের কি করুন পরিনতি।
প্রসঙ্গঃ ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার কোনাবাড়ী নদীরপড়া হিন্দুপল্লী গ্রামের বাসিন্দা দীপক পালের উপর চালানো হয় অমানবিক নির্মম নির্যাতন।ঘটনার সুত্রে জানা যায় দীপক পালের বাড়ি থেকে ৩০০গজ দূরে নিজস্ব জায়গায় একচালা টিনের ঘরে হোটেল দিয়ে পুড়ি সিঙ্গারা চা ও পানের ব্যাবসা করেন।
একই এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম দীপক পালের দোকান হইতে নগদ ও বাকীতে মালামাল ক্রয় করে এবং অনেক টাকা বকেয়া রাখে। স্থানীয় সুত্রে জানা যায় জহিরুল ইসলাম উশৃংখল প্রকৃতির লোক।
গত ১২.০৭.২০২২ইং তারিখে রাত আনুমানিক ১১.০০ঘটিকার সময় জহিরুল ইসলাম দীপক পালের দোকানে আসিয়া বাকীতে মাল ক্রয় করিতে চাইলে দীপক পাল তাহাকে পূর্বের পাওনা টাকা পরিশোধ করতে বলে অন্যথায় বাকীতে মাল বিক্রয় করিবে না জানায় দীপক পাল।তখন জহিরুল ইসলাম দীপক পালকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হোটেলের ব্যাবসা করিতে দিবে না মর্মে হুমকি দিয়ে দোকান থেকে চলিয়া যায়। তখন দীপক পাল হোটেলটি বন্ধ করে ভিতরেই থেকে যায়।পরবর্তীতে ঐ রাতেই অনুমানিক. ০১.০০ ঘটিকার সময় জহিরুল ইসলাম দীপক পালের দোকানে এসে টিনের বেড়ায় শব্দ করিয়া দয়জা খুলতে বলে এবং একটি পান দিতে বলে তখন দীপক পাল এত রাতে পান দিতে পারিবেনা জানালেই
জহিরুল ইসলাম বলে পূর্বের পাওনা টাকাও পরিশোধ করবে জানায়,তখন দীপক পাল দরজা খুলে জহিরুল ইসলামকে একটি পানের খিলি বানিয়ে দেওয়া মাত্রই জহিরুল ইসলাম কমড়ে লুকিয়ে রাখা ধারালো ছুরি বের করে হত্যার উদ্দেশ্যে দীপক পালের পেটে স্বজোরে পার মারিয়া গুরুতর ছিদ্রযুক্ত জখম করে।তখন দীপক পালের ডাক চিৎকার শুনিয়া আশেপাশে থাকা অনেক লোকজন ঘটনাস্থলে আসিতে থাকিলে তাদের সামনেই জহিরুল ইসলাম দীপক পালকে জখমের ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করেন।উপস্থিত লোকজন দীপক পালকে রক্তাক্ত জখম অবস্থায় দেখিয়া পরিবারের লোকজনকে খবর পাঠালে পরিবারের লোকজন এসে উপস্থিত সবাইর সহযোগিতা দীপক পালকে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ দীপক পালের গুরুতর অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় দীপক পালের স্ত্রী অঞ্জনা রানী পাল বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামী করে ময়মনসিংহ জেলা থানায় একটি মামলা দায়ের করেন।