কোলকাতার বিখ্যাত সেন ব্রাদার্স বইয়ের দোকান | The famous Sen Brothers bookstore in Kolkata | Bengal Hindus
কোলকাতার বিখ্যাত ‘সেন ব্রাদার্স’ বইয়ের দোকান
দোকানের মালিক ও প্রকাশক ভোলানাথ সেন তার দুজন কর্মচারী নিয়ে দোকানে বসে আছেন। দুজন ক্রেতা তখন দোকানে আসে বই কেনার জন্য। বই কেনার উছিলায় হঠাৎই ক্রেতা দুইজন চাপাতী হাতে ঝাঁপিয়ে পড়ে ভোলানাথ সেনের উপর! রক্তে ভেসে যায় সেন ব্রাদার্সের শো-রুম।
১৯৩০ সালের এই খুনটি ছিলো আলোচিত। একজন প্রকাশক খুন হলেন নিজ কার্যালয়ে। মানুষ জেনে বিস্মিত হলো বই প্রকাশের জন্য কেউ খুন হতে পারে শিল্প সাহিত্যের শহর কোলকাতাতে! সেকালের বুদ্ধিজীবীদের এই ঘটনা বেশ নাড়া দিয়েছিলো। কি ঘটেঠিলো আসলে সেন ব্রাদার্সের বইতে?
সেন ব্রাদার্স থেকে ‘প্রাচীন কাহিনী’ নামে তৃতীয় ও চর্তুথ শ্রেণীর পাঠ্য হিসেবে একটি বই ভোলানাথ সেন প্রকাশ করেছিলেন। বইটির লেখক স্বয়ং ভোলানাথ সেন। এটি সরকার পাঠ্য পুস্তক হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই বইতে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের নামে যে চ্যাপ্টার ছিল সেখানে ভাল ভাল কথা বলে তাকে সম্মান করা হয়েছিল। কিন্তু সেখানে একটা ছবি ছাপা হয়েছিল যেখানে মসজিদে মুহাম্মদ দাঁড়িয়ে আছেন আর তার সামনে জিব্রাইল উপস্থিত। এই ছবিটি বৃটিশ মিউজিয়াম থেকে অনুমতি নিয়ে বইতে প্রকাশ করা হয়েছিল। অর্থ্যাৎ, এই ছবিটি বৃটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। কিন্তু ঢাকার একজন মুসলমান জমিদারের ধর্মানুভূতিতে প্রচন্ড আঘাত লাগে এই ছবি দেখে। সে কোলকাতায় এসে দুজন পাঞ্জাবী মুসলমান যু্বককে উদ্বুদ্ধ করে এর প্রতিশোধ নেয়ার জন্য। জমিদারের কথামত দুই যুবক ভোলানাথকে খুন করে যায় ক্রেতা সেজে। বিপ্লবী নগেন্দ্রনাথ দত্ত এই সম্পর্কে স্মৃতিচারণ করেছিলেন, ১৯৩০ খ্রিস্টাব্দে আমরা যখন স্বদেশী করে আলীপুরে প্রেসিডেন্সী জেলে ছিলাম তখন ঐ যুবক দুটিও এই জেলে ছিল। দেখতাম তাদের দেখতে মুসলমান নারী-পুরুষ এসে ভীড় করত। তারা তাদের ভক্তিশ্রদ্ধা জানিযে যেতো। পরে মুসলিম সমাজের কাছে তারা শহীদের মর্যাদা পেযেছিল।
Also read:
- লিবারালের ফ্যামিলিতেই দেখা যাবে মুল্লাদের দৌড়ানী খেয়ে কোলকাতা এসেছে কেউ না কেউ | Bengal Hindus
- বি-বাড়িয়া না লিখে ব্রাহ্মনবাড়িয়া লিখতে মন্ত্রিপরিষদের নির্দেশনা | Prothom Alo
- স্বর্গেরে বাঁচাতে হবে দানবের আক্রমণ থেকে - কুশল বরণ চক্রবর্তী
- Sanatani music band Pranam's new song Hindu has finally been released | Bengal Hindus
- ইসলাম শুধু মুসলমানের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য - বামকংগ্রেস
সমসামিক সময়ে রবীন্দ্রনাথের নতুন কবিতা বের হয়। ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থের মানি কবিতায় ‘আরঙজেব ভারত যবে/ করিতেছিল খান খান’ লাইনটি মুসলিমরা তাদের “পূর্বপুরুষদের” অপমানিত করা হয়েছে বলে দাবী করে রবীন্দ্রনাথকে ক্ষমা চাইতে বলেছিল। বলেছিল, ঐ লাইন তুলে নিতে হবে…। রবীন্দ্রনাথ নতি স্বীকার করেননি। কিন্তু ক্রমশ হিন্দু মুসলমান নিয়ে বাংলার ভবিষ্যত নিয়ে সকলেই চিন্তিত হচ্ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে শরতচন্দ্রের আলাপ থেকে বেরিয়ে আসে সেই শংকার কথা। শরতচন্দ্রকে মুসলিম সমাজ থেকে বারবার অনুরোধ করতে থাকে তাদের সমাজ নিয়ে লিখতে। কিন্তু শরত শংকিত ছিলো এইসব ঘটনাগুলির কারণে। জাহানারা চৌধুরী সম্পাদিত ‘বর্ষবাণী’ (১৩৪২ বঙ্গাব্দ) সংখ্যায় মুসলমান সমাজের ক্রমাগত অনুরোধ প্রসঙ্গে শরতচন্দ্র তখন লিখেন, ‘…প্রশংসার সঙ্গে তিরস্কার, ভাল কথার সঙ্গে মন্দ কথাও গল্প উপন্যাসের অপরিহার্য অঙ্গ। কিন্তু এ তো তোমরা না করবে বিচার, না করবে ক্ষমা। হয়ত এমন দন্ডের ব্যবস্থা করবে যা ভাবলেই গা শিউরে উঠে!
