ভোটার তালিকা প্রনয়ণকে কেন্দ্র করে হিন্দু শিক্ষকে নির্যাতন
তারপর ঐ এলাকার লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তার শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২২নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এর আগেও তিনি আরো ২বার হামলার স্বীকার হোন। উল্লেখ্য ২০২১সালে ৪নং ওয়ার্ডের বারইভিটা ১৮শতাংশ জমি তার পার্শ্ববর্তী ঝুনু গোস্বামী(৬০), পিতা স্বর্গীয় মনীন্দ্র গোস্বামী গং এর সাথে সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।
ঐ এলাকার শরীফুল ইসলাম মামুন, পিতা শামসুদ্দিন এর নিকট ঝুনু গোস্বামী তার নিজের জায়গা বিক্রি করে দেন। বিক্রির সুবাদে শফিকুল ইসলাম শিক্ষক পরিবারের উপর প্রতিনিয়তই হুমকি প্রদান করে আসছে। হুমকির স্বরুপ গত ২০ই আগস্ট তার উপর হামলা হওয়ায় এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে। এর আগে ২০২১ সালে আসামীদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং (৩) -১০/১২/২০২১
শিক্ষকের উপর হামলা হওয়ায় মোহনগঞ্জ নির্বাচন অফিসের কর্মকর্তাদের অবগত করা হয়। এলাকাবাসী শিক্ষক তপন কুমার পালের উপর বর্বরোচিত হামলায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার জোড় দাবী জানাচ্ছে।