Translate

ফরিদপুরে জুতো সেলাইকে কেন্দ্র করে হিন্দু নির্যাতন | Hindu torture centered on shoe stitching in Faridpur - News Sojasapta

ফরিদপুরে জুতো সেলাইকে কেন্দ্র করে হিন্দু নির্যাতন

ফরিদপুরে জুতো সেলাইকে কেন্দ্র করে হিন্দু নির্যাতন | Hindu torture centered on shoe stitching in Faridpur - News Sojasapta,2022 hindu torture bangladesh, bangladesh hindu torture 2022,news


অসাম্প্রদায়িক বাংলাদেশে এভাবেই প্রতিনিয়ত সংখ্যালঘু সম্পদায়ের উপর নির্মম অমানবিক ভাবে অন্যায় অত্যাচার অবিচারও নির্যাতন করা হচ্ছে।

প্রসঙ্গঃ

ফরিদপুর জেলার মধুখালী থানার কামারখালি ইউনিয়নের মছলন্দপুর গ্রামের বাসিন্দা গুরু রবিদাস (50) এবং তার ছেলে উওম রবিদাস(23) এর উপর অমানবিক নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে একই ইউনিয়নের বকশিপুর গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির (35)।

ঘটনা সুত্রে জানা যায়, গুরু রবিদাসের কামারখালি বাজারে একটি মুচির দোকান রয়েছে আজ 16.07.2022ই রোজ শনিবার অনুমানিক বেলা 11 ঘটিকার সময় (রিয়াজ ফকির) গুরু রবিদাসের দোকানে আসিয়া জুতা সেলাই করতে দেয় উক্ত জুতা সেলাই করাকে কেন্দ্র করিয়া বাক বিতন্ডা হয়। একপর্যায়ে (রিয়াজ ফকির) গুরু রবিদাসকে গালিগালাজ করিতে থাকে। গুরু রবিদাস (রিয়াজ ফকিরকে) গালিগালাজ করিতে নিষেধ করিলে পাশে থাকা বাটাম দিয়ে এলোপাতাড়ি বারি মারিয়া গুরু রবিদাসের শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে।

দোকানে থাকা গুরু রবিদাসের ছেলে উওম রবিদাস ঠেকাইতে আসিলে রিয়াজ ফকিরের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরু রবিদাসের মাথায় বারি মারিয়া মাথা ফাটাইয়া রক্তাক্ত জফম করে। ঘটনা চলাকালীন সময় আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলে এসে বাধা নিষেধ করিলে(রিয়াজ ফকির) গুরু রবিদাসকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।গুরুতর আহত অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন গুরু রবিদাস ও তার ছেলেকে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Also read:

(Translated By Google)

Hindu torture centered on shoe stitching in Faridpur

ফরিদপুরে জুতো সেলাইকে কেন্দ্র করে হিন্দু নির্যাতন | Hindu torture centered on shoe stitching in Faridpur - News Sojasapta,2022 hindu torture bangladesh, bangladesh hindu torture 2022,news

In non-communal Bangladesh, this is how the minority resources are being subjected to cruel and inhumane injustice. Context: Riaz Fakir (35) resident of Bakshipur village of the same union brutally beat up Guru Rabidas (50) and his son Uom Rabidas (23) resident of Machalandpur village of Kamarkhali police station of Madhukhali police station of Faridpur district. According to the facts, Guru Rabidas has a cobbler's shop in Kamarkhali Bazar today 16.07.2022 Saturday at approximately 11 o'clock (Riyaz Fakir) came to Guru Rabidas's shop and allowed him to sew shoes. At one stage (Riyaz Fakir) started abusing Guru Rabidas. When Guru Rabidas (Riyaz Fakir) was forbidden to abuse, he repeatedly hit Guru Rabidas with the nearby Batam, injuring Nilafula in different parts of his body. When Uom Rabidas, the son of Guru Rabidas, who was in the shop, came to stop him, Riyaz hit him on the head with a wooden bat in Fakir's hand and broke his head and made him bloody. During the incident, when the people around came to the spot and prevented them (Riaz Fakir), Guru Rabidas left the spot by threatening him in various ways. The local people who were present in serious condition admitted Guru Rabidas and his son to Madukhali Upazila Health Complex for treatment.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।