CCTV video of attack on Hindus in Narail released - Ekatar TV
CCTV video of attack on Hindus in Narail released - Ekatar TV
![]() |
CCTV Footage |
In this special CCTV footage published by Ekatar TV, you will see how the leaders of the local Islamic movement, the leaders of all the parties regardless of the local party and the neighboring youths of the village all came out of the mosque and attacked the temples, shops and houses. And here is the main difference between the events of Bangladesh and the neighboring countries. You will never see ordinary locals attacking minorities in the isolated incidents that occur in neighboring countries, which are very small in number and size. There only the leaders and activists of any political party do these events, that is, the events are only political, there is no communalism among the common people.
On the other hand, in Bangladesh, these incidents are many times more and the attacks are carried out by neighbors who have lived next to you all your life. And that's why sectarianism in Bangladesh is really very dangerous because here sectarianism is not political but all the common people around you are dangerous, the person with whom you have chatted and had tea all your life will come to destroy your temple one day. In the video of the incident in Comilla and Noakhali last October, we also saw how even small boys of the village aged 12-15 years openly attacked Hindus in groups with provocative slogans like Bharat Patha, Raksha Nai. And so those who give the example of India in words are nothing but liars in reality.
একাত্তর টিভির প্রকাশিত এই বিশেষ সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন কীভাবে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারা, স্থানীয় দলমত নির্বিশেষে সকল দলের নেতারা এবং গ্রামের প্রতিবেশী কিশোর তরুণরা সবাই একজোট হয়ে মসজিদ থেকে বের হয়ে হামলা করে মন্দির, দোকান ও ঘরবাড়ির উপর। আর এখানেই পাশের দেশের সাথে বাংলাদেশের ঘটনাগুলোর মূল পার্থক্য। পাশের দেশে সংখ্যা ও আয়তনের তুলনায় অতি কম সংখ্যায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে সেগুলোতে কখনোই দেখবেন না সাধারণ স্থানীয়রা সংখ্যালঘুদের উপর হামলা করছে।
সেখানে কেবল কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এইসব ঘটনা ঘটায় অর্থাৎ ঘটনাগুলো কেবল ই রাজনৈতিক, সাধারণ মানুষের মধ্যে সেখানে সাম্প্রদায়িকতা নেই। অপরদিকে বাংলাদেশে এই ঘটনাগুলো অনেকগুণ বেশী হয় এবং হামলা করে সারাজীবন আপনার পাশে বসবাস করা প্রতিবেশীরাই। আর তাই বাংলাদেশের সাম্প্রদায়িকতা আসলেই অত্যন্ত মারাত্মক কারণ এখানে সাম্প্রদায়িকতা রাজনৈতিক নয় বরং আপনার আশেপাশের সব সাধারণ মানুষ ই বিপদজনক, যে মানুষটির সাথে সারাজীবন একসাথে বসে আড্ডা দিয়েছেন, চা খেয়েছেন সেই তারাই একদিন আপনার মন্দির ভাংতে চলে আসবে। গত অক্টোবরে কুমিল্লা ও নোয়াখালীর ঘটনার ভিডিওতেও আমরা দেখেছিলাম কীভাবে গ্রামের একদম ১২-১৫ বছর বয়সের ছোট কিশোররাও প্রকাশ্যে হিন্দুদের ভারত পাঠাও, রক্ষা নাই সহ উস্কানিমূলক স্লোগান দিয়ে দলে দলে হামলা করেছিল। আর তাই যারা কথায় কথায় ভারতের উদাহরণ দেন তারা বাস্তবে মিথ্যুক ছাড়া আর কিছুই নন।