Translate

ভাত কাপড়ে ধর্ম বদলায় না | আদিবাসী মুন্ডা

ভাত কাপড়ে ধর্ম বদলায় না আদিবাসী মুন্ডা আলতি মুন্ডা, মুন্ডা সম্প্রদায় অন্য আদিবাসীদের থেকে একটু ব্যাতিক্রম

ভাত কাপড়ে ধর্ম বদলায় না

Read in your own language from the translator provided above

ছবির ব্যাক্তির নাম আলতি মুন্ডা। আমরা মুন্ডাদের আদিবাসী বলি। মুন্ডা সম্প্রদায় অন্য আদিবাসীদের থেকে একটু ব্যাতিক্রম। অন্য আদিবাসীরা নিজের স্ব-ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহন করেছে। কিন্তু মুন্ডা সম্প্রদায়ের অধিকাংশ এখনও সনাতন ধর্মেই রয়ে গেছে। পালন করে দূর্গা পূজো থেকে নারায়ন পুজোও। করেন একাদশীও। কয়দিন আগে কাজের সূত্রে তাঁর সাথে পরিচয়। থাকেন সরকারী খাস জমিতে। ওই জমিতে আরও অনেক আদিবাসী সম্প্রদায়ের বাস। অন্য আদিবাসীদের সবাই খৃষ্টান ধর্ম গ্রহন করেছে। কারন তাঁদের ভাত কাপড়ের ব্যবস্থা চার্চ থেকে হয়ে যায়।


আলতি মুন্ডা সময়ের সময়ের চোরা স্রোতে নিজের ধর্মকে বির্সজন দেন নি। স্বামী অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে খৃষ্টান হয়ে গেলেও নিজের একটি মাত্র মেয়েকে নিয়ে লড়াই করে বাঁকী জীবনটুকু লড়াই করতে থেকে জান সনাতন ধর্মেই। কারন তিনি মনে করেন ভাত কাপড়ে ধর্ম বদলায় না।


নিজের এই দর্শনের কারনেই জীবনে ভালো একটি ঘর বানাতে পারে নি। পাশের রাস্তা থেকে তালপাতা কেটে নিয়ে এসে একটি ঝুপড়ি ঘর তৈরি করেছেন এটাই একমাত্র ভরসা। এই ঘরেই মেয়েকে নিয়ে রাত্রী যাপন করেন। মা-মেয়ে মিলে জমিতে কাজ করে সংসার চালান। সঞ্চয় বলতে মেয়ে লেখাপড়া করছে এটাই।


আপনার ভাবছেন হঠাৎ উনাকে নিয়ে এখনে লিখার কি আছে। আসলে আছে অনেক কিছুই। আমাদের দেখা ও না দেখার মধ্য প্রতিনিয়ত অনেক কিছু ঘটে চলেছে। তারই কিছুটা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা। কারন এই আলতী মুন্ডারাই আমাদের আদর্শ। শতকোটি প্রনাম আলতী মুন্ডাদের মতো মানুষকে। যারা শেত কষ্টেও নিজের আদর্শ বির্সজন দেয় না।


লিখেছেনঃ অমৃত সরকার
একজন গবেষক ও উন্নয়ন কর্মী

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url