ভাবা যায় ১৯৩০ সালে ভাগলপুরে বসে শরতচন্দ্র নিজের কল্লা যাবার ভয়ে মুসলিম সমাজ নিয়ে উপন্যাস লিখতে চাচ্ছেন না! আর আমাদের ভামরা এসে ইতিহাস শোনায় বিজেপি আরএসএস এসে নাকি দুই ভাইয়ের মধ্যে বিরোধ বাঁধিয়ে দিয়েছে! অবিভক্ত বাংলায় ক্রমশ এমন সব ঘটনা ঘটছিলো তা যেন চিরকালীন বিভেদ ভাগ বাটোয়ারার দিকেই সব কিছুকে টেনে নিয়ে যাচ্ছিল। ‘সাহিত্য সম্রাট’ বঙ্কিমকে নিয়ে ‘বঙ্কিম দুহিতা’ নামের একটি বই তখন বের হয় যার লেখক একজন মুসলিম যেখানে চটি ভাষায় বঙ্কিমকে আক্রমন করা হয়।
মীর মোশাররক হোসেন ছিলেন বলা চলে সেকালের প্রগতিশীল একজন লেখক। তিনি যে ভাষায় বিষাদ সিন্ধু লিখেছিলেন তাতে তার ধর্মনিরপেক্ষ ভাষা নীতি পরিস্কার হয়ে উঠে। তার গো-সংবাদ বইটিতে ছিলো মুসলমানদের প্রতি গরুর মাংস না খাওয়ার অনুরোধ যুক্তিসহকারে। কিন্তু তার আত্মজীবনীতে আত্মঘাতী মুসলিম জাতীয়তাবাদের উপস্থিতি দেখে আশা ভরসা সব বিলিন হয়ে যায়।
তার আত্মজীবনী ‘আমার জীবন’ এ “বঙ্গে মুসলমান কী রুপ শোচনীয় দশা ছিল তা ভাবিলে অঙ্গ শিহরিয়া ওঠে। আমি সেই দুর্ঘটনা যাহা স্বচক্ষে দেখিয়াছি তাহাই জীবনীতে সন্নিবেশিত করিব। জাতীয় বিদ্যা শিক্ষায় শৈথিল্য, জাতীয় ভাব রক্ষায় শৈথিল্য, শাসন, বিচার, রাজ্য বিভাগ, সমগ্র বিভাগেই মোসলমান শূন্য। বিজাতীয় ভাষার কল্যাণে রাজপুরুষদিগের সহিত মাখামাখি ভাব। কাজেই নির্জীব নিরক্ষর বঙ্গীয় মুসলমান কার্যে তাহাদেরই আদর্শ গ্রহণ করিয়াছিলেন। অনেক বড় বড় জমিদার ধনী মুসলমান জোড়া জোড়া প্রতিমা তুলিয়া আশ্বিন মাসে প্রতিমা কল্যাণে হাজার হাজার বাহবা গ্রহণ করিয়াছিলেন।’ আরেক জায়গা মোশাররফ লিখেন, “আমি সেই সময়ের কথা বলিতেছি। পঠন পরিচ্ছেদ হিন্দুয়ানী, চালচলন হিন্দুয়ানী, রাগ ক্রোধ হিন্দুয়ানী, কান্নাকাটি হিন্দুয়ানী, মুসলমানদের নামও হিন্দুয়ানী। যথা- সামসুদ্দিন – সতীশ, নাজমুল হক-নাজু, বোরহান-বীরু, লতিফ-লতু, মশাররফ-মশা, দায়েম-ডাশ, মেহেদি-মাছি, ফজলুল করিম-ফড়িং এই প্রকার নামে ডাকা হয়’।
মুসলিম সমাজে যে ধর্মের আড় ভাঙ্গেনি কারণ এই সমাজের লেখকরা নিজেদের গোঁড়ামীর পক্ষালম্বণ করেছিলেন। ১৯৩০ সালের বঙ্গের মুসলিম সমাজ একজন খুনিকে যেভাবে হিরো করে নিয়েছে আজো তাই রয়ে গেছে। কারণ এই সমাজের লেখক বুদ্ধিজীবীরা ‘বাঙালী মুসলমান লেখক’ হিসেবে নিজেদের পরিচয় দেন। ‘প্রাচীন কাহিনী’ বইতে ভোলানাথ সেন পয়গম্ব মুহাম্মদকে মনিষী হিসেবে স্বীকৃতি দিয়ে নিজের বইতে স্থান দিয়েছিলেন যা হিন্দু বাচ্চারাও পড়ত। অথচ সেই ভোলানাথ সেন খুন হলেন মুহাম্মদের চ্যাপ্টার রাখার কারণেই! একটা হিংস্র সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদ ও মাফিয়া জাতীয়তাবাদকে মহান আদর্শ দেখিয়ে অমুসলিম সমাজ কোনদিন ভালো কিছু আদায় করতে পারেনি। কোলকাতায় এখন যে দাদা দিদিরা একই কাজ করছে জনসভায় নারায়ে তাকবির দিয়ে তারা আসলে ফের ডাইরেক্ট এ্যাকশন ডে-কে ডেকে আনছেন। আমি মুসলিম কমিউনিটির বিরুদ্ধে আপনাদের অবস্থান নিতে বলছি না। আমি শুধু অনুরোধ করব, হে পশ্চিমবঙ্গের দাদা দিদি, বাংলাদেশের তখাকথিত প্রগতিশীল মুসলমানবৃন্দ্র, ইসলামের বিরুদ্ধে যে কোন বিরূপ প্রক্রিয়াকে আস্তে আস্তে মুসলমানদের অভ্যস্থ হতে সহায়তা করুন। মুসলমান সম্প্রদায়ের এখনো ধর্মঘুম ভাঙ্গেনি। সেই ঘুম ভাঙ্গাতে হবে। এইদেশে লালন জন্মেছিলেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই রকম দর্শন থাকতে কি করে এখানে মুসলিম জাতীয়তাবাদ, দিতে পারে? কিন্তু পেরেছে। কারণ যে সমাজের লেখক বুদ্ধিজীবীরা সাম্প্রদায়িক হয় সেদেশের সাধারণ মানুষ ধর্মান্ধ হবে এটাই স্বাভাবিক।
