Translate

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে বিশ্ব নিরব ! কিন্তু কেনো? The world is silent on minority torture in Bangladesh! But why? - Sojasapta 2

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে বিশ্ব নিরব ! কিন্তু কেনো?

The world is silent on minority torture in Bangladesh! But why? Hindu houses, temples and shops are burning in Dighlia of Narail. But the news media of Bangladesh is silent. But this Bangladeshi media finds the smell of Hindutva conspiracy even if a Muslim is killed in a road accident in India.  Just a few days ago, the minorities in the Indian states of West Bengal, Uttar Pradesh, Madhya Pradesh, Rajasthan, Maharashtra etc. have set fire, looted and vandalized the majority. Only a few Hindus survived in Kashmir with great hardship. When their throats were cut, Hindus fled Kashmir for their lives.

নড়াইলের দীঘলিয়ায় হিন্দুদের বাড়ি-ঘর, মন্দির, দোকানপাট জ্বলছে। কিন্তু বাংলাদেশের নিউজ মিডিয়া নীরব। অথচ এই বাংলাদেশের মিডিয়া ভারতে যদি সড়ক দুর্ঘটনায় একজন মুসলমান নিহত হয় তার মধ্যেও হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের গন্ধ খোঁজে। 

মাত্র অল্প কয়েক দিন আগে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে সংখ্যালঘুরা জ্বালাও-পোড়াও, লুটপাট, ভাঙচুর করেছে সংখ‍্যাগরিষ্ঠের গায়ে হাত তুলেছে। কাশ্মীরে মাত্র কয়েকজন হিন্দু অনেক কষ্টে টিকে ছিল। তাদের গলা কাটা শুরু হলে, হিন্দুরা কাশ্মীর ছেড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেছে। 

কিন্তু মার্কিন প্রশাসন নরেন্দ্র মোদিকে কড়া ধমক দিয়েছেঃ যেনো ভারতে সংখ্যালঘু অধিকার সমুন্নত থাকে। অথচ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমেরিকা কোন কথা বলতে সাহস পায় না। কারণ বাংলাদেশে শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী রয়েছেন। নরেন্দ্র মোদি যেরকম ধমক খেয়ে 'জোর হুকুম জাহাঁপনা' করেন পক্ষান্তরে শেখ হাসিনাকে কেউ ধমক দিলে, শেখ হাসিনা তাকে একটার বদলে তিনটে ধমক দিয়ে চুপ করিয়া দেন।

বিগত শারদীয় দূর্গোৎসবের সময় ইকবাল চক্র কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন রেখে যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক তাণ্ডব চালাচ্ছিল, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের নরেন্দ্র মোদি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেনঃ "ভারতে যেন বিপরীত প্রতিক্রিয়া না ঘটে"। নরেন্দ্র মোদি ভয় পেয়ে বাংলাদেশে করোনা ভ্যাকসিন পাঠানোর ঘোষণা দেন। পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী দীপু মনি ভারতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের কিছু হিন্দু তরুণ তরুণী সবকিছু দেখেও যেন কিছুই দেখে না। তারা ভারতের কিছু নপুংসক নেতার মিথ্যাচার শুনে আবেগাআপ্লুত হয়ে পড়েছে  যেন হিন্দুত্ববাদী নবজাগরণ ঘটেছে। আমি তাদের সতর্ক করে দিয়েছিলাম যে, ভারতের এই সমস্ত প্রতারক নেতাদের পুরুষাঙ্গ উত্থিত হয় না। এরা বিয়ে করতে পারে না, বিয়ে করলেও স্ত্রীকে নিয়ে সংসার করতে পারে না, সন্তান জন্ম দিতে পারে না। ভারতের পুরুষত্বহীন নেতারা গরুর জাগরণ করেছে, আর কিছুই করতে পারেনি। অনেকেই আমার ইঙ্গিত বুঝতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যবশত কতিপয় মূর্খ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে‌। আরে বাপু আপনা ভালো পাগলেও বোঝে!

