Translate

গোবিন্দ শব্দকর মুসলিম সন্ত্রাসী হামলায় আহত হন | Govind Shabdkar was injured in a Muslim terror attack

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি গোবিন্দ শব্দকর (৩৮) মুসলিম সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। 

গোবিন্দ শব্দকর মুসলিম সন্ত্রাসী হামলায় আহত হন | Govind Shabdkar was injured in a Muslim terror attack


তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, বিগত দুর্গাপূজার সময় মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপে হামলা ও ভাংচুর মামলার আসামি আব্দুল হেকিম, তারেক মিয়া, লিপন মিয়া, ওয়াহিদ মিয়া গংদের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে গোবিন্দ শব্দকরের ওপর এ হামলা চালানো হয়। এসময় তাকে রক্ষায় এগিয়ে এলে সাগর শব্দকর ও মিন্টু শব্দকরও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর জানান, সন্ত্রাসী হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পূজামন্ডপে হামলা ও ভাংচুর মামলার আসামি ও তাদের স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি গোবিন্দ শব্দকর সন্ত্রাসী হামলায় আহত হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য বাছিরুল ইসলাম, রাইনুল ইসলাম (সালাউদ্দিন) সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ 

The world is silent on minority torture in Bangladesh! But why?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।