(Translated by Google)
The famous ‘Sen Brothers’ bookstore in Kolkata
Bholanath Sen, the owner and publisher of the shop, is sitting in the shop with his two employees. Two buyers then come to the store to buy books. While buying the book, the buyer suddenly jumped on Bholanath Sen. The showroom of Sen Brothers was flooded with blood. This 1930 murder was discussed. A publisher was killed in his office. People were surprised to know that someone could be killed for publishing a book in Kolkata, the city of art literature! This incident stirred the intellectuals of the time. What actually happened in the Sen Brothers book? Bholanath Sen published a book from Sen Brothers called ‘Ancient Stories’ as a third and fourth grade text. The author of the book is Bholanath Sen himself. It was recognized by the government as a textbook. In that book, there was a chapter in the name of the founder of Islam, Hazrat Muhammad, who was honored for his good words. But there was a picture printed where Muhammad was standing in the mosque and Gabriel was in front of him. This picture was published in the book with permission from the British Museum. In other words, this picture is preserved in the British Museum. But seeing the picture, a Muslim zamindar in Dhaka was deeply hurt by his religious sentiments. He came to Kolkata and incited two Punjabi Muslim youths to take revenge. According to the zamindar, two young men killed Bholanath in the guise of a buyer. The revolutionary Nagendranath Dutt recalled that in 1930, when we were in the Presidency Jail in Alipore as Swadeshi, the two young men were also in this jail. I used to see Muslim men and women coming to see them. They knew their devotion. Later they got the status of martyrs in the Muslim society. Rabindranath's new poems came out in contemporary times. The line 'Arangzeb will go to India / Khan was doing' in the Mani Kavita of the book 'Kotha O Kahini' asked Rabindranath to apologize, claiming that Muslims had insulted their "ancestors". Said, ঐ line must be picked up. Rabindranath did not bow down. But gradually Hindus and Muslims were worried about the future of Bengal. That suspicion came out of Saratchandra's conversation with Deshbandhu Chittaranjan Das. Saratchandra was repeatedly asked by the Muslim community to write about their society. But Sharat was apprehensive because of these events. In the issue of Barshabani (1342 BS) edited by Jahanara Chowdhury, in the context of the constant request of the Muslim community, Sarat Chandra then wrote, But you will not judge, nor will you forgive. Maybe he will arrange a punishment which makes you feel confident!
