ঝিনাইদহে 'অন্যান্য গ্রাম থেকে মুসলমানরা এসে' ৮টি হিন্দু বাড়িতে হামলা চালায় - নিউজ
ঝিনাইদহে 'অন্যান্য গ্রাম থেকে মুসলমানরা এসে' ৮টি হিন্দু বাড়িতে হামলা চালায়
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি গ্রামে আটটি হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারিয়া গ্রামে হামলায় অন্তত ১৫ জন আহত হয়।
পুলিশ জানায়, কামারিয়া গ্রামের সব পরিবারই হিন্দু সম্প্রদায়ের। সাত দিন আগে পার্শ্ববর্তী বগুড়া গ্রামের ২০ জন লোক এসে ঘোরাফেরা করলে কামারিয়া গ্রামের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের এলাকা থেকে সরিয়ে দেয়।
এরই জের ধরে রোববার রাতে কামারিয়া গ্রামে ফের হামলা চালানো হয় বলে ওসি আমিনুল জানান।
তিনি বলেন, “বগুড়া এলাকার 40-50 জন মুসলিম সন্ত্রাসী বেছে বেছে আটটি হিন্দু বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। তাদের মারধরে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।'
হামলার শিকার কামারিয়া গ্রামের সন্ধ্যা রানী বলেন, “সন্ত্রাসীরা আমার ছেলের দোকান ভাংচুর করে, মালামাল লুট করে। আমার ছেলেকে পিটিয়ে আহত করেছে।”
ভিকটিম শিখা রানী বলেন, হামলার সময় গ্রামের লোকজন আতঙ্কিত ছিল, ‘মাঝে মাঝে গ্রামের বাইরে থেকে সন্ত্রাসীরা এসে চাঁদাবাজি করত।
ওই গ্রামের সুনীল মণ্ডল, দীপক মণ্ডল, ভরত মণ্ডল, জ্ঞানেন্দ্র মণ্ডল, উত্তম বাইন, সজল বারাই, দেব কুমার ও বিকাশ কুমারের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আবদুল হাই বলেন, হিন্দুদের বাড়িতে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুর ইসলাম বলেন, কয়েকদিন আগে কামারিয়া গ্রামে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে ঝগড়া হয়েছে বলে শুনেছি। তবে কি কারণে গ্রামের বাইরের লোকজন হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।