Translate

চট্টগ্রামে জমি নিয়ে এক হিন্দুকে মারধর - সোজাসাপ্টা২ নিউজ

চট্টগ্রামে জমি নিয়ে এক হিন্দুকে মারধর - সোজাসাপ্টা২ নিউজ

01-08-2022

চট্টগ্রামে জমি নিয়ে এক হিন্দুকে মারধর - সোজাসাপ্টা২ নিউজ,বাংলাদেশে হিন্দুদের অবস্থা,বাংলাদেশ হিন্দু এটাক,বাংলাদেশের হিন্দু নেতা,সংখ্যালঘু আইন,বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন,বাংলাদেশে হিন্দুদের অবদান,bangladesh hindu attack 2021,bangladesh hindu muslim fight,hindu genocide in bangladesh,hindu temples destroyed in bangladesh,bangladesh hindu festival,is bangladesh safe for hindu,communal attacks in bangladesh,comilla hindu attack,bangladesh hindu attack 2021,bangladesh hindu muslim fight,hindu genocide in bangladesh,hindu temples destroyed in bangladesh,bangladesh hindu festival,is bangladesh safe for hindu.

চট্টগ্রামের আনোয়ারায় এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অতর্কিত হামলা ও সংখ্যালঘু নির্যাতন চলমান রয়েছে। 

ভিডিওঃ

Image 1        Image 2        Image3

যার পূর্বক চট্টগ্রামের আনোয়ারায় ০৬ নং বারখাইন ইউনিয়ন, (১ নং ওয়ার্ড) ঝিওরী গ্রামে রকেট দত্ত (প্রবাসী) ব্যক্তির উপর চিহ্নিত জিহাদী মুসলিমরা জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা করছে। 

ঊর্ধ্বতন প্রশাসন কি কারনে, কার দ্বারা প্রভাবিত হচ্ছে, কেন হস্তক্ষেপ করছেন না সবকিছু জানা সত্ত্বেও সরকারি প্রশাসনিক ব্যবস্থা নেয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনরূপ পদক্ষেপ নেয়া হয়নি। 
যার কারনে ভূমিদস্যুরা দিন দিন আরো হিংস্র হয়ে উঠছে।

চিহ্নিত ভূমিদস্যুরা হল: 
১. মোঃ সাইদুল ইসলাম প্রকাশ সালাউদ্দিন জিয়া
২.মো.সুমন
৩.মো.রবেল
৪.মো.হাসান
৫.মহিউদ্দিন প্রকাশ মহিদ্দা
৬.মো. রবি
৭.অজ্ঞাতনামা (২০-২৫জন)
এই ভূমিদস্যুদের ঝিওরী মাজার গেইট বাজারে রয়েছে এক বড় সড়ো ভূমি ব্যবসার অফিস,যেখানে বসে ওরা পরিকল্পনা করে কিভাবে সংখ্যালঘুদের কে নিষ্কৃত করা যায়। এদের হাতে লাঞ্চিত হয়েছে ওই এলাকার অনেক সংখ্যালঘু, যারা এদের ভয়ে অনেক কিছু বলতে পারছে না।এদের মাথার উপরে রয়েছে বড় বড় সিন্ডিকেট যাদের নাম নিতে সবাই ভয় পায়। যারা ভূমিদস্যুদের প্রশাসনিক কাজে সহযোগিতা করে থাকে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।