Also read:
- লিবারালের ফ্যামিলিতেই দেখা যাবে মুল্লাদের দৌড়ানী খেয়ে কোলকাতা এসেছে কেউ না কেউ | Bengal Hindus
- বি-বাড়িয়া না লিখে ব্রাহ্মনবাড়িয়া লিখতে মন্ত্রিপরিষদের নির্দেশনা | Prothom Alo
- স্বর্গেরে বাঁচাতে হবে দানবের আক্রমণ থেকে - কুশল বরণ চক্রবর্তী
- Sanatani music band Pranam's new song Hindu has finally been released | Bengal Hindus
- ইসলাম শুধু মুসলমানের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্য - বামকংগ্রেস
In his autobiography 'My Life', I was shocked to think of the miserable condition of Muslims in Bengal. I will include in my biography the accident that I saw with my own eyes. Weakness in national education, laxity in maintaining national sentiment, governance, judiciary, state department, the whole department has zero Muslims. Fighting with the princes for the welfare of foreign languages. Therefore, the lifeless illiterate Bengal Muslims adopted their ideology in their work. Many big zamindars, rich Muslims, took pairs of idols and received thousands of applause for the welfare of the idols in the month of Ashwin. 'Elsewhere, Musharraf writes,' I am talking about that time. Reading chapter Hinduwani, Chalchalan Hinduwani, Raga Krodh Hinduwani, Kannakati Hinduwani, the names of Muslims are also Hinduwani. Namely- Samsuddin - Satish, Nazmul Haque-Naju, Borhan-Biru, Latif-Latu, Mosharraf-Mosha, Dayem-Dash, Mehedi-Machi, Fazlul Karim-Faring are called by this type of name.
The religion did not break in the Muslim society because the writers of this society supported their orthodoxy. The way the Muslim society of Bengal in 1930 made a murderer a hero still remains. Because the writers and intellectuals of this society identify themselves as 'Bengali Muslim writers'. In the book 'Prachin Kahini', Bholanath Sen recognized Prophet Muhammad as a mystic and included it in his book which was also read by Hindu children. But that Bholanath Sen was killed because of keeping Muhammad's chapter! The non-Muslim society has never been able to achieve anything good by showing the great ideology of a violent communal imperialism and mafia nationalism. The grandparents who are now doing the same thing in Kolkata are actually calling for a direct action day again with Naraye Takbir in a public meeting. I am not asking you to take a stand against the Muslim community. I will only request, O grandparents of West Bengal, the so-called progressive Muslims of Bangladesh, to help the Muslims to gradually get used to any adverse action against Islam. The religious sleep of the Muslim community has not been broken yet. That sleep must be broken. Lalon was born in this country. If people worship, they will become golden people. How can Muslim nationalism be here with such a philosophy? But he did. Because in a society where writers and intellectuals are communal, it is natural that the common people of that country will be fanatical.