আমরা এখনো বাংলাদেশে কমপক্ষে দেড় কোটি হিন্দু টিকে রয়েছি। 

আমরা অল্প কয়েকজন মাত্র মানুষ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে হিন্দু নির্যাতনের প্রতিবাদ করি। এক সময় নির্যাতন প্রতিহত করার চেষ্টা করতাম। কিন্তু সাথে মানুষ পাইনা। একাধিকবার জখম হয়ে রণে ভঙ্গ দিয়েছি। মৌলবাদীদের হুমকি-ধামকিতে আমাদের আত্মগোপন করে থাকতে হয়। তার উপরে ডিজিটাল সিকিউরিটি আইনের খড়গ। আমাদের মেরে ফেলবে, মারো। তবুও যতক্ষণ দেহে প্রাণ আছে, অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করে যাব। আমরা বাংলাদেশের দেড় কোটি সংখ্যালঘু হিন্দু জীবনের নিরাপত্তা চাই, মা-বোনের ইজ্জত রক্ষা করতে চাই। সহায়-সম্বল যেটুকু এখনো অবশিষ্ট আছে- তা রক্ষা করতে চাই। আমাদের জানমাল ও নারীর সম্ভ্রমের রক্ষা করা- বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব। কারণ আমরা বাংলাদেশ রাষ্ট্রকে ট্যাক্স দেই।

আমি বাংলাদেশ সরকার প্রধানের নিকট আকুল আবেদন জানাচ্ছি : সংখ্যালঘু হি*ন্দুদের রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।


(Translated By Google)

The world is silent on minority torture in Bangladesh! But why?

The world is silent on minority torture in Bangladesh! But why? Hindu houses, temples and shops are burning in Dighlia of Narail. But the news media of Bangladesh is silent. But this Bangladeshi media finds the smell of Hindutva conspiracy even if a Muslim is killed in a road accident in India.  Just a few days ago, the minorities in the Indian states of West Bengal, Uttar Pradesh, Madhya Pradesh, Rajasthan, Maharashtra etc. have set fire, looted and vandalized the majority. Only a few Hindus survived in Kashmir with great hardship. When their throats were cut, Hindus fled Kashmir for their lives.

Hindu houses, temples and shops are burning in Dighlia of Narail. But the news media of Bangladesh is silent. But this Bangladeshi media finds the smell of Hindutva conspiracy even if a Muslim is killed in a road accident in India.

Just a few days ago, the minorities in the Indian states of West Bengal, Uttar Pradesh, Madhya Pradesh, Rajasthan, Maharashtra etc. have set fire, looted and vandalized the majority. Only a few Hindus survived in Kashmir with great hardship. When their throats were cut, Hindus fled Kashmir for their lives.


But the US administration has issued a stern warning to Narendra Modi: let minority rights be upheld in India. But America does not have the courage to speak against minority oppression in Bangladesh. Because Bangladesh has a prime minister like Sheikh Hasina. On the other hand, when someone bullied Sheikh Hasina, Sheikh Hasina silenced her with three threats instead of one.


When the Iqbal Chakra set up communal riots in various parts of Bangladesh by placing the Koran in a pujamandap in Comilla during the last autumn Durgotsav, Bangladesh Prime Minister Sheikh Hasina warned India's Narendra Modi government: "Let there be no backlash in India". Narendra Modi got scared and announced to send corona vaccine to Bangladesh. Later, Bangladesh Education Minister Dipu Moni went to India and issued a strong warning to protect communal harmony.


But unfortunately, some Hindu young women of Bangladesh see everything but see nothing. They have become emotional after listening to the lies of some impotent leaders of India as if a Hindutva renaissance has taken place. I warned them that all these fraudulent leaders of India do not have erect penises. They can't get married, even if they get married, they can't have a family with their wife, they can't give birth to children. India's impotent leaders have awakened the cow, and could do nothing else. Many have understood my hint. But unfortunately some idiots abused me in unspeakable language. Hey Bapu, you understand well!


We still have at least one and a half crore Hindus surviving in Bangladesh.

We are only a few people standing on the soil of Bangladesh and protesting Hindu persecution through social media. At one time I tried to resist torture. But I can't find people with me. I was wounded several times and broke the war. We have to hide from the threats of fundamentalists. On top of that is the sword of the Digital Security Act. Kill us, kill us. However, as long as there is life in the body, I will protest injustice and oppression. We want the safety of the lives of one and a half million minority Hindus in Bangladesh, we want to protect the honor of our mothers and sisters. I want to protect what is still left. Protecting the dignity of our lives and women is the responsibility of the Bangladesh state. Because we pay tax to Bangladesh state.


I make an urgent appeal to the Prime Minister of Bangladesh: Take effective measures to protect the minority Hindus.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।