Translate

মহুয়া মৈত্র বারংবার হিন্দু বিরোধী কথা বলেছেন - Tarunjyoti Tewari

মহুয়া মৈত্র বারংবার হিন্দু বিরোধী কথা বলেছেন - Tarunjyoti Tewari 

মহুয়া মৈত্র বারংবার হিন্দু বিরোধী কথা বলেছেন - Tarunjyoti Tewari, Mahuha Maitra কালীকে নিয়ে কি বলেছেন?, মহুয়া মৈত্র কালীকে নিয়ে কি বলেছেন? Mahuya Maitra and kali, Kali,কালী ঠাকুরকে অপমান,মহুয়া মৈত্র,Tarunjyoti Tewari


তরুনজ্যোতী তেওয়ারির বক্তব্যঃ

মহুয়া মৈত্র সম্পর্কে আপনাদের অনেক মতামত থাকতে পারে কিন্তু বিশ্বাস করুন ওটা আসলে তৃণমূলের ছাল পরা একটা বামপন্থী।


এই প্রথমবার তিনি এরকম মন্তব্য করেছেন সেটা কিন্তু নয়। অতীতে শিব লিঙ্গ নিয়েও কুরুচিকর মন্তব্য করেছিল। নুপুর শর্মার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল এই মহুয়া মৈত্র এবং অনেক কথা বলেছিল। তিনি নিজে বারবার হিন্দু ধর্মের এবং হিন্দু ধর্মের দেব দেবীর অপমান করেন।। মহুয়া মিত্র এমন একটা হাবভাব করেন যে তিনি নবীর অপমান সহ্য করতে পারেন না কিন্তু হিন্দু ধর্মের দেব-দেবীদের অনায়াসে অপমান করতে পারেন।


মহুয়া মৈত্র এটা করার সাহস হয় কারণ হিন্দুরা গণতান্ত্রিকভাবে কোন পদক্ষেপ এই মহিলার বিরুদ্ধে নেয় না। হিন্দুরা অপেক্ষা করে বসে থাকে কোন সময় কোন বিজেপি নেতা বা কোন হিন্দুত্ববাদী নেতা পদক্ষেপ নেবে।

ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল,  আমাদের দল যেমন তাদের রাজনৈতিক কার্যক্রম করে ঠিক তেমনই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা তাদের কাজ করেন। আজকে মহুয়া মৈত্রের বক্তব্যের পর যদি আপনারা অভিযোগ না করেন এবং গণতান্ত্রিকভাবে প্রতিবাদ না করেন তাহলে কয়েক বছর পর পশ্চিমবঙ্গের হিন্দুদের মিউজিয়ামে পাওয়া যাবে।


আমি একবারও বলবো না ওই বিশেষ সম্প্রদায়ের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর করতে বা অন্য লোকের অসুবিধা সৃষ্টি করতে। দেশে আইন আছে এবং আইন মোতাবেক আপনারা পদক্ষেপ নেবেন এটুকু আশা করি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানায় এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আরও বেশি করে ব্যবস্থা নেওয়া উচিত কৃষ্ণনগর লোকসভার মানুষদের।


যদি অভিযোগ না করেন তাহলে মশাই এইটুকু বলে রাখি যে আপনাদের প্রতিবাদ করার নৈতিক অধিকার টুকু নেই। আগামীকাল বিপ্লব ফেসবুকে না করে আপনার নিজের এলাকায় থানায় যান এবং অভিযোগ করুন এই মহিলার বিরুদ্ধে। আমি আবার বলছি আন্দোলন করুন প্রতিবাদ করুন কিন্তু গণতান্ত্রিকভাবে এবং অন্য কারোর অসুবিধা সৃষ্টি না করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।