বাংলা ভাগ না হয়ে অখন্ড অবস্থায় যদি পাকিস্তানে যোগ দিতো কিংবা একা স্বাধীন হতো তাহলে কি হতো? - Susupto Pathok
‘বাংলা’ ভাগ না হয়ে অখন্ড অবস্থায় যদি পাকিস্তানে যোগ দিতো কিংবা একা স্বাধীন হতো তাহলে কি হতো?
শরৎবসু ও সোহরাওয়ার্দী মিলে যে অখন্ড বাংলা ভাগ চেয়েছিলেন সেটা বাস্তবায়ন হলে এখন হেফাজত ইসলামের পূর্ব পশ্চিমের দুটি শাখা থাকত। পুরো কোলকাতা শহর ফুরফুরা শরীফ আর কওমি মাদ্রাসার দাপটে হিন্দুরা পালিয়ে বাঁচত। পূর্বে মার খাওয়া হিন্দুরা তখন দৌড়ে কোথায় পালাত? বাঙালি হিন্দু তখন বাংলার বাইরে বিহারীর মত হতো দেশহীন!
আমাকে অনেকে যুক্তি দিয়েছেন যে, বাংলা ভখন্ড থাকলে তখন হিন্দু মুসলমানের অনুপাত হতো ৪০:৬০ তাই একতরফা কিছু ঘটতে পারত না। আমি যুক্তি দিয়েছি, সোহরাওয়ার্দী অখন্ড বাংলার প্রধানমন্ত্রী থাকাকালীন ডাইরেক্ট এ্যাকশেন ডে-কে দাঙ্গা রূপ দিতে যেভাবে সেদিন সরকারী ছুটি ঘোষণা করে আগুনে ঘি ঢেলেছিলেন সেই তিনি শরতবসুকে ভবিষ্যতে চিনতেন কি? তখন তো হিন্দু মুসলমান দুটি জাতি হয়ে যেতো- বাঙালি বলতে আর কিছু থাকত না! শরৎবসু যোগেন মন্ডল হয়ে ভারতের অন্য কোন রাজ্যে গিয়ে আশ্রয় নিতেন নিশ্চিত!
জয়া চ্যাটার্জি যার লেখা বইকে কুরআনের পর দ্বিতীয় পবিত্র গ্রন্থ হিসেবে ছফা-রাজ্জাক-যাকির-সলিমুল্লাহরা রেফারেন্স হিসেবে দেশভাগের ইতিহাস শোনায়- সেই জয়া চ্যাটার্জিই মন্তব্য করেছেন, দাঙ্গার দায় সোহরাওয়ার্দী কিছুতে এড়াতে পারেন না। আর সংখ্যা যদি ফ্যাক্ট হবে তাহলে খুলনা ছিলো হিন্দু অধ্যুষিত, সেই খুলনাকে কেটে পাকিস্তানে জুড়ে দিলেন খান ও সবুর একা! খুলনায় হিন্দুদের উপর সবুর খান চালালেন সাম্প্রদায়িকতা। হিন্দুরা সব ওপাড়ে চলে গেলো। গোপালগঞ্জের দোকানপাট ব্যবসা বাণিজ্য উকিল শিক্ষকদের ৬০ ভাগই ছিলো হিন্দু সম্প্রদায়ের- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে নিজ জবানে বলছেন শেখ মুজিব, সেই গোপালগঞ্জ ছাড়ল কেন হিন্দুরা?
কারণ ইসলাম ধর্মটি তার অনুসারীদের ‘মুসলিম উম্মাহ’ চেতনায় যেভাবে মেলিটারি সিস্টেমে পরিচালিত করে সেটি অন্য ধর্মগুলিতে নেই। কাজেই মুসলমান যে কোন দেশেই সে মুসলমান। তার সংস্কৃতি জাতিবোধ সেই দেশের নিজস্ব জাতি সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। একমাত্র বাঙালি মুসলমান ছাড়া কেউ পহেলা বৈশাখকে ‘হিন্দুয়ানী’ বলে প্রত্যাখান করে? চাইনিজ মুসলমান কেন চাইনিজ সংস্কৃতির সঙ্গে সংঘর্ষে জড়ালো? ভারতীয় মুসলমান কেন রবীন্দ্রনাথের ‘হিন্দু মুসলমান’ হলো না? এভাবে হিন্দু ধর্ম দিয়ে বাঙালি ঐক্যবন্ধ হতে পারবে না।
ইতিহাসের পূণঃমূল্যায় হয় অনেক পরে। দেশভাগের সত্তর আশি বছর হতে চলেছে, আজকের এই সময়ে এসে যখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পড়ে পড়ে মার খাওয়া দেখি, সেই মার খাওয়াদেরই পুলিশ ধরে নিয়ে যায়, হামলাকারীদের জামিন হয়ে যায়, একটি ঘটনারও বিচার না হয়, যখন হামলাগুলির পর ‘বাঙালি মুসলমান’ লেখক বুদ্ধিজীবীরা হিন্দুদের পাশে না দাঁড়িয়ে অপ্রাসঙ্গিকভাবে এই সময়ে ‘দেশভাগের জন্য হিন্দুরা দায়ী’ বলা শুরু করেন তখন মনে হয়, ভীতু কাপুরুষ এই সম্প্রদায় শেষতক হয়ত পশ্চিমবঙ্গে গিয়ে দাঁড়াবে, কিন্তু পুরো বাংলা আলাদাভাবে স্বাধীন হলে তারা কোথায় যেতো?