Translate

Allegation of encroachment of crematorium land in Birganj | বীরগঞ্জে শ্মশানের জমি দখলের অভিযোগ

Allegation of encroachment of crematorium land in Birganj | বীরগঞ্জে শ্মশানের জমি দখলের অভিযোগ

In Birganj, under the leadership of two A'League leaders, the land of the crematorium was occupied and the sand was extracted and the tombs were vandalized.


In Birganj of Dinajpur district, two local Awami League leaders have been accused of vandalizing a crematorium. When the local Hindus tried to block the cremation land by taking over the sand and vandalizing the tombs, they were attacked by the land bandits led by Awami League leader Md Rahmat Ali and Abdur Razzak member.

According to local sources, under the leadership of former General Secretary of Nijpara Union Awami League Md Rahmat Ali and another Awami League leader Abdur Razzak, they have been occupying the crematorium site and excavating sand in Char Daspara crematorium area of ​​Dhepa River in Nijpara Union of upazila. Several tombs in the crematorium were damaged during sand extraction. Last Friday (August 12) morning, when the people of Sanatan religious community of Das Para area tried to block the sand extraction by occupying the crematorium land, the terrorist forces of Awami League leader Md Rahmat Ali and Abdur Razzak member attacked and beat them. The people of the area became angry. Later, the situation calmed down with the intervention of the administration.


In protest of this incident, the Dhepa River Char Daspara Smashan Raksha Sangam Committee organized a protest march and human chain in Birganj around 11 o'clock on Saturday (August 13).


Bangladesh Hindu Buddhist Christian Oikya Parishad Birganj Upazila Branch General Secretary Dipankar Raha Bappi spoke in the rally organized after the valedictory ceremony. .

The rally demanded the government and administration to take necessary measures to protect the Char Daspara crematorium including taking legal action against the attackers.


বীরগঞ্জে শ্মশানের জমি দখলের অভিযোগ

দিনাজপুর জেলার বীরগঞ্জে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শ্মশান ভাংচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় হিন্দুরা বালু উত্তোলন ও সমাধি ভাংচুর করে শ্মশান অবরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ নেতা মোঃ রহমত আলী ও আব্দুর রাজ্জাক মেম্বারের নেতৃত্বে ভূমি দস্যুরা হামলা চালায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী ও আরেক আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নিজপাড়ার ঢেপা নদীর চর দাসপাড়া শ্মশান এলাকায় শ্মশানের জায়গা দখল ও বালু উত্তোলন করে আসছে। উপজেলার ইউনিয়ন। বালু উত্তোলনের সময় শ্মশানের বেশ কয়েকটি সমাধি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার (১২ আগস্ট) সকালে দাস পাড়া এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন শ্মশানের জমি দখল করে বালু উত্তোলনে বাধা দিতে গেলে আওয়ামী লীগ নেতা মোঃ রহমত আলী ও আব্দুর রাজ্জাক মেম্বারের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা করে মারধর করে। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে বীরগঞ্জে প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে ঢেপা নদীর চর দাসপাড়া স্মৃতি রক্ষা সংগম কমিটি।

বিদায় অনুষ্ঠান শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী। .

সমাবেশে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ চর দাসপাড়া শ্মশান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।