Translate

Dutch leader Geert Wilders tweet against the persecution of minority Hindus in Bangladesh

Dutch leader Geert Wilders' tweet against the persecution of minority Hindus in Bangladesh

Dutch leader Geert Wilders tweet against the persecution of minority Hindus in Bangladesh,Attack upon Hindus by Muslims,


গির্ট ওয়াইল্ডার্স হলেন একজন ডাচ রাজনীতিবিদ যিনি 2006 সালে পার্টি ফর ফ্রিডম প্রতিষ্ঠা করার পর থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে দলের নেতা, 1998 সাল থেকে সংসদীয় আসনে অধিষ্ঠিত।

এই মানুষটাকে দেখুন!
হাজার হাজার কিলোমিটার দূর থেকেও বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে Geert Wilders প্রতিবাদ করছেন। প্রতিবাদে মিডিয়াতে সরব হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিকল্পিত হিন্দু নির্যাতনকে তুলে ধরেছেন। তিনি আমাদের এক পরিক্ষীত বন্ধু। যিনি সব সময় বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলেছেন।

কিন্তু আমাদের দেশে বসেই 16 জন হিন্দু এমপি মুর্তিমান প্রতীকের মতো মুখে কুলুপ এটে বসে আছেন। যেন বাংলাদেশে কিছু হয় নি,এমন একটা অবস্থা! আপনাদের লজ্জা লাগা উচিৎ এই মানুষটাকে দেখে
এমন নেতা আমাদের দরকার নেই,যে নিজ স্বজাতির বিপদেও প্রতিবাদ করে না। যারা সংসদে সংখ্যালঘু জাতির প্রতিনিধিত্ব করেও, নিজ ধর্মের,মানুষের উপর হওয়া অত্যাচারগুলো নিয়ে সংসদে প্রতিবাদ করে না!


Geert Wilders is a Dutch politician who has led the Party for Freedom since it was founded in 2006. He is also the leader of the party in the House of Representatives, holding the parliamentary seat since 1998. Look at this man! Geert Wilders is protesting against the persecution of Hindus in Bangladesh even from thousands of kilometers away. He joined the media in protest. He highlighted the planned Hindu torture of Bangladesh in the international arena. He is a tested friend of ours. Who always spoke for the Hindus of Bangladesh.
But in our country, 16 Hindu MPs are sitting with closed faces like dead symbols. As if nothing happened in Bangladesh, such a situation! You should be ashamed of this man. We do not need such a leader, who does not protest against the danger of his nation. Those who represent minorities in the parliament, do not protest in the parliament about the atrocities on people of their religion!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।